ঢাকা, বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫, ২৬ আষাঢ় ১৪৩২

টস শেষ, বাংলাদেশের একাদশ দেখে হতবাক

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২৫ জুলাই ১০ ১৯:২৩:০৪
টস শেষ, বাংলাদেশের একাদশ দেখে হতবাক

নিজস্ব প্রতিবেদক: টেস্ট ও ওয়ানডের পালা শেষ। এবার আলোয় আসর টি–টোয়েন্টির। ব্যাট-বলের এই সংক্ষিপ্ত লড়াইয়ে আজ রাতের আকাশ জ্বলে উঠেছে পাল্লেকেলের মাটিতে, যেখানে মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও শ্রীলঙ্কা। সিরিজের প্রথম ম্যাচেই টানটান উত্তেজনা, টসে জিতে ফিল্ডিং নিয়েছে স্বাগতিকরা। ফলে ব্যাট হাতে ইনিংস শুরু করবে টাইগাররা।

ম্যাচের শুরুতেই এসেছে চমক। একাদশে তিনটি পরিবর্তন এনেছে বাংলাদেশ। ১ জুন পাকিস্তানের বিপক্ষে মাঠে নামা একাদশ থেকে বাদ পড়েছেন জাকের আলী, হাসান মাহমুদ ও খালেদ আহমেদ। তাঁদের জায়গা পেয়েছেন মোহাম্মদ নাঈম, মোহাম্মদ সাইফউদ্দিন ও তাসকিন আহমেদ—তিনজনই গতির ঝড়, ধার, আর নতুন করে নিজেকে প্রমাণের তাড়না নিয়ে মাঠে নামছেন।

দলের নেতৃত্বে রয়েছেন লিটন দাস। তার ব্যাটে দল খোঁজে ধ্রুপদী সূচনা, যার ওপর ভর করে ম্যাচের রূপ বদলে দিতে প্রস্তুত তাওহিদ হৃদয়, মিরাজ ও শামীম হোসেনরা। স্পিনে রিশাদ, পেসে তাসকিন–তানজিম–সাইফউদ্দিনের ত্রিমুখী আক্রমণে সাজানো হয়েছে বোলিং ইউনিট।

বাংলাদেশ একাদশ:

লিটন দাস (অধিনায়ক), পারভেজ হোসেন, তানজিদ হাসান, মোহাম্মদ নাঈম, তাওহিদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ, শামীম হোসেন, মোহাম্মদ সাইফউদ্দিন, রিশাদ হোসেন, তানজিম হাসান ও তাসকিন আহমেদ।

অন্যদিকে, শ্রীলঙ্কার একাদশে অভিজ্ঞতা আর তারুণ্যের মিশেল। ওপেনিংয়ে নিশাঙ্কা আর কুশল মেন্ডিস, মিডল অর্ডারে কুশল পেরেরা, আভিস্কা ফার্নান্দো আর অধিনায়ক আসালঙ্কার ওপর ভর করে শক্ত ভিত গড়তে চায় লঙ্কানরা। অলরাউন্ডার শানাকা আর পেস–স্পিন মিলিয়ে গড়া বোলিং ইউনিটকে নিয়েই বাংলাদেশকে চাপে ফেলতে চায় তারা।

শ্রীলঙ্কা একাদশ:

পাতুম নিশাঙ্কা, কুশল মেন্ডিস, কুশল পেরেরা, আভিস্কা ফার্নান্দো, চারিত আসালঙ্কা (অধিনায়ক), দাসুন শানাকা, চামিকা করুনারত্নে, জেফরি ভ্যান্ডারসে, মহিশ তিকসানা, নুয়ান তুষারা ও বিনুরা ফার্নান্দো।

দুই দলের লক্ষ্য এক—সিরিজে এগিয়ে যাওয়া। কিন্তু রাত শেষে হাসবে একদলই। পাল্লেকেলের আকাশজুড়ে আজ হবে ব্যাটে-বলের আলোড়ন, যেখানে স্নায়ুর লড়াইয়ে কে জিতবে, সেটাই এখন কোটি টাকার প্রশ্ন।

প্রথম ঘণ্টার উত্তেজনা বলে দেবে—কে বাজিমাত করছে এই ছন্দময় টি–টোয়েন্টি সিরিজে।

মো: রাজিব আলী/

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ