ঢাকা, বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর ২০২৫, ২০ ভাদ্র ১৪৩২

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ

শিক্ষা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২৫ আগস্ট ৩১ ২৩:০৩:০৭
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ

নিজস্ব প্রতিবেদক: কম্বাইন্ড ডিগ্রির দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর বহিরাগতদের হামলার ঘটনার পরিপ্রেক্ষিতে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। একই সঙ্গে শিক্ষার্থীদের আগামীকাল সোমবার (১ সেপ্টেম্বর) সকাল ৯টার মধ্যে বিশ্ববিদ্যালয়ের সব আবাসিক হল খালি করার নির্দেশ দেওয়া হয়েছে।

রবিবার (৩১ আগস্ট) রাত সাড়ে ৯টায় অনলাইনে অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের জরুরি সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভার সিদ্ধান্তের বিষয়টি নিশ্চিত করেন বাকৃবির সিন্ডিকেট সদস্য অধ্যাপক ড. জি. এম. মুজিবর রহমান।

তিনি জানান, বর্তমান পরিস্থিতিতে বিশ্ববিদ্যালয় খোলা রাখা ঝুঁকিপূর্ণ বলে বিবেচিত হয়েছে। সিন্ডিকেট সদস্যদের অভিমতের ভিত্তিতেই প্রতিষ্ঠানটি অনির্দিষ্টকালের জন্য বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সঙ্গে নিরাপত্তার স্বার্থে স্থানীয় আইনশৃঙ্খলা বাহিনীকে দায়িত্ব দেওয়া হয়েছে।

বিশ্ববিদ্যালয় প্রশাসনের একাধিক সূত্র জানায়, কম্বাইন্ড ডিগ্রির দাবিতে চলমান আন্দোলনের মধ্যে রোববার সন্ধ্যায় আন্দোলনরত শিক্ষার্থীরা বহিরাগতদের হামলার মুখে পড়েন। এ সময় ক্যাম্পাসে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে দ্রুত জরুরি সভা ডেকে কর্তৃপক্ষ বিশ্ববিদ্যালয় বন্ধের ঘোষণা দেয়।

বিশ্ববিদ্যালয় বন্ধের খবরে শিক্ষার্থীদের মধ্যে উদ্বেগ ও ক্ষোভ দেখা দিয়েছে। অনেকেই এটিকে পরিস্থিতি সামাল দেওয়ার প্রয়োজনীয় পদক্ষেপ হিসেবে দেখছেন, আবার কেউ কেউ দাবি করছেন—এটি মূলত আন্দোলন দমনের চেষ্টা।

জামিরুল ইসলাম/

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ