ঢাকা, শুক্রবার, ২৫ জুলাই ২০২৫, ১০ শ্রাবণ ১৪৩২

আল্লাহভীতিতে সমাজ পরিবর্তনের ডাক জামায়াত আমিরের

রাজনীতি ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২৫ জুলাই ২৫ ১৪:৪৮:০৩
আল্লাহভীতিতে সমাজ পরিবর্তনের ডাক জামায়াত আমিরের

নিজস্ব প্রতিবেদক: দেশের রাজনীতি, প্রশাসন এবং সমাজ ব্যবস্থায় ন্যায়বিচার, আল্লাহভীতি ও মানবতার চেতনা প্রতিষ্ঠার আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

তিনি বলেন, "আমরা দলকে নিয়ন্ত্রণে এনেছি, ইনশাআল্লাহ আল্লাহ যদি চান, দেশও নিয়ন্ত্রণ করতে পারব।"২৫ জুলাই দুপুরে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে রুকন সম্মেলনে দলীয় নেতা-কর্মী এবং সাধারণ মানুষের উদ্দেশ্যে ভাষণ দেন তিনি।

সেখানে তিনি দেশের আইন-শৃঙ্খলা, দুর্নীতি, সামাজিক অবক্ষয় এবং প্রশাসনিক ব্যর্থতা নিয়ে কথা বলেন।ডা. শফিকুর রহমান বলেন, "দেশে আইন আছে, কিন্তু তার প্রয়োগ নেই। শুধু আইন করলেই হবে না, সঠিকভাবে প্রয়োগ করতে পারলে সমাজের দুর্নীতি ও দুর্বৃত্তপনা ১০ ভাগের এক ভাগে নেমে আসতো।"

তিনি আরও বলেন, "আমরা ঘুষ খাবো না, চাঁদা আদায় করবো না, জমি দখল করবো না — এটা যদি নেতৃত্বে প্রতিষ্ঠা করতে পারি, তাহলে সমাজে ইতিবাচক বার্তা ছড়িয়ে পড়বে।"সাম্প্রদায়িক সম্প্রীতির প্রসঙ্গ তুলে তিনি বলেন, “আমরা একই গ্রামে, একই বেঞ্চে পড়েছি। এখন কেন প্রতিবেশীর প্রতি সহনশীলতা থাকবে না?”জামায়াতে ইসলামীর অতীত কর্মকাণ্ড প্রসঙ্গে তিনি বলেন:"৫৪ বছরে আমাদের কেউ জমি দখল করেনি, কোনো নারীর সম্ভ্রমহানি ঘটায়নি, কারও বাড়ি-ঘরে আক্রমণ চালায়নি। আমরা অন্যায়ে প্রশিক্ষণ দিই না, বরং সহনশীলতা ও ন্যায়ের চর্চায় বিশ্বাস করি।"

আল্লাহভীতির গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, “মানুষ যদি অন্তরে বিশ্বাস রাখে যে, আল্লাহ দেখছেন, তাহলে অপরাধ করার আগে তার কলিজা কাঁপবে। এভাবেই নৈতিকতা গড়ে তোলা যায়।”ডা. শফিকুর রহমান আরও বলেন, "আমাদের রাজনীতি কোনো ব্যক্তি বা গোষ্ঠীর জন্য নয় — আমাদের রাজনীতি মানবতার জন্য।"তিনি বলেন, “আমরা কথায় নয়, কাজে বিশ্বাসী। দুধে চিড়া ভিজুক, না পারলে আমাদের রক্তে ভিজবে — তবুও সমাজ বদলের আন্দোলন থেকে আমরা সরে আসবো না।”সবশেষে, তিনি দেশবাসীর প্রতি দোয়া ও সহযোগিতা কামনা করেন এবং বলেন, "মানুষের কল্যাণে যাঁরা এগিয়ে আসেন, তাঁরাই উত্তম মানুষ। আমরা চাই, এই পথেই দেশ ও জাতি এগিয়ে যাক, আর এই বিজয় হোক মানবতার।"

জামিরুল ইসলাম/

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ