ঢাকা, শুক্রবার, ২৯ আগস্ট ২০২৫, ১৪ ভাদ্র ১৪৩২

চ্যাম্পিয়ন্স লিগ ২০২৫-২৬: কঠিন প্রতিপক্ষ পিএসজির, বার্সা-রিয়াল-সিটি কে কাকে পেল

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২৫ আগস্ট ২৯ ০৯:১০:০৩
চ্যাম্পিয়ন্স লিগ ২০২৫-২৬: কঠিন প্রতিপক্ষ পিএসজির, বার্সা-রিয়াল-সিটি কে কাকে পেল

নিজস্ব প্রতিবেদক: ইউরোপিয়ান ফুটবলের সর্বোচ্চ আসর উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ আবারো হাজির নতুন মৌসুমে। আগামী ১৬ সেপ্টেম্বর শুরু হচ্ছে ২০২৫-২৬ আসরের লড়াই। গতবারের মতো এবারও ৩৬ দলের বিস্তৃত ফরম্যাটে হবে প্রতিযোগিতা, যা চলবে ২০২৬ সালের ২৮ জানুয়ারি পর্যন্ত।

বৃহস্পতিবার মোনাকোর রাজকীয় ভেন্যু গ্রিমালদি ফোরামে জমকালো আয়োজনে হয়ে গেল লিগপর্বের ড্র। আলো ঝলমলে সেই মঞ্চে উপস্থাপনায় ছিলেন বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ সাংবাদিক রেশমিন চৌধুরী এবং পর্তুগিজ সাংবাদিক পেদ্রো পিন্টো।

আনুষ্ঠানিকতায় যোগ দেন উয়েফা সভাপতি আলেক্সান্ডার সেফরিন ও সহকারী সাধারণ সম্পাদক জর্জিও মারচেট্টি। তারকা অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুইডিশ কিংবদন্তি জ্লাতান ইব্রাহিমোভিচ, আর সুপারকম্পিউটার পরিচালনার দায়িত্বে ছিলেন ব্রাজিলিয়ান মহানায়ক কাকা।

ড্রতে চমক, শীর্ষ দলগুলোর সামনে কঠিন পথ

ডিফেন্ডিং চ্যাম্পিয়ন পিএসজি আবারো পড়েছে দুর্দান্ত চাপে। কারণ তাদের প্রতিপক্ষ তালিকায় জায়গা পেয়েছে স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা। অন্যদিকে ইউরোপের দুই পরাশক্তি রিয়াল মাদ্রিদ ও ম্যানচেস্টার সিটি মুখোমুখি হবে লিগপর্বেই। অর্থাৎ শুরু থেকেই থাকছে হেভিওয়েট লড়াইয়ের উত্তাপ।

নিয়ম অনুযায়ী, একই দেশের দুটি ক্লাব মুখোমুখি হতে পারবে না এবং প্রতিটি দল সর্বোচ্চ দুটি দেশের ক্লাবের বিপক্ষে খেলবে। বিশেষায়িত সফটওয়্যারই স্বয়ংক্রিয়ভাবে নির্ধারণ করেছে কে কার সঙ্গে, কোথায়—হোম না অ্যাওয়ে।

বড় দলগুলোর প্রতিপক্ষ একনজরে

পিএসজি

বায়ার্ন মিউনিখ (হোম), বার্সেলোনা (অ্যাওয়ে), আতালান্তা (হোম), বায়ার লেভারকুসেন (অ্যাওয়ে), টটেনহাম (হোম), স্পোর্তিং লিসবন (অ্যাওয়ে), নিউক্যাসল (হোম) ও অ্যাথলেটিক ক্লাব (অ্যাওয়ে)।

রিয়াল মাদ্রিদ

ম্যানচেস্টার সিটি (হোম), লিভারপুল (অ্যাওয়ে), জুভেন্টাস (হোম), বেনফিকা (অ্যাওয়ে), মার্শেই (হোম), অলিম্পিয়াকোস (অ্যাওয়ে), মোনাকো (হোম) ও কাইরাত আলমাতি (অ্যাওয়ে)।

ম্যানচেস্টার সিটি

বরুসিয়া ডর্টমুন্ড (হোম), রিয়াল মাদ্রিদ (অ্যাওয়ে), বায়ার লেভারকুসেন (হোম), ভিয়ারিয়াল (অ্যাওয়ে), নাপোলি (হোম), বোদো/গ্লিমট (অ্যাওয়ে), গ্যালাতাসারাই (হোম) ও মোনাকো (অ্যাওয়ে)।

বায়ার্ন মিউনিখ

চেলসি (হোম), পিএসজি (অ্যাওয়ে), ক্লাব ব্রুগা (হোম), আর্সেনাল (অ্যাওয়ে), স্পোর্তিং লিসবন (হোম), পিএসভি (অ্যাওয়ে), ইউনিয়ন সেন্ট–জিলোয়া (হোম) ও পাফোস এফসি (অ্যাওয়ে)।

লিভারপুল

রিয়াল মাদ্রিদ (হোম), ইন্টার মিলান (অ্যাওয়ে), আতলেতিকো মাদ্রিদ (হোম), ফ্রাঙ্কফুর্ট (অ্যাওয়ে), পিএসভি (হোম), মার্শেই (অ্যাওয়ে), কারাবাগ (হোম) ও গ্যালাতাসারাই (অ্যাওয়ে)।

ইন্টার মিলান

লিভারপুল (হোম), বরুসিয়া ডর্টমুন্ড (অ্যাওয়ে), আর্সেনাল (হোম), আতলেতিকো মাদ্রিদ (অ্যাওয়ে), স্লাভিয়া প্রাগ (হোম), আয়াক্স (অ্যাওয়ে), কাইরাত আলমাতি (হোম) ও ইউনিয়ন সেন্ট–জিলোয়া (অ্যাওয়ে)।

চেলসি

বার্সেলোনা (হোম), বায়ার্ন মিউনিখ (অ্যাওয়ে), বেনফিকা (হোম), আতালান্তা (অ্যাওয়ে), আয়াক্স (হোম), নাপোলি (অ্যাওয়ে), পাফোস (হোম) ও কারাবাগ (অ্যাওয়ে)।

বরুসিয়া ডর্টমুন্ড

ইন্টার মিলান (হোম), ম্যানচেস্টার সিটি (অ্যাওয়ে), ভিয়ারিয়াল (হোম), জুভেন্টাস (অ্যাওয়ে), বোদো/গ্লিমট (হোম), টটেনহাম (অ্যাওয়ে), অ্যাথলেটিক ক্লাব (হোম) ও কোপেনহেগেন (অ্যাওয়ে)।

বার্সেলোনা

পিএসজি (হোম), চেলসি (অ্যাওয়ে), ফ্রাঙ্কফুর্ট (হোম), ক্লাব ব্রুগা (অ্যাওয়ে), অলিম্পিয়াকোস (হোম), স্লাভিয়া প্রাগ (অ্যাওয়ে), কোপেনহেগেন (হোম) ও নিউক্যাসল (অ্যাওয়ে)।

আর্সেনাল

বায়ার্ন মিউনিখ (হোম), ইন্টার মিলান (অ্যাওয়ে), আতলেতিকো মাদ্রিদ (হোম), ক্লাব ব্রুগা (অ্যাওয়ে), অলিম্পিয়াকোস (অ্যাওয়ে), স্লাভিয়া প্রাগ (হোম), কাইরাত আলমাতি (হোম) ও অ্যাথলেটিক ক্লাব (অ্যাওয়ে)।

সামনে যা থাকছে

লিগপর্ব শেষে শীর্ষ আট দল সরাসরি উঠবে দ্বিতীয় রাউন্ডে। আর নবম থেকে ২৪তম স্থান পাওয়া ১৬ দল প্লে-অফ খেলবে, যেখান থেকে আরও আটটি দল যুক্ত হবে নকআউটে।

যদিও প্রতিপক্ষ নির্ধারণ হয়ে গেছে, তবে খেলার তারিখ এখনো চূড়ান্ত হয়নি। উয়েফা শনিবার ঘোষণা করবে পূর্ণাঙ্গ ফিক্সার।

আল-আমিন ইসলাম/

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ