ঢাকা, বৃহস্পতিবার, ২১ আগস্ট ২০২৫, ৬ ভাদ্র ১৪৩২

আবহাওয়ার আপডেট: ৬০ কিলোমিটার বেগে ৭ জেলায় ঝড়-বজ্রবৃষ্টির শঙ্কা

সারাদেশ ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২৫ আগস্ট ২১ ১৪:১০:১৯
আবহাওয়ার আপডেট: ৬০ কিলোমিটার বেগে ৭ জেলায় ঝড়-বজ্রবৃষ্টির শঙ্কা

নিজস্ব প্রতিবেদক: মৌসুমি বায়ুর প্রভাবে দেশের দক্ষিণ ও দক্ষিণ-পূর্বাঞ্চলে আজ ঝড়-বজ্রবৃষ্টি হতে পারে বলে সতর্ক করেছে আবহাওয়া অধিদফতর। বিশেষ করে উপকূলীয় অঞ্চলগুলোতে ঝোড়ো হাওয়ার কারণে নৌযান চলাচলে ঝুঁকি তৈরি হতে পারে।

বৃহস্পতিবার (২১ আগস্ট) ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত নদীবন্দরগুলোর জন্য দেওয়া আবহাওয়া অফিসের পূর্বাভাসে জানানো হয়— খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি বয়ে যেতে পারে। এ সময় সংশ্লিষ্ট নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।

শুধু স্বল্পমেয়াদি নয়, দীর্ঘমেয়াদী পূর্বাভাসেও বৃষ্টির প্রবণতা বেশি থাকার আভাস মিলেছে। সর্বশেষ ১২০ ঘণ্টার পূর্বাভাস অনুযায়ী— রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ স্থানে অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। কোথাও কোথাও মাঝারি থেকে অতি ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনাও রয়েছে।

আবহাওয়াবিদদের মতে, মৌসুমি বায়ুর সক্রিয়তার কারণে বৃষ্টির মাত্রা বেড়েছে। এতে দক্ষিণাঞ্চলসহ উপকূলীয় এলাকায় হঠাৎ বজ্রঝড় ও ভারী বর্ষণের সম্ভাবনা তৈরি হচ্ছে।

জনগণকে সতর্ক করে আবহাওয়া অধিদফতর বলেছে, ঝড়ো হাওয়ার সময় খোলা জায়গায় না থাকা এবং নৌযান ও নদীপথের যাত্রীদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হচ্ছে।

জামিরুল ইসলাম/

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ