ঢাকা, বুধবার, ১৩ আগস্ট ২০২৫, ২৯ শ্রাবণ ১৪৩২

ঋণখেলাপিদের বড় দু:সংবাদ দিলেন অর্থ উপদেষ্টা ড. সালেহ উদ্দিন

জাতীয় ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২৫ আগস্ট ১৩ ১৮:১৫:৪১
ঋণখেলাপিদের বড় দু:সংবাদ দিলেন অর্থ উপদেষ্টা ড. সালেহ উদ্দিন

নিজস্ব প্রতিবেদক: অর্থ উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদ জানিয়েছেন, ঋণখেলাপিরা আগামী জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না। নির্বাচন প্রক্রিয়ায় ঋণখেলাপিদের অংশগ্রহণ সীমিত থাকায় এটি একটি গুরুত্বপূর্ণ সতর্কবার্তা হিসেবে দেখা হচ্ছে।

বুধবার (১৩ আগস্ট) সচিবালয়ের অর্থ মন্ত্রণালয়ের সভাকক্ষে ‘ইপি পেনশন’ উদ্বোধন উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান। তিনি বলেন, “নির্বাচন কমিশনের দায়িত্ব ঋণখেলাপিদের শনাক্ত করা। তবে সমস্যা হলো, অনেকে কোর্ট থেকে স্টে অর্ডার নিয়ে নির্বাচনে অংশগ্রহণ করে। মহিউদ্দিন খান আলমগীর তো ঋণখেলাপি হয়েও পাঁচ বছর দায়িত্ব পালন করেছিলেন।”

সংবাদ সম্মেলনে নির্বাচনে কালোটাকার ব্যবহার নিয়ে প্রশ্নের উত্তরে ড. সালেহ উদ্দিন বলেন, “কালোটাকার উৎস ও ব্যবস্থাপনার ওপর নজর দেওয়া প্রয়োজন। আগের তুলনায় এখন পরিস্থিতি অনেকটা নিয়ন্ত্রণে এসেছে। আগে যাঁরা ব্যাংক, মিডিয়া, শিল্পপ্রতিষ্ঠান সবকিছুর মালিক ছিলেন, এখন সেই প্রভাব অনেকটাই কমেছে। কিছুটা হলেও চেক অ্যান্ড ব্যালেন্স কার্যকর হচ্ছে।”

তিনি আরও বলেন, “অর্থনৈতিক উন্নয়ন মূলত রাজনৈতিক সংস্কৃতির ওপর নির্ভরশীল। যদি রাজনীতিকরা টাকার বিনিময়ে মনোনয়ন বা ভোট দেন, তাহলে অর্থ মন্ত্রণালয় থেকে এ বিষয়ে সরাসরি কিছু করা সম্ভব নয়।”

এই মন্তব্যগুলো রাজনৈতিক ও অর্থনৈতিক বিশ্লেষকদের জন্য গুরুত্বপূর্ণ ইঙ্গিত বহন করছে, কারণ নির্বাচন ও ঋণখেলাপির অংশগ্রহণের সীমাবদ্ধতা ভবিষ্যতের নির্বাচনী নীতি ও আর্থিক নিয়ন্ত্রণে প্রভাব ফেলতে পারে।

জামিরুল ইসলাম/

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ