ঢাকা, বুধবার, ৬ আগস্ট ২০২৫, ২২ শ্রাবণ ১৪৩২

নির্বাচন ঠেকাতে সক্রিয় কিছু অপশক্তি, দলীয় শৃঙ্খলায় কঠোর বার্তা খসরুর

রাজনীতি ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২৫ আগস্ট ০৬ ২১:৫৭:১০
নির্বাচন ঠেকাতে সক্রিয় কিছু অপশক্তি, দলীয় শৃঙ্খলায় কঠোর বার্তা খসরুর

নিজস্ব প্রতিবেদক: প্রধান উপদেষ্টার নির্বাচন আয়োজনের ঘোষণা স্বস্তি ফেরালেও দেশের গণতান্ত্রিক প্রক্রিয়া বাধাগ্রস্ত করতে কিছু শক্তি সক্রিয় হয়ে উঠেছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, “নির্বাচনের পথে আমরা এগোচ্ছি, তাই যেকোনো অপতৎপরতার বিরুদ্ধে এখনই সজাগ হতে হবে।”

বুধবার (৬ আগস্ট) বিকেলে ‘জুলাই গণঅভ্যুত্থান’-এর প্রথম বর্ষপূর্তি উপলক্ষে নিউমার্কেট চত্বরে চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা বিএনপির আয়োজন করা সমাবেশে এসব কথা বলেন তিনি। সমাবেশ শেষে আয়োজিত বর্ণাঢ্য বিজয় র‌্যালিতে হাজারো নেতা-কর্মী অংশ নেন।

আমীর খসরু বলেন, “রাজনীতি করবে অথচ ভোটে যাবে না, গণতন্ত্রে বিশ্বাস করবে না — এই অচলায়তন ভাঙতে হবে। শেখ হাসিনা জনগণকে বাইরে রেখে দেশ চালানোর চেষ্টা করেছেন। তিনি বিদায় নিলেও নতুন প্রতিবন্ধকতা তৈরির চেষ্টা চলছে।”

দলীয় শৃঙ্খলা বজায় রাখার ওপর গুরুত্ব আরোপ করে তিনি বলেন, “কেউ শৃঙ্খলা ভঙ্গ করলে তাদের স্থান বিএনপিতে হবে না। পাঁচ-ছয় হাজার বহিষ্কারের নজির আছে। কোনো ‘ভাইয়ের রাজনীতি’ বা দখলবাজি আমরা চলতে দেব না। সুসংগঠিত রাজনীতিই এখন বিএনপির মূল দর্শন।”

নেতা-কর্মীদের প্রতি ঘরে ঘরে যাওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, “নির্বাচন সম্পন্ন করতে সকলে হাতে হাত মিলিয়ে কাজ করতে হবে। জনগণ ধানের শীষের দিকে তাকিয়ে আছে — তাদের প্রত্যাশা পূরণে প্রস্তুত থাকতে হবে।”

সমাবেশে কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম বলেন, “প্রধান উপদেষ্টা ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠানের ঘোষণা দিয়েছেন। দেশের মানুষ ভোট দিতে উন্মুখ। ঐক্য ধরে রাখতে পারলে বিএনপি বিপুল ভোটে ক্ষমতায় আসবে এবং তারেক রহমান প্রধানমন্ত্রী হবেন।”

চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, “স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষায় বিএনপি-ই জনগণের ভরসাস্থল। তারেক রহমানের নেতৃত্বেই জনগণের রায়ে সরকার গঠন করবে বিএনপি।”

কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক মীর মোহাম্মদ হেলাল উদ্দিন বলেন, “তারেক রহমান ডাক দিয়েছেন ঐক্যের; আমরা ঐক্যবদ্ধ থাকলে ফেব্রুয়ারির মধ্যেই নির্বাচন হয়ে জনগণের ম্যান্ডেট নিয়ে বিএনপি ক্ষমতায় ফিরবে।”

চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য সচিব নাজিমুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সমাবেশে আরও বক্তব্য দেন দলটির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক হারুন অর রশীদ, শ্রম সম্পাদক এ এম নাজিম উদ্দীন, নগর কমিটির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর, দক্ষিণ জেলার সাবেক আহ্বায়ক আবু সুফিয়ান, কেন্দ্রীয় নেতা হুম্মাম কাদের চৌধুরী, তরিকুল ইসলাম তেনজিং ও ইদ্রিস মিয়া।

বক্তারা সবাই আসন্ন নির্বাচনে দলের বিজয় নিশ্চিত করতে ঐক্য অটুট রাখা ও জনগণের সঙ্গে সরাসরি সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান।

আল-আমিন ইসলাম/

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ