ঢাকা, বুধবার, ২৩ জুলাই ২০২৫, ৮ শ্রাবণ ১৪৩২

ভিসা আবেদনে সতর্ক থাকুন, ভুলে হতে পারে আজীবনের নিষেধাজ্ঞা

প্রবাসী ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২৫ জুলাই ২১ ১২:৫৫:২৩
ভিসা আবেদনে সতর্ক থাকুন, ভুলে হতে পারে আজীবনের নিষেধাজ্ঞা

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রে ভ্রমণ কিংবা পড়াশোনার উদ্দেশ্যে ভিসার আবেদন করতে আগ্রহীরা যদি সতর্ক না থাকেন, তবে সামান্য একটি ভুলও হতে পারে আজীবনের জন্য ভয়াবহ পরিণতির কারণ। সম্প্রতি ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস একাধিকবার ভিসা আবেদন প্রক্রিয়ায় সতর্কতা জারি করেছে, যেখানে ভিসা আবেদনকারীদের প্রতি জাল কাগজপত্র বা মিথ্যা তথ্য না দেওয়ার আহ্বান জানানো হয়েছে।

সোমবার (২১ জুলাই) দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে জানানো হয়, “ভিসা আবেদনে যদি কনস্যুলার অফিসাররা কোনো জাল নথিপত্র বা নিরাপত্তা সংক্রান্ত সন্দেহজনক তথ্য পান, তাৎক্ষণিকভাবে তা যুক্তরাষ্ট্রের সংশ্লিষ্ট নিরাপত্তা সংস্থাগুলোকে জানানো হয়। অপরাধী ও অসাধু ব্যক্তিদের যুক্তরাষ্ট্রে প্রবেশ ঠেকাতে আমরা একসঙ্গে কাজ করি।”

এর আগে ১৮ জুলাইয়ের একটি পোস্টে মার্কিন দূতাবাস আরও জানায়, “তথ্য গোপন বা প্রতারণামূলক নথি জমা গুরুতর অপরাধ। এটি শুধু ভিসা প্রত্যাখ্যানের কারণ নয়, হতে পারে ফৌজদারি মামলার মুখোমুখি এবং আজীবনের জন্য যুক্তরাষ্ট্রে প্রবেশে নিষেধাজ্ঞার কারণও।”

এছাড়া, ভিসা ফরম (DS-160)-এ তথ্য প্রদান সংক্রান্ত দিকেও আবেদনকারীদের বাড়তি সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছে দূতাবাস। গত ১০ জুলাইয়ের আরেকটি পোস্টে বলা হয়, ভিসার আবেদনপত্রে বিগত পাঁচ বছরে ব্যবহৃত সামাজিক যোগাযোগমাধ্যমের সব ইউজারনেম উল্লেখ করা বাধ্যতামূলক।

সেখানে স্পষ্টভাবে বলা হয়েছে, “আবেদনকারীরা যখন DS-160 ফরম জমা দেন, তখন তারা প্রতিটি তথ্যকে সত্য ও সঠিক হিসেবে স্বীকার করেন। সামাজিক যোগাযোগমাধ্যমের তথ্য গোপন করা হলে আবেদন বাতিল হওয়ার পাশাপাশি ভবিষ্যতেও যুক্তরাষ্ট্রে ভিসা পাওয়ার যোগ্যতা হারানোর ঝুঁকি থাকে।”

কি করণীয়?

বিশেষজ্ঞদের মতে, যুক্তরাষ্ট্রের মতো দেশের ভিসা আবেদন করতে হলে প্রতিটি তথ্য নির্ভুল, সত্য এবং সম্পূর্ণভাবে স্বচ্ছ রাখতে হবে। জেনে-বুঝে অথবা অসতর্কভাবে মিথ্যা তথ্য দিলে তার মূল্য হতে পারে আজীবন নিষেধাজ্ঞা।

তাই আবেদনকারীদের প্রতি পরামর্শ, কোনো দালালের পরামর্শ না নিয়ে নিজের সঠিক তথ্য ও কাগজপত্র দিয়ে আবেদন করুন এবং প্রয়োজন হলে সরাসরি দূতাবাসের নির্দেশনা পড়ুন অথবা নির্ভরযোগ্য সূত্রে পরামর্শ নিন।

জামিরুল ইসলাম/

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ