ঢাকা, শনিবার, ২৩ আগস্ট ২০২৫, ৮ ভাদ্র ১৪৩২

একাদশে ভর্তি ২০২৫: আজ থেকে দ্বিতীয় পর্বের আবেদন শুরু

শিক্ষা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২৫ আগস্ট ২৩ ১১:০৪:২১
একাদশে ভর্তি ২০২৫: আজ থেকে দ্বিতীয় পর্বের আবেদন শুরু

নিজস্ব প্রতিবেদক: একাদশ শ্রেণিতে ২০২৫-২৬ শিক্ষাবর্ষে ভর্তির প্রথম ধাপের ফল প্রকাশের পর এবার দ্বিতীয় পর্যায়ের আবেদন গ্রহণ শুরু হয়েছে। আজ (২৩ আগস্ট) শনিবার সকাল থেকে ভর্তিচ্ছু শিক্ষার্থীরা অনলাইনে তাদের আবেদন জমা দিতে পারছেন।

ভর্তি বিষয়ক ওয়েবসাইটে কর্তৃপক্ষ জানিয়েছে, দ্বিতীয় ধাপের এই আবেদন প্রক্রিয়া আগামী ২৫ আগস্ট, সোমবার রাত ৮টা পর্যন্ত চালু থাকবে। ‘একাদশ শ্রেণিতে ভর্তির নীতিমালা-২০২৫’ অনুসরণ করেই এ পর্বের কার্যক্রম পরিচালিত হচ্ছে। যে সকল শিক্ষার্থী প্রথম পর্যায়ে নির্বাচিত হয়নি বা নির্বাচিত হয়েও নিশ্চায়ন সম্পন্ন করেনি, তারা এই ধাপে আবেদন করার সুযোগ পাচ্ছে।

এর আগে গত বুধবার, ২০ আগস্ট সন্ধ্যায় প্রথম পর্যায়ে আবেদনকারী শিক্ষার্থীদের ফলাফল একযোগে ভর্তির নির্ধারিত ওয়েবসাইটে (www.xiclassadmission.gov.bd) প্রকাশ করা হয়েছিল।

আল-আমিন ইসলাম/

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ