ঢাকা, সোমবার, ২৬ জানুয়ারি ২০২৬, ১২ মাঘ ১৪৩২

Alamin Islam

Senior Reporter

আজ ৮ কোম্পানির বোর্ড সভা: আসছে ইপিএস

শেয়ারনিউজ ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২৬ জানুয়ারি ২৬ ১১:৫০:৫২
আজ ৮ কোম্পানির বোর্ড সভা: আসছে ইপিএস

দেশের শেয়ারবাজারে তালিকাভুক্ত বিভিন্ন খাতের ৮টি প্রতিষ্ঠানের ব্যবসার সাম্প্রতিক চিত্র বা আর্থিক ফলাফল আজ প্রকাশ করা হবে। আজ ২৬ জানুয়ারি (সোমবার) বিকেলে এসব কোম্পানির পরিচালনা পর্ষদ সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ডিএসই সূত্রে প্রাপ্ত তথ্যানুযায়ী, উক্ত সভাগুলোতে ২০২৫ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদন করা হবে।

বিনিয়োগকারীদের সুবিধার্থে নিচে কোম্পানিগুলোর সভার সময়সূচি এবং আগের প্রান্তিকের পারফরম্যান্সের সারাংশ তুলে ধরা হলো:

১. ইবনে সিনা (দুপুর ২:৪৫ মিনিট)

দিনের শুরুতেই বৈঠকে বসছে ইবনে সিনা। কোম্পানিটি প্রথম প্রান্তিকে ৭ টাকা ০৮ পয়সা মুনাফা দেখিয়ে বিনিয়োগকারীদের চমকে দিয়েছিল। আজকের সভার পর জানা যাবে তাদের সেই সাফল্যের ধারাবাহিকতা কতটুকু বজায় আছে।

২. ন্যাশনাল টিউবস ও ডেল্টা স্পিনার্স (বিকাল ৩:০০ টা)

বিকাল তিনটায় একসঙ্গে সভা ডেকেছে এই দুটি কোম্পানি। উল্লেখ্য, প্রথম প্রান্তিকে ন্যাশনাল টিউবস ৭৭ পয়সা এবং ডেল্টা স্পিনার্স ০.০১ পয়সা শেয়ার প্রতি লোকসানে ছিল। আজকের প্রতিবেদনে কোম্পানি দুটি লোকসান কাটিয়ে লাভের মুখ দেখে কি না, সেদিকেই নজর থাকবে সবার।

৩. সিভিও পেট্রোকেমিক্যাল (বিকাল ৩:৩০ মিনিট)

জ্বালানি খাতের এই প্রতিষ্ঠানটির পর্ষদ সভা অনুষ্ঠিত হবে সাড়ে তিনটায়। গত বছরের প্রথম প্রান্তিকে কোম্পানিটি ১ টাকা ৮৮ পয়সা শেয়ার প্রতি আয় বা ইপিএস অর্জন করেছিল।

৪. আনোয়ার গ্যালভানাইজিং (বিকাল ৪:০০ টা)

ইঞ্জিনিয়ারিং খাতের এই কোম্পানিটির পর্ষদ সভা নির্ধারিত রয়েছে বিকাল ৪টায়। বছরের প্রথম ভাগে প্রতিষ্ঠানটি শেয়ার প্রতি ২ টাকা ৮৬ পয়সা মুনাফা করতে সক্ষম হয়েছিল।

৫. ন্যাশনাল পলিমার (বিকাল ৫:০০ টা)

পাঁচটার সেশনে বৈঠকে বসবে ন্যাশনাল পলিমার। প্রথম প্রান্তিকে কোম্পানিটি ০.০২ পয়সা নামমাত্র মুনাফা করেছিল। আজকের প্রতিবেদনে বড় কোনো পরিবর্তনের আশা করছেন বিনিয়োগকারীরা।

৬. ইস্টার্ণ লুব্রিকেন্টস (বিকাল ৫:০৫ মিনিট)

বিকেল ৫টা বেজে ৫ মিনিটে শুরু হবে ইস্টার্ণ লুব্রিকেন্টসের সভা। কোম্পানিটি প্রথম প্রান্তিকে ১৫ টাকা ৬৮ পয়সার বিশাল অংকের ইপিএস দেখিয়েছিল, যা আজকের সভার ফলাফলকে আরও গুরুত্বপূর্ণ করে তুলেছে।

৭. পদ্মা অয়েল (বিকাল ৫:৩০ মিনিট)

দিনের শেষ ভাগে সাড়ে পাঁচটায় বৈঠকে বসছে জায়ান্ট কোম্পানি পদ্মা অয়েল। প্রথম প্রান্তিকে ১৬ টাকা ০৪ পয়সা মুনাফা করা এই প্রতিষ্ঠানটির দ্বিতীয় প্রান্তিকের পারফরম্যান্সের দিকে তাকিয়ে আছে পুরো বাজার।

আজকের এই পর্ষদ সভাগুলোর পর কোম্পানিগুলো তাদের আর্থিক তথ্য জনসমক্ষে প্রকাশ করবে। মূলত এই ইপিএস বা শেয়ার প্রতি আয়ের ওপর ভিত্তি করেই আগামী দিনগুলোতে কোম্পানিগুলোর শেয়ারের দামের গতিবিধি নির্ধারিত হতে পারে।

সোহেল/

ট্যাগ: ঢাকা স্টক এক্সচেঞ্জ পুঁজিবাজার আর্থিক প্রতিবেদন ডিএসই নিউজ শেয়ার বাজার খবর আজকের ইপিএস ঘোষণা শেয়ার প্রতি আয় DSE news Financial Report ইবনে সিনা ইপিএস আজকের শেয়ার বাজার Share Market News BD Stock Market BD Stock Market Analysis Bangladesh Bangladesh Share Market দ্বিতীয় প্রান্তিকের ইপিএস অক্টোবর-ডিসেম্বর ২০২৫ আর্থিক প্রতিবেদন EPS Update Bangladesh stock market update ইপিএস আপডেট স্টক ট্রেডিং প্ল্যাটফর্ম পদ্মা অয়েল শেয়ার নিউজ ইস্টার্ণ লুব্রিকেন্টস আর্থিক প্রতিবেদন সিভিও পেট্রো বোর্ড সভা ন্যাশনাল টিউবস ইপিএস ডেল্টা স্পিনার্স নিউজ আনোয়ার গ্যালভানাইজিং শেয়ার আপডেট ন্যাশনাল পলিমার লভ্যাংশ ও ইপিএস ২৬ জানুয়ারি শেয়ার বাজার নিউজ Ibn Sina EPS Padma Oil News Eastern Lubricants National Polymer Share Market Today DSE Board Meeting Investing BD Stock Trading Platform DSE EPS News Today Ibn Sina Pharma EPS Padma Oil 2nd Quarter Result Eastern Lubricants EPS Update Upcoming Board Meetings DSE

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

earthquake today: আবারও ভূমিকম্পে কাঁপলো বাংলাদেশ

earthquake today: আবারও ভূমিকম্পে কাঁপলো বাংলাদেশ

রোববার (২৫ জানুয়ারি) সকালে দেশের উত্তরাঞ্চলের জেলা ঠাকুরগাঁওয়ে একটি হালকা ভূকম্পন অনুভূত হয়েছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৩.৪। ভূমিকম্পের সময়... বিস্তারিত