সুয়ারেজ বললেন, ‘আমার ওপর বিশাল প্রভাব ছিল লুইস এনরিকের’
নিজস্ব প্রতিবেদক: ক্লাব বিশ্বকাপের শেষ ষোলোতে প্যারিস সেন্ট জার্মেইর (পিএসজি) মুখোমুখি হওয়ার আগে নিজের সাবেক কোচ লুইস এনরিকেকে নিয়ে আবেগঘন মন্তব্য করেছেন ইন্টার মায়ামির উরুগুইয়ান তারকা লুইস সুয়ারেজ। জানিয়েছেন, বার্সেলোনায় এনরিকের অধীন খেলাটাই তার ক্যারিয়ারের অন্যতম স্মরণীয় সময় ছিল। তাঁর ভাষায়, “আমার ওপর বিশাল প্রভাব ছিল লুইস এনরিকের।”
ফিফা ডটকমকে দেওয়া এক সাক্ষাৎকারে সুয়ারেজ বলেন, “আমার ক্যারিয়ারে সবচেয়ে প্রভাবশালী দুই কোচ হচ্ছেন লুইস এনরিকে এবং উরুগুয়ের কোচ অস্কার ওয়াশিংটন তাবারেজ। এই দুইজনের কাছ থেকেই আমি সবচেয়ে বেশি শিখেছি।”
২০১৪-২০১৭ পর্যন্ত বার্সেলোনায় এনরিকের অধীনে খেলেছেন সুয়ারেজ। সে সময় মেসি-নেইমারের সঙ্গে গড়ে তুলেছিলেন বিধ্বংসী ত্রয়ী। এনরিকের কৌশল ও নির্দেশনা যে সুয়ারেজের খেলায় ভিন্ন মাত্রা এনেছিল, তা অকপটে স্বীকার করেন তিনি।
“আমার মধ্যে আগে থেকেই প্রতিযোগিতার মানসিকতা ছিল, কিন্তু এনরিকে সেটা আরও বাড়িয়ে দিয়েছিলেন। মাঠে এমন কিছু জায়গায় খেলতে বলতেন, যেখানে আমি আগে অভ্যস্ত ছিলাম না। বিশেষ করে, যেখানে বল কম পেতাম এবং প্রেসিং শুরু করতে হতো। এমন দায়িত্ব আমাকে খেলাটাকে নতুনভাবে বুঝতে সাহায্য করেছে,” বলেন সুয়ারেজ।
তিনি আরও যোগ করেন, “ব্যক্তিগতভাবে আমি তাঁর প্রতি দারুণ শ্রদ্ধাশীল। কারণ তিনি খেলোয়াড়দের কাছ থেকে সর্বোচ্চটা বের করে আনতে জানেন।”
এবার সেই এনরিকের কোচিংয়ে থাকা পিএসজির বিপক্ষেই মাঠে নামছে ইন্টার মায়ামি। ২৮ জুন আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ম্যাচটি। ইউরোপের চ্যাম্পিয়নদের মুখোমুখি হওয়া যে সহজ হবে না, তা জানেন সুয়ারেজও।
তিনি বলেন, “পিএসজি চ্যাম্পিয়ন্স লিগ জয়ী দল। তারা নিঃসন্দেহে ফেভারিট। কিন্তু আমাদেরও কিছু অস্ত্র আছে। আমাদের যে ভুলগুলো হয়েছে, সেগুলো শুধরে নিয়ে সুযোগ পেলে কাজে লাগাতে হবে। এই পর্যায়ে ছোট ভুলও বড় ক্ষতি ডেকে আনতে পারে।”
দশ বছর আগে একসঙ্গে কাজ করলেও এবার মাঠে দুই ভিন্ন দলের হয়ে দেখা হবে গুরু ও শিষ্যের। একদিকে লুইস এনরিকের অভিজ্ঞতা ও ইউরোপিয়ান কৌশল, অন্যদিকে লিওনেল মেসি ও সুয়ারেজের নেতৃত্বে গড়ে ওঠা ইন্টার মায়ামির স্বপ্নযাত্রা—ফুটবলপ্রেমীদের জন্য এক উত্তেজনাপূর্ণ লড়াই অপেক্ষা করছে।
মো: রাজিব আলী/
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- bpl-শেষ হলো রাজশাহী বনাম চট্টগ্রামের মধ্যকার ফাইনাল ম্যাচ,জানুনফলাফল
- তিন কোম্পানির ইপিএস প্রকাশ, কার অবস্থা কেমন?
- বিপিএল ২০২৬: এক নজরে দেখে নিন কে কোন পুরস্কার জিতলো
- বিপিএল ২০২৬: ম্যাচ সেরা ও সিরিজ সেরা হলেন যে ক্রিকেটার
- আজকের স্বর্ণের দাম: (রবিবার, ২৫ জানুয়ারি ২০২৬)
- bpl ফাইনাল: রাজশাহী বনাম চট্টগ্রাম, চলছে ম্যাচ,সরাসরি দেখুন Live
- বাংলাদেশের সমর্থনে বিশ্বকাপ বয়কটের পথে পাকিস্তান! উত্তাল ক্রিকেট বিশ্ব
- আজ দেশের ইতিহাসে সর্বোচ্চ দামে বিক্রি হচ্ছে সোনা, জানুন মূল্য তালিকা
- বিপিএল ২০২৬: এক নজরে জেনে নিন কে কত টাকার পুরস্কার জিতলো
- earthquake today: আবারও ভূমিকম্পে কাঁপলো বাংলাদেশ
- বিপিএল ২০২৬-এর সেরা ৫ ব্যাটারের তালিকা এক নজরে
- বিপিএল ২০২৬-এর সেরা ৫ বোলারের তালিকা দেখুন এক নজরে
- আজকের সকল দেশের টাকার রেট ও সোনার দাম (২৫ জানুয়ারি)
- টি-টোয়েন্টি বিশ্বকাপে নেই বাংলাদেশ! কেন সরব হলো WCA?
- নতুন পে স্কেলে প্রাথমিক শিক্ষকদের বেতন দ্বিগুণ