ঢাকা, বৃহস্পতিবার, ২৮ আগস্ট ২০২৫, ১৩ ভাদ্র ১৪৩২

আজকের আবহাওয়া আপডেট: বঙ্গোপসাগরে লঘুচাপ: সমুদ্রবন্দরে সতর্ক সংকেত

সারাদেশ ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২৫ আগস্ট ২৮ ০৯:৫৪:৪৭
আজকের আবহাওয়া আপডেট: বঙ্গোপসাগরে লঘুচাপ: সমুদ্রবন্দরে সতর্ক সংকেত

নিজস্ব প্রতিবেদক: উত্তরপশ্চিম বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপটি ধীরে ধীরে শক্তি সঞ্চয় করে এখন সুস্পষ্ট লঘুচাপে রূপ নিয়েছে। এর প্রভাবে উপকূলীয় এলাকায় অস্থায়ীভাবে ঝোড়ো হাওয়া ও বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা দিয়েছে। এ অবস্থায় চারটি সমুদ্রবন্দরকে ৩ নম্বর সতর্ক সংকেত এবং দেশের ছয়টি নদীবন্দরকে ১ নম্বর সতর্ক সংকেত প্রদর্শনের নির্দেশ দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

বৃহস্পতিবার (২৮ আগস্ট) দুপুরে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের পৃথক দুটি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

আবহাওয়াবিদ মো. হাফিজুর রহমান স্বাক্ষরিত এক সতর্কবার্তায় বলা হয়, উড়িষ্যা উপকূলের অদূরে উত্তরপশ্চিম বঙ্গোপসাগরে অবস্থানরত লঘুচাপটি আরও ঘনীভূত হয়ে একই এলাকায় অবস্থান করছে। এটি পশ্চিম-উত্তর পশ্চিম দিকে অগ্রসর হতে পারে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর ও বাংলাদেশের উপকূলীয় এলাকায় দমকা হাওয়া বইতে পারে।

ফলে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। একই সঙ্গে মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে উপকূলের কাছাকাছি অবস্থান করে সাবধানে চলাচলের নির্দেশ দেওয়া হয়েছে।

নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত

অন্যদিকে, আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক স্বাক্ষরিত আরেকটি সতর্কবার্তায় বলা হয়, দুপুর ১টা পর্যন্ত দেশের খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলের উপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা-ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ সময় এসব অঞ্চলে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

এই পরিস্থিতিতে সংশ্লিষ্ট নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখানোর নির্দেশ দিয়েছে সংস্থাটি।

আবহাওয়া অধিদপ্তরের পরামর্শ

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, সুস্পষ্ট লঘুচাপের প্রভাবে বঙ্গোপসাগরে উত্তাল অবস্থা তৈরি হয়েছে। তাই উপকূলীয় অঞ্চলের জনগণকে সতর্ক থাকার পাশাপাশি সমুদ্রগামী জেলেদের পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত গভীর সমুদ্রে না যেতে পরামর্শ দেওয়া হয়েছে।

মো: রাজিব আলী/

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ