ঢাকা, বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫, ১০ পৌষ ১৪৩২

Alamin Islam

Senior Reporter

আসিফ আকবর: ছোট ছেলের বিয়ে সারলেন গায়ক, জানুন পাত্রীর পরিচয়

বিনোদন ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২৫ ডিসেম্বর ২৪ ২০:৩৩:২৫
আসিফ আকবর: ছোট ছেলের বিয়ে সারলেন গায়ক, জানুন পাত্রীর পরিচয়

পারিবারিক আমেজে দ্বিতীয়বারের মতো বড় কোনো উৎসব উদযাপন করছেন বাংলা গানের জনপ্রিয় নক্ষত্র আসিফ আকবর। বড় ছেলের শুভ পরিণয়ের তিন বছর পার হতে না হতেই এবার ছোট ছেলের জীবনের নতুন ইনিংস শুরু হলো। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) আসিফ আকবরের কনিষ্ঠ পুত্র শাফায়াত আসিফ রুদ্র বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে বিয়ের ছবি প্রকাশ করে ভক্তদের এই খুশির সংবাদটি নিজেই দিয়েছেন গায়ক।

ব্রাহ্মণবাড়িয়ার সাথে নতুন আত্মীয়তা

আসিফ আকবরের ঘরে আসা নতুন বৌমার নাম লামিয়া তানজিম শ্রেয়সী। তিনি জনাব বাদল শাহরিয়ারের কন্যা। এই বিয়ের মাধ্যমে আসিফ আকবর এখন ব্রাহ্মণবাড়িয়ার বেয়াই হলেন। নিজের উচ্ছ্বাস প্রকাশ করে তিনি ফেসবুকে লিখেছেন, ‘এবার আত্মীয়তা ব্রাহ্মণবাড়িয়ায়।’ রুদ্র ও শ্রেয়সীর এই মিলনকে কেন্দ্র করে দুই পরিবারেই বইছে আনন্দের বন্যা।

নবদম্পতির জন্য দোয়া প্রার্থনা

ছেলের বিয়ের মুহূর্তগুলো অনুরাগীদের সঙ্গে শেয়ার করে আসিফ আকবর সবার কাছে দোয়া চেয়েছেন। তিনি নবদম্পতির সুন্দর ও সুখী দাম্পত্য জীবনের কামনা করে লেখেন, ‘রুদ্র ও শ্রেয়সী জীবনের এক নতুন ধাপে পা রাখল। তাদের আগামীর পথচলা যেন সুখের হয়, সে জন্য আপনারা সবাই দোয়া করবেন।’ ছবিতে বর-বধূর সাজে নবদম্পতিকে বেশ চমৎকার লাগছিল।

কানাডা থেকে আসতে পারেননি বড় ছেলে

বাড়িতে উৎসব চললেও গায়কের মনে কিছুটা অপূর্ণতা ছিল বড় ছেলে ও বড় বৌমার অনুপস্থিতিতে। আসিফ জানান, তাঁর বড় ছেলে শাফকাত আসিফ রণ বর্তমানে কানাডার টরন্টোতে একটি ব্যাংকে সাইবার সিকিউরিটি বিভাগে কর্মরত। পেশাগত ব্যস্ততার কারণে তিনি ছুটি পাননি। অন্যদিকে, বড় বৌমা ইসমাত শেহরীন ঈশিতারও টরন্টোতে পরীক্ষা চলায় তারা সশরীরে উপস্থিত হতে পারেননি। এ নিয়ে কিছুটা আবেগপ্রবণ হয়ে আসিফ লেখেন, ‘তাদের খুব মিস করছি, আর এটাই জীবন।’

ভক্তদের প্রতি ভালোবাসা

বরাবরের মতোই সামাজিক যোগাযোগমাধ্যমে আসিফের এই পোস্টটি মুহূর্তেই ভাইরাল হয়। ভক্তদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে এবং সবার সুস্বাস্থ্য কামনা করে তিনি তাঁর বার্তার ইতি টানেন ‘ভালোবাসা অবিরাম’ লিখে।

আল-মামুন/

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ