ঢাকা, বুধবার, ৬ আগস্ট ২০২৫, ২২ শ্রাবণ ১৪৩২

এনসিপির পাঁচ কেন্দ্রীয় নেতাকে শোকজ, তালিকায় হাসনাত-সারজিস-জারা

রাজনীতি ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২৫ আগস্ট ০৬ ১৫:৩৯:৫০
এনসিপির পাঁচ কেন্দ্রীয় নেতাকে শোকজ, তালিকায় হাসনাত-সারজিস-জারা

নিজস্ব প্রতিবেদক: ঢাকা, ৬ আগস্ট ২০২৫-জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির পাঁচ জন শীর্ষ নেতাকে শৃঙ্খলাভঙ্গের অভিযোগে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) পাঠানো হয়েছে। শোকজ হওয়া নেতাদের তালিকায় রয়েছেন মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ, মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম ও জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব ডা. তাসনিম জারা।

৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান’-এর প্রথম বর্ষপূর্তি উপলক্ষে কেন্দ্রীয়ভাবে গুরুত্বপূর্ণ কর্মসূচি পালন করা হচ্ছিল। কিন্তু ওই দিন তারা রাজনৈতিক পর্ষদের অনুমতি না নিয়েই ব্যক্তিগত সফরে কক্সবাজারে যান বলে অভিযোগ উঠেছে। বিষয়টি দলের শৃঙ্খলাবিধির পরিপন্থী উল্লেখ করে তাদের কাছে ব্যাখ্যা দাবি করেছে এনসিপি।

এনসিপির যুগ্ম সদস্যসচিব (দপ্তর) সালেহ উদ্দিন সিফাতের সই করা নোটিশে বলা হয়েছে— অভিযুক্ত পাঁচ নেতাকে আগামী ২৪ ঘণ্টার মধ্যে আহ্বায়ক মো. নাহিদ ইসলাম ও সদস্যসচিব আখতার হোসেনের কাছে সশরীরে উপস্থিত হয়ে লিখিত ব্যাখ্যা দিতে হবে।

শোকজ হওয়া বাকি দুই নেতা হলেন—মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী ও যুগ্ম আহ্বায়ক খালেদ সাইফুল্লাহ।

কারণ দর্শানোর নোটিশে উল্লেখ করা হয়: “জুলাই অভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে ঘোষিত কর্মসূচির দিন ব্যক্তিগত সফরে কক্সবাজারে যাওয়া শৃঙ্খলাবিধির লঙ্ঘন। রাজনৈতিক পর্ষদকে না জানিয়ে এ ধরনের সিদ্ধান্ত নেওয়া অনুচিত।”

দলীয় সূত্র বলছে, বিষয়টিকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছে কেন্দ্রীয় হাইকমান্ড। ব্যাখ্যা সন্তোষজনক না হলে দলীয় নীতিমালা অনুযায়ী শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হতে পারে। কাজেই নেতা-কর্মীদের মধ্যে এ নিয়ে চরম উত্তেজনা ও আলোচনা দেখা দিয়েছে।

প্রসঙ্গত, ৫ আগস্ট রাজধানীসহ বিভাগীয় শহরগুলোতে এনসিপি 'জুলাই গণঅভ্যুত্থান'-এর বর্ষপূর্তি উপলক্ষে র‍্যালি, সেমিনারসহ নানা কর্মসূচি পালন করে। তবে পাঁচ শীর্ষ নেতার অনুপস্থিতি নিয়ে প্রশ্ন তোলেন অনেক নেতা-কর্মী।

জামিরুল ইসলাম/

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ