ঢাকা, মঙ্গলবার, ৮ জুলাই ২০২৫, ২৪ আষাঢ় ১৪৩২

অলিখিত ফাইনালে এক পরিবর্তন নিয়ে ফিল্ডিংয়ে বাংলাদেশ

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২৫ জুলাই ০৮ ১৪:৫৪:০৪
অলিখিত ফাইনালে এক পরিবর্তন নিয়ে ফিল্ডিংয়ে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: শেষ দেখার আগে কিছুই বলা যায় না—এটাই ক্রিকেট। বাংলাদেশ আর শ্রীলঙ্কার মধ্যকার চলমান ওয়ানডে সিরিজে সেটাই যেন আবার প্রমাণিত। প্রথম ম্যাচে দুর্দান্ত জয় বাংলাদেশ, পরেরটিতে জবাব শ্রীলঙ্কার। দুই দলেরই এক জয় করে সমতা, ফলে তৃতীয় ওয়ানডে হয়ে উঠেছে এক অর্থে 'ফাইনাল'।

ক্যান্ডির সবুজ মাঠে আজ (৮ জুলাই) সেই সিরিজ নির্ধারণী ম্যাচ। পাল্লেকেলে আন্তর্জাতিক স্টেডিয়ামে বাংলাদেশ সময় ঠিক দুপুর ৩টায় গড়িয়েছে বল। ম্যাচের আগে টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন লঙ্কান অধিনায়ক চারিথ আসালাঙ্কা।

বাংলাদেশের শুরু ফিল্ডিং দিয়ে। তবে শুরু হওয়ার আগেই এসেছে কিছু চমক। একাদশে ফিরেছেন দলের গুরুত্বপূর্ণ পেসার তাসকিন আহমেদ। ইনজুরি কাটিয়ে এই ম্যাচে তিনি মাঠে ফিরছেন নিজের পুরোনো ছন্দ নিয়ে—এমনই আশা ভক্তদের। আর তাকে জায়গা দিতে একাদশ থেকে বাদ পড়েছেন হাসান মাহমুদ।

টসের সময় অধিনায়ক মেহেদী হাসান মিরাজ জানালেন, চোট কাটিয়ে দলে ফিরেছেন ব্যাটার নাজমুল হোসেন শান্ত। তবে অপেক্ষাটা আরও দীর্ঘ হলো বাঁহাতি ওপেনার মোহাম্মদ নাঈম শেখের জন্য। ঘরোয়া ক্রিকেটে দুর্দান্ত ফর্মে থাকা সত্ত্বেও এবারও জায়গা মেলেনি মূল দলে।

অন্যদিকে দ্বিতীয় ম্যাচে জিতে আত্মবিশ্বাসে উড়ছে স্বাগতিক শ্রীলঙ্কা। জয়ের একাদশে হাত না দিয়ে আজও আগের দল নিয়েই মাঠে নেমেছে তারা। কারণ, পাল্লেকেলের উইকেট সাধারণত ব্যাটারদের স্বর্গ। এখানে রান তাড়া করা কঠিন, আর তাই আগে ব্যাট করে অন্তত ২৮০ রান তুলে ফেলতে চায় লঙ্কানরা।

বাংলাদেশের একাদশ:

তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, নাজমুল হোসেন শান্ত, মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), তাওহীদ হৃদয়, জাকের আলী অনিক, শামীম হোসেন পাটোয়ারী, তানজিম হাসান সাকিব, তানভীর ইসলাম, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান।

শ্রীলঙ্কার একাদশ:

নিশান মাদুশকা, পাথুম নিশাঙ্কা, কুশল মেন্ডিস, কামিন্দু মেন্ডিস, চারিথ আসালাঙ্কা (অধিনায়ক), জানিথ লিয়ানাগে, দুনিথ ভেল্লালাগে, ওয়ানিন্দু হাসারাঙ্গা, মহেশ থিকশানা, দুষ্মন্ত চামিরা, আসিথা ফার্নান্দো।

যে দল আজ জিতবে, তারই মাথায় উঠবে ওয়ানডে সিরিজের মুকুট। দুই দলেরই সামনে সমান সুযোগ, সমান চ্যালেঞ্জ। বাংলাদেশ বোলারদের জন্য এটি হতে পারে বড় পরীক্ষার দিন। আর ব্যাটারদের জন্য—ধৈর্য, পরিকল্পনা আর সাহসের লড়াই।

শেষ হাসি কে হাসবে, পাল্লেকেলেতে তার উত্তর মিলবে আজই।

জাকারিয়া ইসলাম/

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ