ঢাকা, শুক্রবার, ১ আগস্ট ২০২৫, ১৭ শ্রাবণ ১৪৩২

মাদ্রাসা শিক্ষকরা কবে বেতন পাবেন? জানুন বেতন বিলম্বের কারণ

শিক্ষা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২৫ জুলাই ৩১ ১১:৪৫:৪৪
মাদ্রাসা শিক্ষকরা কবে বেতন পাবেন? জানুন বেতন বিলম্বের কারণ

ইনক্রিমেন্ট ও প্রশাসনিক প্রক্রিয়া শেষ না হওয়ায় সময় লাগবে আরও ৫–৭ দিন

নিজস্ব প্রতিবেদক: চলতি জুলাই মাসের বেতন এখনও হাতে পাননি দেশের হাজারো বেসরকারি মাদ্রাসার শিক্ষক ও কর্মচারীরা। মাস শেষ হলেও ব্যাংক অ্যাকাউন্টে আসেনি কাঙ্ক্ষিত টাকাটা। বিষয়টি নিয়ে অনেকেই চিন্তিত। তাহলে কবে পাবেন তাঁরা বেতন?

এ বিষয়ে একটি বিজ্ঞপ্তি দিয়েছে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর। বুধবার (৩১ জুলাই) উপপরিচালক (অর্থ) ড. কে এম শফিকুল ইসলাম স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের অধীন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানসমূহের শিক্ষক-কর্মচারীদের জুলাই মাসের বেতন-ভাতার সরকারি অংশ পেতে ৫ থেকে ৭ কর্মদিবস সময় লাগবে।

বিলম্বের কারণ হিসেবে বলা হয়েছে, শিক্ষক-কর্মচারীদের বাৎসরিক ইনক্রিমেন্ট, যাচাই-বাছাই ও সংশ্লিষ্ট প্রশাসনিক কার্যক্রম এখনো চলমান। এসব কাজ শেষ না হওয়ায় নির্ধারিত সময়ে অর্থ ছাড় করা সম্ভব হয়নি।

অধিদপ্তরের ভাষ্যমতে, কাজ সম্পন্ন হওয়ার পর যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে অর্থ ছাড় দেওয়া হবে এবং এরপরই শিক্ষকদের বেতন ব্যাংকে পাঠানো হবে। অর্থাৎ, আগস্টের প্রথম সপ্তাহেই তাঁরা বেতন পেয়ে যাবেন বলে আশা করা যাচ্ছে।

এমন পরিস্থিতিতে শিক্ষকরা একটু উদ্বিগ্ন হলেও মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর জানিয়েছে, বিলম্ব সাময়িক এবং এতে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই।

বিজ্ঞপ্তিতে যা বলা হয়েছে:

"ইনক্রিমেন্ট হিসাব ও অন্যান্য বিষয়াদি চলমান থাকায় শিক্ষক-কর্মচারীদের জুলাই মাসের বেতন-ভাতার সরকারি অংশ প্রদানে ৫–৭ কর্মদিবস অতিরিক্ত সময় লাগতে পারে।"

উল্লেখ্য, মাদ্রাসাভিত্তিক বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলোর শিক্ষক-কর্মচারীরা সরকারের অনুদানের আওতায় বেতন-ভাতা পান। তবে মাসের শুরুতে বরাদ্দ ছাড় না হলে বা প্রশাসনিক কোনো প্রক্রিয়া অসম্পূর্ণ থাকলে মাঝে মাঝে কিছু বিলম্ব ঘটে।

আল-আমিন ইসলাম/

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ