ঢাকা, বুধবার, ২৩ জুলাই ২০২৫, ৮ শ্রাবণ ১৪৩২

এসএসসি বোর্ড চ্যালেঞ্জ ২০২৫: ফল প্রকাশের সময় জানালেন বোর্ড

শিক্ষা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২৫ জুলাই ২১ ১৯:০১:৪৫
এসএসসি বোর্ড চ্যালেঞ্জ ২০২৫: ফল প্রকাশের সময় জানালেন বোর্ড

আগস্টের দ্বিতীয় সপ্তাহেই ফল প্রকাশের প্রস্তুতি, জানালেন পরীক্ষা নিয়ন্ত্রক

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার বোর্ড চ্যালেঞ্জ ফলাফল (পুনঃনিরীক্ষণ ফল) আগস্টের দ্বিতীয় সপ্তাহে প্রকাশ করা হতে পারে। বিষয়টি নিশ্চিত করেছেন আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির আহ্বায়ক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দার।

তিনি বলেন, “নিয়ম অনুযায়ী ৩০ কার্যদিবসের মধ্যে পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ করতে হয়। সে অনুযায়ী আগস্টের মাঝামাঝি সময়ে ফল প্রকাশের পরিকল্পনা রয়েছে।”

আবেদন হয়েছে টেলিটকের মাধ্যমে

২০২৫ সালের এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশিত হয় ১০ জুলাই। পাসের হার ছিল ৬৮.৪৫ শতাংশ। ফলাফল নিয়ে অসন্তুষ্ট শিক্ষার্থীরা ১১ থেকে ১৭ জুলাই পর্যন্ত টেলিটক মোবাইল অপারেটরের মাধ্যমে বোর্ড চ্যালেঞ্জ বা পুনঃনিরীক্ষণের আবেদন করেন।

তবে এখনও পর্যন্ত সব শিক্ষা বোর্ড থেকে আবেদনের নির্ভরযোগ্য সংখ্যা একত্র করা হয়নি বলে জানিয়েছে ঢাকা বোর্ডের একটি সূত্র।

রিভিউয়ে কী দেখা হয়?

বোর্ড চ্যালেঞ্জের ক্ষেত্রে অনেকেই ধারণা করেন, খাতা পুনর্মূল্যায়ন হয়। আসলে তা নয়। সংশ্লিষ্ট বোর্ড কর্মকর্তারা জানান, শুধু পরীক্ষকের দেওয়া নম্বরগুলো সঠিকভাবে যোগ হয়েছে কি না, সেটি যাচাই করা হয়। কোনো ভুল থাকলে তা সংশোধন করে ফল প্রকাশ করা হয়।

এসএসসি পরীক্ষা হয়েছিল এপ্রিল-মে মাসে

২০২৫ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয় ১০ এপ্রিল, লিখিত অংশ শেষ হয় ১৩ মে। এরপর ১৫-২২ মে অনুষ্ঠিত হয় ব্যবহারিক পরীক্ষা।

এই বছর নয়টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদরাসা শিক্ষা বোর্ড ও কারিগরি শিক্ষা বোর্ড মিলিয়ে ১৯ লাখ ২৮ হাজার ১৮১ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেওয়ার জন্য নিবন্ধন করেছিলেন।

মো: রাজিব আলী/

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ