MD. Razib Ali
Senior Reporter
শাকিবের ফের বাবা হচ্ছেন? বুবলীকে নিয়ে গুঞ্জন
ঢালিউডের আকাশ এখন নতুন এক গুঞ্জনে উত্তাল। টক অব দ্য টাউন এখন চিত্রনায়িকা শবনম বুবলীর মা হওয়ার খবর। আর এই আলোচনার রেশ ধরেই প্রশ্ন উঠেছে—ঢালিউড সুপারস্টার শাকিব খান কি তবে আবারও বাবা হতে চলেছেন? সর্বত্র যখন এই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, ঠিক তখনই বিষয়টি নিয়ে নিজের প্রতিক্রিয়া জানিয়েছেন শাকিবের সাবেক স্ত্রী ও জনপ্রিয় নায়িকা অপু বিশ্বাস।
গুঞ্জন শুনে অপুর বিস্ময়
সম্প্রতি একটি অনুষ্ঠানে গণমাধ্যমকর্মীরা বুবলীকে ঘিরে তৈরি হওয়া এই ধোঁয়াশা নিয়ে প্রশ্ন করেন অপু বিশ্বাসকে। প্রশ্ন শুনে রীতিমতো অবাক হওয়ার ভঙ্গি করেন তিনি। অপু বলেন, ‘আসলে আমি এ বিষয়ে কিছুই জানি না। চারদিকে কী ঘটছে? আপনারাই বরং আমাকে বিস্তারিত বলুন, কারণ আপনাদের বিচরণ তো সব জায়গায়।’
সোশ্যাল মিডিয়া থেকে দূরত্ব
ইদানীং কেন এই খবরগুলো তার কানে পৌঁছায়নি, তার ব্যাখ্যাও দিয়েছেন ‘ঢালিউড কুইন’। অপু জানান, ক্যারিয়ার ও ব্যক্তিগত কাজের চাপে বর্তমানে তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে খুব একটা সময় দিতে পারছেন না। ফলে ভার্চুয়ালি কোন গুঞ্জনটি ভাইরাল হচ্ছে, সে সম্পর্কে তিনি অন্ধকারে রয়েছেন।
ব্যক্তিগত বিষয়ে অনীহা
কারও ব্যক্তিগত জীবন নিয়ে চুলচেরা বিশ্লেষণে আগ্রহী নন অপু বিশ্বাস। নিজের জীবনদর্শন তুলে ধরে তিনি বলেন, ‘তারকাদের যাপিত জীবন নিয়ে ভক্তদের বাড়তি কৌতুহল থাকাটা অস্বাভাবিক কিছু নয়। তবে আমি ব্যক্তিগতভাবে অন্য কারো ব্যক্তিগত বিষয়ে মন্তব্য করতে বা কাউকে লক্ষ্য করে কিছু বলতে পছন্দ করি না। আমি এটাকে ভাগ্য বা কর্মফল হিসেবেই দেখি।’
শাকিবের প্রতি কৃতজ্ঞতা ও বর্তমান ব্যস্ততা
পুরো আলাপে শাকিব খানের প্রতি সম্মান ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন অপু। তার ক্যারিয়ারের সাফল্যের পেছনে শাকিব খানের অবদানের কথা স্মরণ করে তিনি বলেন, ‘আমার আজকের এই অবস্থানের পেছনে কিং খানের সাপোর্ট সবচেয়ে বেশি। এছাড়া পরিচালক, প্রযোজক ও সহশিল্পীদের সহযোগিতাও ছিল। এসব ছাড়া অন্য কোনো অপ্রাসঙ্গিক বিষয় নিয়ে ভাবার অবকাশ আমার নেই। আমি এখন পুরোপুরি নিজের কাজ নিয়ে ব্যস্ত থাকতে চাই।’
অতীতের সেই স্মৃতি
উল্লেখ্য, ২০০৮ সালে ঘরোয়া আয়োজনে শাকিব খান ও অপু বিশ্বাসের বিয়ে সম্পন্ন হয়েছিল। দীর্ঘ আট বছর সেই খবর গোপন রাখার পর ২০১৬ সালে তাদের কোলজুড়ে আসে পুত্রসন্তান আব্রাম খান জয়। পরবর্তীতে ২০১৭ সালে একটি সরাসরি অনুষ্ঠানে এসে বিয়ের কথা প্রকাশ্যে আনেন অপু। তবে এর পরের বছরই অর্থাৎ ২০১৮ সালে এই জুটির বৈবাহিক সম্পর্কের অবসান ঘটে।
এখন বুবলীকে ঘিরে চলা এই নতুন গুঞ্জন কি কেবলই রটনা, নাকি এর পেছনে কোনো সত্যতা আছে—সেই উত্তর খুঁজছেন ভক্তরা।
আল-মামুন/
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- ‘জেড’ থেকে 'বি' ক্যাটাগরিতে তালিকাভুক্ত কোম্পানির শেয়ার
- তিন কোম্পানির ইপিএস প্রকাশ, কার অবস্থা কেমন?
- আজকের স্বর্ণের দাম: (রবিবার, ২৫ জানুয়ারি ২০২৬)
- আজ বার্সেলোনা বনাম ওভিয়েদো ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- টি-টোয়েন্টি বিশ্বকাপে নেই বাংলাদেশ! কেন সরব হলো WCA?
- earthquake today: আবারও ভূমিকম্পে কাঁপলো বাংলাদেশ
- আজকের সকল দেশের টাকার রেট ও সোনার দাম (২৫ জানুয়ারি)
- আর্সেনাল বনাম ম্যানচেস্টার ইউনাইটেড: প্রিভিউ, ইনজুরি আপডেট ও সম্ভাব্য একাদশ
- আইসিসির বৈঠকে চিৎকার বিসিবি সভাপতির বুলবুলের
- পিসিবিকে আইসিসির হুঁশিয়ারি: নিষিদ্ধ হতে পারে পাকিস্তান
- এমবাপের জোড়া গোল: বার্সাকে সরিয়ে লিগের শীর্ষে রিয়াল
- নতুন পে স্কেলে প্রাথমিক শিক্ষকদের বেতন দ্বিগুণ
- বিশ্বকাপ ভেন্যু ইস্যুতে আইসিসির রোষানলে বিসিবি সভাপতি বুলবুল
- আজ ৮ কোম্পানির বোর্ড সভা: আসছে ইপিএস
- আজকের স্বর্ণের দাম: (সোমবার, ২৬ জানুয়ারি ২০২৬)