MD. Razib Ali
Senior Reporter
এইচএসসি ফল ২০২৫ আসছে ১৮ অক্টোবরের আগেই! দেখবেন যেভাবে
দেশের লাখো শিক্ষার্থীর অপেক্ষার অবসান ঘটিয়ে দ্রুতই প্রকাশিত হতে চলেছে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল। আগামী ১৮ অক্টোবরের মধ্যেই এই বহু প্রতীক্ষিত ফল ঘোষণা করা হবে বলে নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। ইতিমধ্যেই সারাদেশের সকল শিক্ষা বোর্ডে খাতা মূল্যায়নের কাজ সফলভাবে শেষ হয়েছে।
মঙ্গলবার সকালে ঢাকা পোস্টকে দেওয়া এক সাক্ষাৎকারে আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির আহ্বায়ক ও ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দার এই সুখবর জানিয়েছেন। তিনি বলেন, "দেশের সব শিক্ষা বোর্ডেই খাতা মূল্যায়ন সম্পন্ন হয়েছে। বর্তমানে ফল প্রকাশের জন্য প্রয়োজনীয় কারিগরি কাজগুলো দ্রুতগতিতে চলছে।"অধ্যাপক কামাল উদ্দিন হায়দার আরও উল্লেখ করেন, "১৮ অক্টোবর পরীক্ষা শেষের ৬০ দিন পূর্ণ হবে। আমরা এর আগেই ফল প্রকাশ করার জন্য বদ্ধপরিকর। যদিও ফল প্রকাশের নির্দিষ্ট তারিখ এখনো চূড়ান্ত হয়নি, তবে খুব শীঘ্রই তা জানিয়ে দেওয়া হবে।"
উল্লেখ্য, পাবলিক পরীক্ষা আইন অনুযায়ী, লিখিত পরীক্ষা শেষ হওয়ার ৬০ দিনের মধ্যে ফল প্রকাশ বাধ্যতামূলক। সেই হিসাবে, ১৮ অক্টোবরের মধ্যে ফল প্রকাশের আইনি বাধ্যবাধকতা রয়েছে।
চলতি বছরের এইচএসসি ও সমমানের লিখিত পরীক্ষা ১৯ আগস্ট শেষ হয়, যার ব্যবহারিক পরীক্ষা চলে ২১ থেকে ৩১ আগস্ট পর্যন্ত। এবার মোট ১২ লাখ ৫১ হাজার ১১১ জন শিক্ষার্থী এই গুরুত্বপূর্ণ পরীক্ষায় অংশ নিয়েছিল। এর মধ্যে ৬ লাখ ১৮ হাজার ১৫ জন ছাত্র এবং ৬ লাখ ৩৩ হাজার ৯৬ জন ছাত্রী।
দেশের মোট ১১টি শিক্ষা বোর্ডের অধীনে ২ হাজার ৭৯৭টি কেন্দ্রে এই বৃহৎ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল। পরীক্ষার্থী সংখ্যার দিক থেকে ঢাকা বোর্ড ছিল শীর্ষে, যেখানে ২ লাখ ৯১ হাজার ২৪১ জন অংশ নেয়। অন্যান্য প্রধান বোর্ডের মধ্যে রাজশাহীতে ১ লাখ ৩৩ হাজার ২৪২ জন, কুমিল্লায় ১ লাখ ১ হাজার ৭৫০ জন, যশোরে ১ লাখ ১৬ হাজার ৩১৭ জন, চট্টগ্রামে ১ লাখ ৩৫ জন, বরিশালে ৬১ হাজার ২৫ জন, সিলেটে ৬৯ হাজার ৬৮৩ জন, দিনাজপুরে ১ লাখ ৩ হাজার ৮৩২ জন এবং ময়মনসিংহ বোর্ডে ৭৮ হাজার ২৭৩ জন পরীক্ষার্থী ছিল। এছাড়াও, মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে আলিম পরীক্ষায় ৮৬ হাজার ১০২ জন এবং কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে ১ লাখ ৯ হাজার ৬১১ জন পরীক্ষার্থী অংশ নেয়।
এই দ্রুত ফল প্রকাশের মধ্য দিয়ে শিক্ষার্থীরা তাদের উচ্চশিক্ষার পরবর্তী ধাপের প্রস্তুতি শুরু করতে পারবে।
ফলাফল প্রকাশ পেল এখানেক্লিক করে দেখতে পারবেন।
আল-মামুন/
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- হাইকমান্ডের নির্দেশে বিএনপির ৪০ আসনে রদবদল? তালিকা প্রকাশ!
- বাংলাদেশ বনাম পাকিস্তান ফাইনাল: খেলাটি সরাসরি দেখুন Live
- ব্রাজিল বনাম পর্তুগাল : ৯০ মিনিটের খেলা শেষ, জানুন ফলাফল
- বাংলাদেশ বনাম পাকিস্তান ফাইনাল: সুপার ওভারে শেষ ম্যাচ, জানুন ফলাফল
- ১১৭ ব্রোকারেজ হাউস শাখা বন্ধ, পুঁজি হারাতে বসেছেন ক্ষুদ্র বিনিয়োগকারীরা
- আজ বাংলাদেশ বনাম পাকিস্তান ফাইনাল: কখন, কোথায় ও কিভাবে দেখবেন লাইভ
- আজ বাংলাদেশ বনাম পাকিস্তান ফাইনাল: খেলাটি লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম পর্তুগাল সেমি ফাইনাল: খেলাটি সরাসরি দেখুন Live
- আজকের সোনার দাম:(রবিবার, ২৩ নভেম্বর ২০২৫)
- আজকের সোনার দাম: (সোমবার, ২৪ নভেম্বর ২০২৫)
- আজকের সোনার দাম: ১৮, ২১ ও ২২ ক্যারেট স্বর্ণের ভরির মুল্য তালিকা
- বিএনপির ৪০ আসনে প্রার্থী পরিবর্তন?
- আজ বাংলাদেশ বনাম পাকিস্তান ফাইনাল: খেলাটি সরাসরি Live দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ফাইনাল: ৪ উইকেটে ৫৪, সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম পাকিস্তান ফাইনাল: ম্যাচ সেরা ও টুর্ণামেন্ট সেরা হলেন যে ক্রিকেটার