করোনা সংক্রমণ: স্কুল বন্ধ নাকি চলবে, সিদ্ধান্ত জানালো মাউশি

নিজস্ব প্রতিবেদক: করোনা ভাইরাস সংক্রমণের বর্তমান পরিস্থিতি বিবেচনায় নিয়ে স্কুল বন্ধ রাখার কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) পরিচালক (মাধ্যমিক) অধ্যাপক ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল।
তিনি বলেন, "করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে আমরা ইতিমধ্যে নির্দেশনা জারি করেছি। শিক্ষা প্রতিষ্ঠানগুলো সেই নির্দেশনা অনুযায়ী প্রস্তুতি নিচ্ছে।" অভিভাবকদের উদ্দেশে তিনি বলেন, "আপনারা যেন সন্তানদের সে অনুযায়ী সচেতন করেন ও প্রস্তুত রাখেন।"
ড. সোহেল আরো জানান, "বর্তমান পরিস্থিতিতে শিক্ষা কার্যক্রম চালু রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই স্কুল বন্ধ রাখার সুযোগ নেই। আগামী রবিবার থেকেই সব স্কুল যথারীতি খুলছে।" তবে তিনি সবাইকে সতর্ক থাকতে এবং স্বাস্থ্যবিধি কঠোরভাবে মেনে চলার আহ্বান জানান।
কী কী স্বাস্থ্যবিধি মানা হবে স্কুলে?
মাউশি’র নির্দেশনা অনুযায়ী, প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে নিচের স্বাস্থ্যবিধিগুলো মেনে চলতে বলা হয়েছে:
প্রতিদিন স্কুলে প্রবেশের আগে শিক্ষার্থীদের শরীরের তাপমাত্রা পরিমাপ
মাস্ক পরা বাধ্যতামূলক
ক্লাসরুমে সামাজিক দূরত্ব বজায় রাখা
হাত ধোয়ার ব্যবস্থা রাখা এবং স্যানিটাইজার ব্যবহার নিশ্চিত করা
অসুস্থ শিক্ষার্থী বা শিক্ষক যেন স্কুলে না আসে
অধ্যাপক সোহেল বলেন, “শিক্ষার্থীদের সুরক্ষাই আমাদের অগ্রাধিকার। তবে শিক্ষা কার্যক্রম ব্যাহত করা যাবে না। তাই স্কুল চালু থাকবে, কিন্তু সবাইকে সচেতন থাকতে হবে।”
এই অবস্থায় শিক্ষা প্রতিষ্ঠান ও অভিভাবকদের মধ্যে সমন্বয় বাড়ানো এবং সংক্রমণ পরিস্থিতি নিয়মিত পর্যবেক্ষণ করার কথাও জানিয়েছেন তিনি।
সংশ্লিষ্ট সূত্র জানায়, পরিস্থিতির অবনতি হলে পরবর্তীতে নতুন সিদ্ধান্ত নেওয়া হতে পারে, তবে এখনই স্কুল বন্ধের মতো কোনো ব্যবস্থা কার্যকর করা হচ্ছে না।
মোঃ রাজিব/
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- এসএসসি রেজাল্ট ২০২৫: ফল প্রকাশের তারিখ ঘোষণা, জানুন দেখার নিয়ম
- বাংলাদেশ বনাম তুর্কমেনিস্তান: আজ নতুন সময়ে শুরু হবে ম্যাচ, জেনে নিন সূচি
- বাংলাদেশ বনাম তুর্কমেনিস্তান: গোল বন্যা, ৯০ মিনিটের খেলা শেষ
- নারী এশিয়ান কাপ বাছাইপর্ব পয়েন্ট টেবিল: গ্রুপ সি-তে উড়ছে বাংলাদেশ
- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা: প্রথম ওয়ানডেতে লড়াকু টার্গেট দিল শ্রীলঙ্কা
- বাংলাদেশ বনাম তুর্কমেনিস্তান: ৭ গোলে শেষ হলো প্রথমার্ধ
- বিনিয়োগকারীদের জন্য ১২ কোম্পানির লভ্যাংশ ঘোষণা
- আল-হিলাল বনাম ফ্লুমিনেন্স: নাটকীয়ভাবে শেষ হলো কোয়ার্টার ফাইনাল ম্যাচ
- বাংলাদেশ বনাম তুর্কমেনিস্তান: ম্যাচ প্রিভিউ, পরিসংখ্যান ও ম্যাচ শুরুর সময়
- চেলসি বনাম পালমেইরাস কোয়ার্টার-ফাইনাল: ১-০ গোলে প্রথমার্ধ শেষ
- চেলসি বনাম পালমেইরাস কোয়ার্টার ফাইনাল: শেষ হলো ৯০ মিনিটের খেলা
- জেতা ম্যাচ হেরে যা বললেন বাংলাদেশ অধিনায়ক মিরাজ
- বাংলাদেশ বনাম তুর্কমেনিস্তান: সরাসরি ফ্রিতে লাইভ দেখবেন যেভাবে
- দুই পরিবর্তন নিয়ে শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের সম্ভাব্য একাদশ
- শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় ওয়ানডে ম্যাচে বাংলাদেশের একাদশে দুই পরিবর্তন