ঢাকা, সোমবার, ২৫ আগস্ট ২০২৫, ১০ ভাদ্র ১৪৩২

জনপ্রশাসন মন্ত্রণালয়: ৬ জেলায় নতুন জেলা প্রশাসক নিয়োগ

জাতীয় ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২৫ আগস্ট ২৫ ১৫:৪৬:১৬
জনপ্রশাসন মন্ত্রণালয়: ৬ জেলায় নতুন জেলা প্রশাসক নিয়োগ

নিজস্ব প্রতিবেদক: দেশের মাঠ প্রশাসনে বড় রদবদল করেছে সরকার। নতুন দায়িত্ব পেলেন ছয় জেলার জেলা প্রশাসক (ডিসি)। সোমবার (২৫ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব আমিনুল ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ নিয়োগের তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, পটুয়াখালী, কুষ্টিয়া, কুড়িগ্রাম, মেহেরপুর, নেত্রকোনা ও খুলনা—এই ছয় জেলায় নতুন ডিসি নিয়োগ দেওয়া হয়েছে।

নতুন পদায়নে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপসচিব ড. মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরীকে পটুয়াখালীর জেলা প্রশাসক করা হয়েছে। আর পটুয়াখালীর বর্তমান ডিসি আবু হাসনাত মোহাম্মদ আরেফীন যাচ্ছেন কুষ্টিয়ার ডিসি হিসেবে।

অন্যদিকে, মেহেরপুরের ডিসি সিফাত মেহনাজকে বদলি করে পাঠানো হয়েছে কুড়িগ্রামে। তাঁর স্থলাভিষিক্ত হচ্ছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব ড. মোহাম্মদ আবদুল ছালাম।

এছাড়া, ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের জোনাল সেটেলমেন্ট অফিসার (উপসচিব) মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ জামানকে নেত্রকোনার জেলা প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। আর কুষ্টিয়ার জেলা প্রশাসক মো. তৌফিকুর রহমানকে পদায়ন করা হয়েছে খুলনায়।

সরকারের এই সিদ্ধান্তে প্রশাসনিক কাঠামোতে নতুন নেতৃত্ব আসলো ছয়টি জেলায়। দায়িত্ব নেওয়ার পর তাঁরা নিজ নিজ জেলায় উন্নয়ন ও জনসেবায় কাজ করবেন বলে আশা করা হচ্ছে।

আল-আমিন ইসলাম/

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ