ঢাকা, বৃহস্পতিবার, ৩ জুলাই ২০২৫, ১৯ আষাঢ় ১৪৩২

২০২৫ সালের এসএসসি ফল প্রকাশ ১৫ জুলাইয়ের মধ্যে

শিক্ষা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২৫ জুলাই ০৩ ১৮:৪৩:২৩
২০২৫ সালের এসএসসি ফল প্রকাশ ১৫ জুলাইয়ের মধ্যে

নিজস্ব প্রতিবেদক: শেষ হয়েছে খাতা জমা, থেমেছে কলমের ঝংকার। এখন কেবল প্রতীক্ষা—একটি দিন, একটি তারিখের। দেশের প্রায় ১৯ লাখ পরীক্ষার্থী আর তাদের পরিবার এখন তাকিয়ে আছে সেই ঘোষণার দিকে, যেদিন প্রকাশ পাবে এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল। সেই দিন আর খুব দূরে নয়। ফল তৈরির কাজ শেষ পর্যায়ে, এখন শুধু চূড়ান্ত ঘোষণা বাকি।

আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির আহ্বায়ক এবং ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দার জানিয়েছেন, ফল প্রস্তুত প্রায় শেষ। এখন সম্ভাব্য তিনটি তারিখ ঠিক করে পাঠানো হবে শিক্ষা মন্ত্রণালয়ে। মন্ত্রণালয় যে দিনটিকে চূড়ান্ত করবে, সেদিনই প্রকাশ করা হবে বহু প্রতীক্ষিত এসএসসি ও সমমানের ফল।

এই বছর শেষ পরীক্ষা হয়েছিল ১৫ মে। নিয়ম অনুযায়ী ৬০ কর্মদিবসের মধ্যেই ফল প্রকাশ করতে হয়, অর্থাৎ সময়সীমা ১৫ জুলাই। তাই যতই উত্তেজনা থাকুক, পরীক্ষার্থীদের এই অপেক্ষা খুব বেশি দিন স্থায়ী হচ্ছে না।

তথ্য অনুযায়ী, এবারের এসএসসি পরীক্ষায় ৯টি সাধারণ বোর্ডের অধীনে অংশ নিয়েছেন ১৪ লাখ ৯০ হাজার ১৪২ জন। মাদরাসা বোর্ডের অধীনে দাখিল পরীক্ষার্থী ছিলেন ২ লাখ ৯৪ হাজার ৭২৬ জন এবং কারিগরি বোর্ডের অধীনে পরীক্ষা দিয়েছেন আরও ১ লাখ ৪৩ হাজার ৩১৩ জন। সবমিলিয়ে প্রায় ১৯ লাখ শিক্ষার্থীর ভবিষ্যৎ নির্ভর করছে এই একটি ফলাফলের ওপর।

ফলাফল তৈরির কাজ ইতিমধ্যে শেষ হয়েছে, চলছে চূড়ান্ত যাচাই-বাছাই। বোর্ডগুলোর সার্ভার এখন ব্যস্ত, প্রতিটি নম্বর, প্রতিটি গ্রেড নিশ্চিত করতে নিখুঁতভাবে সাজানো হচ্ছে ফলের তালিকা। এ যেন হাজারো স্বপ্নকে ডিজিটাল পাতায় তুলে ধরার এক গুরুত্বপূর্ণ মুহূর্ত।

তবে কবে প্রকাশ পাবে এই বহুল কাঙ্ক্ষিত ফলাফল? যদিও নির্দিষ্ট তারিখ এখনো ঘোষণা হয়নি, তবে পরীক্ষার নিয়ম ও প্রস্তুতির অগ্রগতি দেখে বোঝা যাচ্ছে—১৫ জুলাইয়ের আগেই সেই কাঙ্ক্ষিত দিনটি চলে আসবে।

ফল প্রকাশের দিন শিক্ষার্থীরা ওয়েবসাইটে গিয়ে অথবা এসএমএস পাঠিয়ে জানতে পারবে নিজের প্রাপ্ত নম্বর ও গ্রেড। কারো মুখে ফুটবে বিজয়ের হাসি, কেউ হয়তো নতুন করে গড়বে স্বপ্নের রেখাচিত্র।

এই ফলাফল কেবল একটি পরীক্ষার চূড়ান্ত নয়, এটি একেকজন শিক্ষার্থীর জীবনের নতুন অধ্যায়ের শুরু। যারা রাত জেগে পড়েছে, যারা সময়ের সঙ্গে লড়েছে, তাদের জন্য এখন শুধু অপেক্ষা সেই সোনালি প্রভাতের, যেদিন তারা জানতে পারবে—স্বপ্ন ছোঁয়ার প্রথম ধাপে তারা কতটা সফল।

আর কিছুদিন পরই বাজবে মোবাইলে এসএমএস টোন—“আপনার এসএসসি ফলাফল প্রকাশিত হয়েছে।” সেই শব্দ হবে কারো চোখে অশ্রু, কারো মুখে আনন্দ। প্রস্তুত থাকুন, সেই দিন আর বেশি দূরে নয়!

মো: রাজিব আলী/

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ