ঢাকা, বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর ২০২৫, ২০ ভাদ্র ১৪৩২

দু’দিন ধরে তেঁতুলিয়া থেকে দেখা যাচ্ছে রাজকীয় কাঞ্চনজঙ্ঘা

সারাদেশ ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২৫ সেপ্টেম্বর ০৩ ১২:০৪:২৮
দু’দিন ধরে তেঁতুলিয়া থেকে দেখা যাচ্ছে রাজকীয় কাঞ্চনজঙ্ঘা

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের সর্বউত্তরের জেলা পঞ্চগড়ের তেঁতুলিয়া যেন এদিনগুলোতে পরিণত হয়েছে প্রকৃতিপ্রেমীদের জন্য এক স্বর্গরাজ্যে। টানা দু’দিন ধরে স্থানীয়রা প্রত্যক্ষ করছেন বিশ্বের তৃতীয় উচ্চতম পর্বতশৃঙ্গ কাঞ্চনজঙ্ঘার ঝলমলে সৌন্দর্য।

সোমবার সকালে আকাশ পরিষ্কার থাকায় সামান্য দেখা মিলেছিল বরফে মোড়ানো এ শৃঙ্গের। তবে মঙ্গলবার সকাল থেকে বিকেল পর্যন্ত আরও পরিষ্কার ও উজ্জ্বলভাবে ধরা দেয় হিমালয়ের এই মহিমান্বিত চূড়া। নীল আকাশের পটভূমিতে ভেসে ওঠা কাঞ্চনজঙ্ঘা মুহূর্তেই স্থানীয়দের মুগ্ধ করে এবং সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে নানা ছবি ও ভিডিও।

পঞ্চগড় সদর, বোদা, আটোয়ারীসহ জেলার বিভিন্ন এলাকা থেকে লোকজন এই দৃশ্য উপভোগ করেছেন। কেউ ক্যামেরায় ধরে রেখেছেন, আবার কেউ পরিবার-পরিজন নিয়ে একসঙ্গে বসে উপভোগ করেছেন প্রকৃতির এই বিরল উপহার।

রংপুর থেকে ঘুরতে আসা মামুন ইসলাম তার অভিজ্ঞতা বর্ণনা করতে গিয়ে বলেন, “ডাকবাংলো পিকনিক কর্নারে দাঁড়িয়েই হঠাৎ চোখে পড়ে কাঞ্চনজঙ্ঘা। এমন দৃশ্য জীবনে খুব কমই দেখা যায়। সঙ্গে সঙ্গে মোবাইলে কয়েকটা ছবি তুলে রাখলাম।”

এলাকার বাসিন্দা ফরিদ হোসেনের ভাষায়, “আজ আকাশ একেবারে নির্মল হয়ে গিয়েছিল। তখনই স্পষ্ট দেখা গেল কাঞ্চনজঙ্ঘা। সবাই যেন উৎসবের আমেজে উপভোগ করেছে।”

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় জানিয়েছেন, “দু’দিন ধরে আবহাওয়া অনুকূলে থাকায় এ দৃশ্য দেখা যাচ্ছে। তবে সামনের এক সপ্তাহে মেঘ ও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ফলে কিছুদিন হয়তো কাঞ্চনজঙ্ঘা আর দেখা নাও যেতে পারে।”

উল্লেখ্য, প্রতিবছর সেপ্টেম্বর থেকে মার্চ মাসের মধ্যে তেঁতুলিয়া থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যায়, তবে অক্টোবর-নভেম্বর সময়ে সবচেয়ে পরিষ্কারভাবে মেলে এর ঝলক। তাই প্রকৃতিপ্রেমী ও পর্যটকদের কাছে এ সময়টি বিশেষ আকর্ষণের হয়ে ওঠে।

প্রকৃতির এ বিরল সৌন্দর্য যেন চোখের সামনে এক রাজকীয় শ্বেতশুভ্র দুর্গ—যা ভাগ্যবান দর্শনার্থীদের জন্য সত্যিই এক স্মরণীয় অভিজ্ঞতা।

তানভির ইসলাম/

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ