ঢাকা, বৃহস্পতিবার, ৭ আগস্ট ২০২৫, ২৩ শ্রাবণ ১৪৩২

অধ্যাদেশ ছাড়া চলছে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি, বিক্ষোভে সাত কলেজ

শিক্ষা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২৫ আগস্ট ০৬ ১২:৩৯:৩৪
অধ্যাদেশ ছাড়া চলছে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি, বিক্ষোভে সাত কলেজ

নিজস্ব প্রতিবেদক: অধ্যাদেশ জারি না হওয়ায় ক্ষোভে উত্তাল রাজধানীর সাত সরকারি কলেজের শিক্ষার্থীরা। 'ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি' নামে কার্যক্রম চললেও এর আইনি ভিত্তি না থাকায় শিক্ষার্থীরা উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করছেন। বুধবার (৬ আগস্ট) সকাল থেকে এই দাবিতে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করেন।

বেলা ১১টার দিকে ঢাকা কলেজ চত্বর থেকে মিছিল শুরু হয়। পরে শিক্ষার্থীরা সায়েন্সল্যাবরেটরি মোড়ে পৌঁছে ১১টা ৩৩ মিনিট থেকে ১১টা ৪৩ মিনিট পর্যন্ত মিরপুর সড়কে যান চলাচল বন্ধ রাখেন। এই কর্মসূচির অংশ হিসেবে নীলক্ষেত মোড়েও সংক্ষিপ্ত সময়ের জন্য সড়ক অবরোধের ঘোষণা দেন তারা।

এর আগে সকাল ১০টার পর থেকেই ঢাকা কলেজের প্রধান ফটকে শিক্ষার্থীরা জড়ো হতে থাকেন। প্রথমে ১৮০ থেকে ২০০ শিক্ষার্থী উপস্থিত থাকলেও সময় গড়ানোর সঙ্গে সঙ্গে সংখ্যা বাড়তে থাকে। মিছিল শুরুর পর শিক্ষার্থীরা 'অধ্যাদেশ চাই' স্লোগানে মুখর করে তোলেন পুরো এলাকা।

আন্দোলনরত শিক্ষার্থীদের অভিযোগ, ‘সাত কলেজ’ নামে দীর্ঘদিন ধরে যে ব্যবস্থায় তারা পড়াশোনা করছেন তা তাদের মর্যাদার পরিপন্থী। ‘অধিভুক্ত’ তকমা তাদের আত্মপরিচয়কে ক্ষতিগ্রস্ত করেছে বলে তারা মনে করছেন। তাই তারা সরকারের ঘোষণানুযায়ী নতুন বিশ্ববিদ্যালয়ের আনুষ্ঠানিক অধ্যাদেশ দ্রুত জারির দাবি জানাচ্ছেন এবং দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন।

উল্লেখ্য, গত ২৬ মার্চ সরকার ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সাতটি সরকারি কলেজকে একত্রিত করে একটি নতুন বিশ্ববিদ্যালয় গঠনের ঘোষণা দেয়। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের প্রস্তাবে এর নাম রাখা হয় ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’। সংশ্লিষ্ট সাত কলেজ হলো: ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, শহীদ সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, মিরপুর বাংলা কলেজ এবং সরকারি তিতুমীর কলেজ।

আল-আমিন ইসলাম/

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ