
MD. Razib Ali
Senior Reporter
ভারতকে আল-আউট করে উল্টো বিপদে ইংল্যান্ড

নিজস্ব প্রতিবেদক: তৃতীয় দিনের প্রথম সেশনে গুরুত্বপূর্ণ দুটি উইকেট নিলেও ইংল্যান্ডকে থামাতে পারেনি ভারত। লাঞ্চে গিয়ে ইংল্যান্ডের সংগ্রহ ৫ উইকেটে ৩২৭ রান। এখনও তারা পিছিয়ে ১৪৪ রানে। ইংল্যান্ডের ইনিংসকে টেনে নিচ্ছেন হ্যারি ব্রুক, যিনি অপরাজিত ৫৭ রানে। তাঁর সঙ্গে ক্রিজে আছেন উইকেটকিপার ব্যাটার জেমি স্মিথ।
ভারতের পক্ষে প্রথম ধাক্কাটি দেন প্রসিদ্ধ কৃষ্ণ। দিনের শুরুতেই তাঁকে চার ও ছয় মেরে আক্রমণাত্মক শুরু করেন ব্রুক। তবে সেই ওভারেই ফিরিয়ে দেন আগের দিনের সেঞ্চুরিয়ান অলি পোপকে। অফ স্টাম্পের বাইরে ছোট লেংথের বলে কাট করতে গিয়ে উইকেটরক্ষকের হাতে ধরা পড়েন পোপ।
ব্রুক যদিও আগ্রাসী মনোভাবেই খেলতে থাকেন। বুমরাহকে কভার দিয়ে চার মারার পাশাপাশি প্রসিদ্ধকেও নিয়মিত বাউন্ডারি হাঁকান। অন্যদিকে, ইংল্যান্ড অধিনায়ক বেন স্টোকস শুরুতে ছিলেন সতর্ক। বুমরাহর বলে তাঁকে বেশ কয়েকবার পরীক্ষা দিতে হয়।
প্রথম পরিবর্তন হিসেবে বোলিংয়ে আসেন রবীন্দ্র জাদেজা। তিনি বাঁহাতি স্টোকসকে লক্ষ্য করে অফ স্টাম্পের বাইরের রাফ ব্যবহার করতে থাকেন। তবে মোহাম্মদ সিরাজের দিনের প্রথম ওভারেই স্টোকস মারেন চমৎকার এক অফ ড্রাইভ, যা বাউন্ডারি দিয়ে ইংল্যান্ডের রান ২৫০ পেরিয়ে যায়। এরপর ব্রুক চড়ে বসেন সিরাজের ওপরেও। শর্ট বলকে স্লিপের ওপর দিয়ে চালিয়ে দেন বাউন্ডারিতে।
প্রথম ঘণ্টায় ইংল্যান্ড তুলে নেয় ৫৯ রান। এরপর ব্রুক-স্টোকস জুটির পঞ্চাশ পূর্ণ হয়। কিন্তু ঠিক সেসময় স্টোকসকে ফেরান সিরাজ। অফ স্টাম্পের বাইরের বলে উইকেটরক্ষকের গ্লাভসবন্দি হন ইংলিশ অধিনায়ক।
এরপর জুটিতে আসেন জেমি স্মিথ। তাঁকে নিয়ে ইংল্যান্ড এগোতে থাকে ধীরে ধীরে। ব্রুক জাদেজার বলে শট খেলতে কিছুটা দ্বিধাগ্রস্ত হলেও দ্রুত পায়ে নড়াচড়া করে সামলে নেন। শার্দুল ঠাকুরের একটি শর্ট ও ওয়াইড ডেলিভারিকে দারুণভাবে বাউন্ডারি বানান স্মিথ। একই ওভারে এলবিডব্লিউর সিদ্ধান্তের বিরুদ্ধে সফলভাবে রিভিউ নেন তিনি।
এই সেশনে বেশ কয়েকবার ভাগ্য সহায় হয় ইংল্যান্ডের। ৩০০ পেরোনোর পর জাদেজার বলে উইকেটের পেছনে ধরা পড়তে পারতেন ব্রুক, কিন্তু ঋষভ পন্ত হাতছাড়া করেন সহজ ক্যাচ। এরপর স্মিথ প্রায় ক্যাচ হয়ে যান শর্ট লেগে। ওই ওভারেই হাফসেঞ্চুরি পূর্ণ করেন ব্রুক।
লাঞ্চের ঠিক আগে বোলিংয়ে ফেরেন বুমরাহ। তাঁর এক ডেলিভারিতে স্মিথ মিড অনে ক্যাচ দিতে পারতেন, কিন্তু বেঁচে যান। এরপর তাঁকে বাউন্ডারিও হজম করতে হয়। এই স্পেলে বুমরাহর লাইন আদর্শ ছিল না, ফলে ইংল্যান্ডের ব্যাটাররা অনসাইডে সহজে রান তুলতে থাকেন। সেশন শেষে ব্রুক-স্মিথ জুটি অর্ধশত রানের পার্টনারশিপ গড়ে তোলেন।
সংক্ষিপ্ত স্কোর:
ভারত: ৪৭১
ইংল্যান্ড: ৩২৭/৫ (অলি পোপ ১০৬, বেন ডাকেট ৬২, হ্যারি ব্রুক ৫৭*, জেমি স্মিথ ২৪*; বুমরাহ ৩-৬৭, সিরাজ ১-৭৩)ভারতের লিড: ১৪৪ রান
শেষ খবর পর্যন্ত: ইংল্যান্ডের লড়াইয়ের কেন্দ্রবিন্দুতে হ্যারি ব্রুক, ভারত চাইবে দ্রুত উইকেট তুলে নিয়ে প্রথম ইনিংসে বড় লিড নিশ্চিত করতে।
মো: রাজিব আলী/
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- জেনেনিন সৌদি আরবে আকামা করতে কত খরচ হয়
- SSC 2025 বোর্ড চ্যালেঞ্জ ফল কবে প্রকাশ হবে? ভর্তি হবে কীভাবে?
- আর মাত্র ৪ দিন! এসএমএস করে SSC বোর্ড চ্যালেঞ্জ করবেন যেভাবে
- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা: টস শেষ বাংলাদেশের একাদশে তিন পরিবর্তন
- চেলসি বনাম পিএসজি ফাইনাল: পরিসংখ্যান, লাইভ ম্যাচ ও ভবিষ্যদ্বাণী
- সাফ অনূর্ধ্ব-২০ নারী ফুটবল: আজ বাংলাদেশ-ভুটান ম্যাচ লাইভ দেখবেন যেভাবে
- চেলসি বনাম পিএসজি ফলাফল: একতরফা লড়াইয়ে শেষ ক্লাব বিশ্বকাপ ফাইনাল
- বাংলাদেশ-শ্রীলঙ্কা ২য় টি-টোয়েন্টি ২০২৫: একাদশ ও সময়সূচি একনজরে
- সাফ চ্যাম্পিয়নশিপ: বাংলাদেশ বনাম ভুটান ম্যাচ, ৯০ মিনিটের খেলা শেষ
- বাংলাদেশ বনাম নেপাল: ২-০ গোলে প্রথমার্ধের খেলা শেষ
- পুঁজিবাজারে ৮ কোম্পানি ঘোষণা করলো বোর্ড সভার তারিখ
- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা টি-২০: দুই দলের সম্ভাব্য একাদশ ও ম্যাচ সময়সূচী
- বাংলাদেশ বনাম নেপাল: আজ মাঠে নামছে দুই দল, জেনে নিন সময় সূচি
- SSC বোর্ড চ্যালেঞ্জ ২০২৫ ফল কবে, বদলালে ভর্তি হবে কীভাবে?
- ১ কোটি ৬৪ লাখ ৮৬ হাজার ৮৬টি শেয়ার কেনার ঘোষণা