ঢাকা, বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫, ২৬ আষাঢ় ১৪৩২

৩৫ বছর পর পরীক্ষা দিলেন দুলু, ফল পেয়ে বললেন “হাল ছাড়বো না”

শিক্ষা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২৫ জুলাই ১০ ১৯:০৬:৩৩
৩৫ বছর পর পরীক্ষা দিলেন দুলু, ফল পেয়ে বললেন “হাল ছাড়বো না”

নিজস্ব প্রতিবেদক: নাটোরের বাগাতিপাড়া উপজেলার করমদোশী পশ্চিমপাড়া এলাকার দেলোয়ার হোসেন দুলু ৩৫ বছর পর এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে এবার ফল প্রকাশ পেয়েছে। বয়স ৫২ হলেও তিনি শিক্ষার প্রতি আকাঙ্ক্ষা হারাননি। যদিও ইংরেজি বিষয়ে পাস না করতে পারলেও দুলু বললেন, “হাল ছাড়বো না, পরের বার আরও ভালো করার চেষ্টা করবো।”

দুলু স্থানীয় ইউনিয়ন পরিষদের নির্বাচিত সদস্য। দীর্ঘদিন আগে এক অনাকাঙ্ক্ষিত ঘটনার কারণে পড়াশোনা বন্ধ হয়ে যায়। ১৯৯০ সালে বিজ্ঞান বিভাগ থেকে এসএসসি পরীক্ষায় অংশ নিলেও তৎকালীন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নির্দেশে বহিষ্কৃত হন। তারপর থেকে দীর্ঘদিন পড়াশোনা থেকে দূরে থাকেন। কিন্তু পড়াশোনার স্বপ্ন কখনো মুছে যায়নি তার মনে।

গত বছর গোপনে নবম শ্রেণিতে ভর্তি হয়ে রাজশাহীর চারঘাট উপজেলার উমরগাড়ী দারুল খায়ের সুন্নাহ দাখিল মাদরাসা কেন্দ্র থেকে কারিগরি বোর্ডের অধীনে পরীক্ষায় অংশ নেন। ইংরেজিতে অকৃতকার্য হওয়া সত্ত্বেও দুলু আশা হারাননি। তিনি বলেন,“ছোটবেলা থেকেই উচ্চশিক্ষার স্বপ্ন ছিল। ৩৫ বছর পর ফিরে এসে ইংরেজিতে পাস না করলেও আমি থেমে থাকব না। সমাজ কী বলুক, আমার স্বপ্ন পূরণে আমি অবিরাম চেষ্টা চালিয়ে যাব।”

দুলুর এই অধ্যবসায় ও সংগ্রাম অনেকের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে দাঁড়িয়েছে। তাঁর এই গল্প প্রমাণ করে, বয়স কিংবা বাধা কখনোই স্বপ্ন পূরণের পথে বাধা হতে পারে না।

মো: রাজিব আলী/

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ