
MD. Razib Ali
Senior Reporter
আজ বাংলাদেশ বনাম ভুটান ম্যাচ, কখন, কোথায় ও কিভাবে লাইভ দেখবেন

নিজস্ব প্রতিবেদক: সাফ অনূর্ধ্ব-১৭ নারী চ্যাম্পিয়নশিপে আজ বৃহস্পতিবার (২৯ আগস্ট) বিকেল ৩টায় মাঠে নামছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ নারী ফুটবল দল। প্রতিপক্ষ ভুটান। টুর্নামেন্টে টিকে থাকা ও শিরোপার আশা জিইয়ে রাখতে ম্যাচটি বাংলাদেশের জন্য বাঁচা-মরার লড়াই বলেই ধরা হচ্ছে।
নেপালকে হারিয়ে আত্মবিশ্বাসী লাল-সবুজরা
গতকাল নেপালের বিপক্ষে দুর্দান্ত জয় নিয়ে মাঠ ছেড়েছে বাংলাদেশ। প্রতিপক্ষকে ৪-০ গোলে বিধ্বস্ত করে বড় আত্মবিশ্বাসেই ভুটান ম্যাচে নামছে তারা। গোল উৎসবে শামিল হয়েছেন অর্পিতা বিশ্বাস, আলপি আক্তার, সুরভি আখি প্রীতি এবং থুইনামার।
চার ম্যাচ শেষে বাংলাদেশ জিতেছে তিনটিতে, সংগ্রহ করেছে ৯ পয়েন্ট। এখন পর্যন্ত প্রতিপক্ষের জালে বল জড়িয়েছে ১০ বার, হজম করেছে ৪টি, ফলে গোল ব্যবধান +৬।
অন্যদিকে, ভারত এখনো অপরাজিত। চার ম্যাচেই জয় তুলে নিয়ে ১২ পয়েন্টে শীর্ষে রয়েছে তারা। ভারতের গোল করেছে ২২, হজম করেনি একটিও। তাদের গোল ব্যবধান +২২। নেপাল ৩ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে, আর ভুটান চার ম্যাচে কোনো পয়েন্ট না পাওয়ায় তলানিতে।
শিরোপার সমীকরণে বাংলাদেশের চ্যালেঞ্জ
চার দলের এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হচ্ছে ডাবল লিগ পদ্ধতিতে। অর্থাৎ, প্রত্যেক দল একে অপরের সঙ্গে দু’বার করে খেলবে, আর সর্বোচ্চ পয়েন্টধারী দলই হবে চ্যাম্পিয়ন। পয়েন্ট সমান হলে প্রথমে মুখোমুখি লড়াই, এরপর সমাধান না হলে টাইব্রেকারে শিরোপা নির্ধারণ হবে।
বাংলাদেশকে চ্যাম্পিয়ন হতে হলে বাকি দুটি ম্যাচ—ভুটান ও ভারতের বিপক্ষে—অবশ্যই জিততে হবে। এ অবস্থায় লাল-সবুজরা ১৫ পয়েন্টে গিয়ে দাঁড়াবে। তবে ভারত যদি নেপালকে হারায়, তাহলেও তাদের পয়েন্ট হবে ১৫। তখন মুখোমুখি লড়াই গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াবে। প্রথম রাউন্ডে ভারত বাংলাদেশের বিপক্ষে জিতেছিল। তাই সমীকরণে টাইব্রেকারের সম্ভাবনাও প্রবল।
দর্শকদের জন্য লাইভ দেখার সুযোগ
ভুটানের বিপক্ষে বাংলাদেশের ম্যাচটি সরাসরি দেখা যাবে দুটি ইউটিউব চ্যানেলে—
Sportzworkz: হ্যাকারদের আক্রমণের পর চ্যানেলটি পুনরুদ্ধার করা হয়েছে এবং আজকের ম্যাচটি এখানেই সম্প্রচার হবে।
South Asian Football Federation (SAFF): সাফের অফিসিয়াল ইউটিউব চ্যানেলেও সরাসরি দেখা যাবে খেলা।
বাংলাদেশ সময় বিকেল ৩টায় শুরু হবে ম্যাচটি। ফুটবলপ্রেমীদের চোখ থাকবে লাল-সবুজ জার্সিধারী কিশোরীদের দিকে, যারা আজ জয়ের মাধ্যমে শিরোপার লড়াইয়ে নিজেদের বাঁচিয়ে রাখতে চায়।
মো: রাজিব আলী/
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- সরকারি ছুটি: সরকারি চাকরিজীবীদের জন্য সুখবর, পাবেন টানা ৪ দিনের ছুটি
- ইন্টার মায়ামি বনাম অরল্যান্ডো সিটি: সম্ভাব্য একাদশ, ম্যাচ প্রিভিউ, প্রেডিকশন
- ইন্টার মিয়ামি বনাম অরল্যান্ডো সিটি: প্রথমার্ধে পিছিয়ে মেসিরা
- ইন্টার মায়ামি বনাম অরল্যান্ডো সিটি: মেসি ম্যাজিকে শেষ ম্যাচ, জানুন ফলাফল
- প্রধান উপদেষ্টা ইউনূসের নির্দেশে ডিএসই: সরকারি কোম্পানিতে বিনিয়োগের সুবর্ণ সুযোগ
- বাংলাদেশ বনাম নেপাল: ৮৫ মিনিটে আরও একটি গোল ৯০ মিনিটের খেলা শেষ
- সরকারি ও ঐচ্ছিক ছুটি: চাকরিজীবীদের জন্য সুখবর, সেপ্টেম্বর মাসে ৫ দিন ছুটি
- বাংলাদেশ বনাম নেপাল: শেষ মুহুর্তে গোল, উত্তেজনায় শেষ ম্যাচ, জানুন ফলাফল
- বিনিয়োগকারীদের জন্য গুরুত্বপূর্ণ সতর্কবার্তা জানালো বিএসইসি
- আজকের সকল দেশের টাকার রেট(২৭ আগস্ট ২০২৫)
- আজ ১১ কোম্পানির শেয়ার হল্টেড
- শেয়ারবাজারে সামান্য পতনের মধ্যেও ইতিবাচক প্রবণতা
- বাংলাদেশ বনাম নেপাল: ৭১ মিনিটে গোল, লাইভ দেখুন এখানে
- অনলাইনে ভোট হলেও সাকিব-মাশরাফী অংশগ্রহন করতে পারবেন না
- থাকবে না নিবন্ধনে প্রিলি ৪০ মার্কে পাস পরীক্ষা, ২০০ নম্বর লিখিত পরীক্ষা হবে