ঢাকা, বৃহস্পতিবার, ২ অক্টোবর ২০২৫, ১৭ আশ্বিন ১৪৩২

Alamin Islam

Senior Reporter

আইএল টি-টোয়েন্টি: কত দামে দল পেলেন সাকিব-তাসকিন

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২৫ অক্টোবর ০২ ১৮:৩৩:০৯
আইএল টি-টোয়েন্টি: কত দামে দল পেলেন সাকিব-তাসকিন

দীর্ঘ অনিশ্চয়তার পর অবশেষে সংযুক্ত আরব আমিরাতের ইন্টারন্যাশনাল লিগ টি-টোয়েন্টি (আইএল টি-টোয়েন্টি) মাতাতে যাচ্ছেন বাংলাদেশের দুই তারকা ক্রিকেটার সাকিব আল হাসান ও তাসকিন আহমেদ। প্রথম দফার নিলামে অবিক্রিত থাকলেও দ্বিতীয় ডাকে দল পেয়েছেন এই দুই অলরাউন্ডার।

সাকিব-তাসকিনের দল ও মূল্য

ভারতের ধনকুবের মুকেশ আম্বানির মালিকানাধীন দল এমআই এমিরেটস দলে ভিড়িয়েছে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানকে। ৪০ হাজার মার্কিন ডলারে (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪৯ লক্ষ টাকা) সাকিবকে দলে নিয়েছে তারা।

অন্যদিকে, গতিময় পেসার তাসকিন আহমেদকে ৮০ হাজার মার্কিন ডলারে (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৯৮ লক্ষ টাকা) কিনেছে শারজাহ ওয়ারিয়র্স। অর্থাৎ, সাকিবের দ্বিগুণ দামে দল পেয়েছেন তাসকিন।

কে কোন দলে?

সাকিব আল হাসান খেলবেন এমআই এমিরেটসের হয়ে। এই দলে সাকিবের সতীর্থ হিসেবে আছেন জনি বেয়ারস্টো, ক্রিস ওকস, ফজলহক ফারুকি, কামিন্দু মেন্ডিস, উসমান খান, আল্লাহ গজনফর, রোমারিও শেফার্ড, মোহাম্মদ ওয়াসিম এবং আন্দ্রে ফ্লেচারের মতো তারকারা।

তাসকিন আহমেদের দল শারজাহ ওয়ারিয়র্সের স্কোয়াডে রয়েছেন সিকান্দার রাজা, টিম ডেভিড, আদিল রশিদ, টিম সাউদি, দিনেশ কার্তিক, জনসন চার্লস, সৌরভ নেত্রভালকার, জেইডেন সিলস, ডোয়াইন প্রিটোরিয়াস এবং রিচার্ড এনাগারাভার মতো অভিজ্ঞ ও প্রতিভাবান ক্রিকেটাররা।

আইএল টি-টোয়েন্টি: এক নজরে

২০২৩ সালে আইএল টি-টোয়েন্টি লিগের যাত্রা শুরু হলেও, এবারই প্রথম এই লিগের জন্য নিলাম অনুষ্ঠিত হলো। এই নিলামে অবশ্য ভারতের রবিচন্দ্রন অশ্বিন, পাকিস্তানের মোহাম্মদ আমির, সায়েব আইয়ূব, মোহাম্মদ নাওয়াজ এবং ইংল্যান্ডের জেসন রয়ের মতো বেশ কিছু তারকা ক্রিকেটার দল পাননি।

সাকিব ও তাসকিনের অন্তর্ভুক্তি নিঃসন্দেহে লিগে বাংলাদেশি সমর্থকদের আগ্রহ আরও বাড়াবে। এখন দেখার পালা, এই দুই তারকা তাদের নতুন দলের হয়ে কেমন পারফর্ম করেন।

আব্দুর রহিম/

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ