ঢাকা, শুক্রবার, ৫ সেপ্টেম্বর ২০২৫, ২১ ভাদ্র ১৪৩২

এসএসসি ও সমমান পরীক্ষার বৃত্তির তালিকা প্রকাশ

শিক্ষা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২৫ সেপ্টেম্বর ০৫ ১৪:৫৯:৫১
এসএসসি ও সমমান পরীক্ষার বৃত্তির তালিকা প্রকাশ

অপেক্ষার অবসান ঘটিয়ে এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফলের ভিত্তিতে দেশের সব শিক্ষা বোর্ড কর্তৃক বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের তালিকা আজ প্রকাশ করা হয়েছে। বৃহস্পতিবার বিভিন্ন শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে বৃত্তি সংক্রান্ত গেজেট আপলোড করা হয়, যেখানে মেধাবী ও সাধারণ উভয় প্রকারের বৃত্তিপ্রাপ্তদের নাম ঘোষণা করা হয়েছে।

শিক্ষা বোর্ডগুলোর দেওয়া তথ্য অনুযায়ী, মেধাবৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা প্রতি মাসে ৬০০ টাকা হারে আর্থিক সহায়তা পাবে, যা তাদের পড়াশোনার খরচ মেটাতে সহায়ক হবে। এছাড়াও, তারা বছরে একবার ৯০০ টাকা এককালীন অনুদান লাভ করবে।

অন্যদিকে, সাধারণ বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের জন্য মাসিক ৩৫০ টাকা হারে বৃত্তি এবং বছরে এককালীন ৪৫০ টাকা প্রদানের ঘোষণা করা হয়েছে। সরকারের রাজস্ব বাজেটের 'বৃত্তি-মেধাবৃত্তি' খাত থেকে এই বৃত্তির সমুদয় অর্থ বরাদ্দ করা হবে বলে সংশ্লিষ্ট নির্ভরযোগ্য সূত্র নিশ্চিত করেছে।

উল্লেখ্য, এবারের মেধাবৃত্তি প্রদান করা হয়েছে সেসব নিয়মিত শিক্ষার্থীদের যারা এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ অর্জন করে কৃতিত্ব দেখিয়েছেন। সাধারণ বৃত্তির ক্ষেত্রে, বোর্ডের আওতাধীন প্রতিটি উপজেলা থেকে দুইজন ছাত্র ও দুইজন ছাত্রীকে নির্বাচন করা হয়েছে। পাশাপাশি, মেট্রোপলিটন এলাকার প্রতিটি থানায় এলাকা কোটা অনুসরণ করে একজন ছাত্র ও একজন ছাত্রীকে এই সুবিধার আওতায় আনা হয়েছে। এই বৃত্তি নিঃসন্দেহে শিক্ষার্থীদের উচ্চশিক্ষা গ্রহণে উৎসাহিত করবে এবং তাদের শিক্ষাজীবনে নতুন দিগন্ত উন্মোচন করবে।

তানজিদ তামিম/

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ