দেব-শুভশ্রী বিতর্ক: নায়কের মন্তব্যে ক্ষুব্ধ নায়িকা, উত্তাল টলিউড

নিজস্ব প্রতিবেদক: দীর্ঘ এক দশক পর রুপালি পর্দায় ফিরেছে দেব ও শুভশ্রী জুটি, তাদের বহুল প্রতীক্ষিত ছবি ‘ধূমকেতু’ মুক্তি পেয়েছে গত ১৪ আগস্ট। তবে সিনেমার সাফল্যের চেয়েও বেশি আলোচনার কেন্দ্রবিন্দুতে এখন এই জুটির ব্যক্তিগত সমীকরণ এবং সাম্প্রতিক কিছু মন্তব্য। দেবের একটি মন্তব্যের জেরে শুভশ্রী প্রকাশ্যেই ক্ষোভ উগরে দিয়েছেন, যা নিয়ে সোশ্যাল মিডিয়া এখন সরগরম।
দেবের মন্তব্য ও শুভশ্রীর কড়া জবাব
বিতর্কের সূত্রপাত একটি সাক্ষাৎকারে দেবের বলা কথা থেকে। প্রযোজনা সংক্রান্ত প্রশ্নে দেব বলেছিলেন, “শুভশ্রী যদি চরিত্রের জন্য যথাযথ না হতেন, তাহলে ছবিতে হয়তো তাকে নেওয়া হতো ঠিকই, তবে মুখ্য চরিত্রে নয়; হয়তো অন্য কোনো চরিত্রে অভিনয়ের প্রস্তাব দেওয়া হতো।”
দেবের এই মন্তব্যকে 'অসম্মানজনক' আখ্যা দিয়ে একটি পডকাস্টে শুভশ্রী তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেন। তিনি বলেন, “একজন সংবেদনশীল মানুষ কীভাবে এই ধরনের কথা বলে, আমার জানা নেই। পার্শ্বচরিত্র করতে আমার কোনো অসুবিধে নেই। সিনেমার চরিত্রই আমার কাছে গুরুত্বপূর্ণ। কিন্তু ২০২৫ সালে দাঁড়িয়ে এরকম একটা অসম্মানজনক মন্তব্য, যেখানে তুমি একটা ছবির প্রচার করছো, একজন হিরোইনের সঙ্গে, আমি সত্যিই জানি না।”
দেব-এর ব্যাখ্যা: 'ভালোবাসা থেকেই অভিমান'
শুভশ্রীর মন্তব্যের পর দেবও বিষয়টির ব্যাখ্যা দিয়েছেন। তিনি শুভশ্রীর ক্ষোভকে 'ভালোবাসার অভিমান' বলে অভিহিত করেন। দেব বলেন, “যত বেশি ভালোবাসা, তত বেশি অভিমান থাকে মানুষের। শুভশ্রী যে মন্তব্যটা করেছে, সেটা পুরোপুরি ভালোবাসা থেকেই করেছে। নাহলে এক ঘণ্টা সাক্ষাৎকারে সে আমাকে নিয়েই বলেছে বা এক ঘণ্টা আমাকে নিয়েই সময় নষ্ট করেছে— এটা ভালোবাসা ছাড়া হয় না। সে ওই একটা লাইন ধরেছে।”
শুভশ্রীকে সবসময়ই সম্মান দিয়েছেন দাবি করে দেব আরও বলেন, “আমি প্রথম ইন্টারভিউ থেকে বলছি, যেভাবে সে সংসার ও কাজ হ্যান্ডেল করছে, সেটা আমি শুনেছি। পুরো প্রমোশনে তার সঙ্গে আমি সুপারস্টারের মতো ব্যবহার করেছি। আমার টিম যখন আমার জন্য গান বানিয়েছিল, আমি বলেছিলাম তার জন্যও বানানো উচিত। কারণ সে সুপারস্টার। তার জন্য গান বানিয়ে সেটা তাকে নিবেদন করেছিলাম। এটা কি সম্মান নয়?”
'ধূমকেতু'র কাস্টিং ও সারল্য প্রসঙ্গ
‘ধূমকেতু’র কাস্টিং প্রসঙ্গে প্রশ্ন করা হলে দেব বলেন, “আমাকে প্রশ্ন করা হয়েছিল, এখন ‘ধূমকেতু’ করলে শুভশ্রীকে নেওয়া হত কিনা। আমি বলেছি, আমার প্রযোজনা সংস্থার প্রথম কাজে সে থাকবে, তাই তাকে রাখতাম। ১০ বছর আগে যে চরিত্রের জন্য তাকে নেওয়া হয়েছিল, সেটায় সে ফিট করেছিল। কিন্তু আজ যদি কাস্টিং হয়, সেখানে যদি কেউ ডিজার্ভিং হন, তাকে নেব। আমি ওখানে এটাও বলেছিলাম যে, দেবকেও কাস্টিং করতাম না, কারণ দেবের মধ্যেও সেই সারল্য নেই।”
শুভশ্রীর সারল্য নিয়ে ওঠা বিতর্কেরও জবাব দেন দেব। তিনি স্পষ্ট করেন, “আমি কখনও বলিনি দুটো বাচ্চার জন্য তার সারল্য চলে গিয়েছে, যেভাবে বলা হচ্ছে বা ভিক্টিম কার্ড খেলা হচ্ছে। ১৪ বছর আগে ও যখন বলেছিল ‘বাথরুমে কেঁদেছি’, তখনও কিছু বলিনি। সব সহ্য করেছি। আজও কিছু বলব না। কারণ আমার মনে হয় এটাই সম্মান দেওয়া। ও কিছু বলেছে, আমার কতটা খারাপ হবে আমি জানি না। কিন্তু যদি আজ দুটো কথা বলি, তাহলে তার খারাপ হবে। তার সম্মানটা কোথাও আমারই সম্মান।”
শুভশ্রীর সম্মান আমার কাছে সর্বাগ্রে: দেব
সবশেষে দেব শুভশ্রীর প্রতি নিজের সম্মান ও সমর্থনের কথা পুনর্ব্যক্ত করেন। তিনি বলেন, “আমি সব সময় চাই শুভশ্রীর সম্মানহানি না হোক। ওর হারানোর অনেক কিছু আছে। আমি সব সময় নিজের মার্জিনটা ধরে রেখেছি, আর ততটাই কথা বলেছি, যাতে তার সম্মান বাড়ে। শুভশ্রী আমার কাছে সর্বদা সুপারস্টারই থাকবে। যে বলেছে মা হয়ে গিয়েছি, সরলতা চলে গেছে—ও নিজেই বলে আমি দুই সন্তানের মা। এটা তো গর্বের বিষয়। আমি দেখছি ও কী সুন্দর হ্যান্ডেল করছে সবকিছু। এবার সেটাকে নিয়ে যদি কাটাছেঁড়া করা হয়, এখানে আর কিছু বলার থাকে না।”
তানিয়া বৃষ্টি/
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- এইচএসসি বোর্ড চ্যালেঞ্জ ২০২৫ শুরু: জেনে নিন আবেদন পদ্ধতি ও ফি
- এইচএসসি বোর্ড চ্যালেঞ্জ ২০২৫ শুরু ১৭ তারিখ: কিভাবে আবেদন করবেন ও ফি কত
- এইচএসসি বোর্ড চ্যালেঞ্জ ২০২৫ শুরু: প্রতি বিষয়ে ফি ১৫০ টাকা, আবেদন করবেন যেভাবে
- চলছে এইচএসসি বোর্ড চ্যালেঞ্জ ২০২৫: যেভাবে আবেদন করবেন জানুন এক নজরে!
- এইচএসসি বোর্ড চ্যালেঞ্জ ২০২৫ শুরু: জেনে নিন কিভাবে আবেদন করবেন, ফি কত
- আজ বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ ম্যাচ: সরাসরি দেখুন (Live)
- এইচএসসি বোর্ড চ্যালেঞ্জ ২০২৫: এক নজরে জানুন আবেদনের নিয়ম, ফি ও সময়সীমা
- আজ শুরু এইচএসসি বোর্ড চ্যালেঞ্জ ২০২৫: মোবাইল দিয়ে আবেদন করবেন যেভাবে
- এইচএসসি রেজাল্ট ২০২৫: এক নজরে জানুন কোন বোর্ডে কতজন জিপিএ-৫ পেলেন
- মায়ের অসুস্থতা, দেরিতে আসা, সেই আনিসার এইচএসসির ফল প্রকাশ
- hsc result 2025 dhaka board: অনলাইন ও SMS এ দ্রুত ফল জানবেন যেভাবে
- এইচএসসি বোর্ড চ্যালেঞ্জ ২০২৫ এর রেজাল্ট কবে দিবে
- এইচএসসি ফল ২০২৫: শতভাগ পাস ৩৪৫ শিক্ষা প্রতিষ্ঠানে, ফেল ২০২ প্রতিষ্ঠানে
- বোর্ড চ্যালেঞ্জ ২০২৫: আপনার HSC খাতা কি আবার নতুন করে দেখা হবে? নম্বর বাড়ে যে ৪ কারণে!
- চলছে বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ ম্যাচ: সরাসরি দেখুন এখানে (Live)