ঢাকা, শুক্রবার, ২২ আগস্ট ২০২৫, ৭ ভাদ্র ১৪৩২

টিভিতে আজকের খেলা: জিম্বাবুয়ে বনাম দক্ষিণ আফ্রিকা ও উইম্বলডন

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২৫ জুলাই ০৭ ০৮:১৬:৪৮
টিভিতে আজকের খেলা: জিম্বাবুয়ে বনাম দক্ষিণ আফ্রিকা ও উইম্বলডন

নিজস্ব প্রতিবেদক: খেলার মাঠ মানেই অনিশ্চয়তা আর রোমাঞ্চে ভরপুর লড়াই। আজ সোমবার (৭ জুলাই) টিভির পর্দায় দেখা যাবে দুটি গুরুত্বপূর্ণ খেলা—একদিকে টেস্ট ক্রিকেট, অন্যদিকে মর্যাদাপূর্ণ উইম্বলডন টেনিসের ৪র্থ রাউন্ড। নিচে দলগুলোর নামসহ খেলার সময়সূচি তুলে ধরা হলো:

খেলাপর্যায়দলসমূহসময়সম্প্রচার মাধ্যম
ক্রিকেট বুলাওয়ে টেস্ট – ২য় দিন জিম্বাবুয়ে বনাম দক্ষিণ আফ্রিকা দুপুর ২টা টি স্পোর্টস
টেনিস উইম্বলডন – ৪র্থ রাউন্ড বিভিন্ন ম্যাচ (পুরুষ ও নারী একক) বিকেল ৪টা স্টার স্পোর্টস সিলেক্ট ১ ও ২

বুলাওয়ে টেস্ট: পেস বনাম ধৈর্যের লড়াই

জিম্বাবুয়ের ঘরের মাঠ বুলাওয়েতে চলছে একমাত্র টেস্ট। দক্ষিণ আফ্রিকার পেস অ্যাটাকের সামনে ব্যাট হাতে লড়াই করছে জিম্বাবুয়ে। দ্বিতীয় দিনে কী নাটক অপেক্ষা করছে, তা জানতে চোখ রাখতে হবে দুপুর ২টার পর থেকে, টি স্পোর্টস চ্যানেলে।

উইম্বলডনের ৪র্থ রাউন্ড: শিরোপার পথে দুর্দান্ত লড়াই

উইম্বলডনের ৪র্থ রাউন্ডে আজ কোর্টে নামবেন বিশ্বের সেরা তারকারা। পুরুষ এককে সম্ভাব্য ম্যাচ হতে পারে নোভাক জোকোভিচ, কার্লোস আলকারাজ কিংবা সিনারদের। নারী এককে দেখা যেতে পারে সাবালেঙ্কা, গফ বা রিবাকিনার ম্যাচ। খেলা শুরু বিকেল ৪টা থেকে, স্টার স্পোর্টস সিলেক্ট ১ ও ২-এ।

খেলার মাঝে একটু সময় করে চোখ রাখুন টিভির পর্দায়—উত্তেজনা, রোমাঞ্চ আর প্রিয় তারকার পারফরম্যান্সে দিনটা হয়ে উঠুক আরও উপভোগ্য!

মো: রাজিব আলী/

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ