ঢাকা, মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫, ২৯ আশ্বিন ১৪৩২

MD Zamirul Islam

Senior Reporter

এশিয়ান কাপ বাছাইপর্বে: বাংলাদেশের মূল পর্বে যাওয়ার কঠিন সমীকরণ

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২৫ অক্টোবর ১৪ ১০:৩৫:৩১
এশিয়ান কাপ বাছাইপর্বে: বাংলাদেশের মূল পর্বে যাওয়ার কঠিন সমীকরণ

এশিয়ান কাপ বাছাইপর্বে বাংলাদেশের সামনে এখন এক কঠিন চ্যালেঞ্জ। সর্বশেষ হংকংয়ের বিপক্ষে ৪-৩ গোলের শ্বাসরুদ্ধকর হারটি স্বপ্ন পূরণের পথে কিছুটা বাধা সৃষ্টি করলেও, মূল পর্বে খেলার আশা এখনও শেষ হয়ে যায়নি। হামজা চৌধুরী ও তার সতীর্থদের সামনে এখন এক জটিল সমীকরণ, যা মেলাতে পারলে প্রথমবারের মতো এশিয়ান শ্রেষ্ঠত্বের মঞ্চে দেখা যেতে পারে বাংলাদেশকে।

১০ পয়েন্টের লক্ষ্যে বাংলাদেশ:

বর্তমানে 'সি' গ্রুপে মাত্র ১ পয়েন্ট নিয়ে একেবারে তলানিতে অবস্থান করছে বাংলাদেশ। এশিয়ান কাপের মূল পর্বে সরাসরি জায়গা করে নিতে হলে তাদের জন্য একটিই পথ খোলা – বাকি থাকা তিনটি ম্যাচেই পূর্ণ পয়েন্ট অর্জন করা। অর্থাৎ, ভারত, সিঙ্গাপুর এবং আবারও হংকংয়ের বিপক্ষে জয় নিশ্চিত করতে পারলে বাংলাদেশের মোট পয়েন্ট দাঁড়াবে ১০।

প্রতিদ্বন্দ্বীদের ফলাফলের দিকে তীক্ষ্ণ নজর:

তবে শুধু নিজেদের ম্যাচ জিতলেই হবে না, চোখ রাখতে হবে গ্রুপের অন্য দলগুলোর পারফরম্যান্সের দিকেও। বর্তমানে ৭ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে আছে হংকং। বাংলাদেশের মূল পর্বে যাওয়ার স্বপ্ন পূরণ করতে হলে প্রার্থনা করতে হবে যেন হংকং তাদের বাকি ম্যাচগুলোতে (বিশেষ করে সিঙ্গাপুর ও ভারতের বিপক্ষে) জয়লাভ না করে। যদি হংকং ১০ পয়েন্টে পৌঁছে যায়, তাহলে বাংলাদেশের জন্য সমীকরণটা আরও জটিল হয়ে উঠবে।

ভারত ও সিঙ্গাপুরও মাথাব্যথার কারণ:

বাংলাদেশের জন্য আরও দুটি গুরুত্বপূর্ণ ম্যাচ হলো ভারতের বিপক্ষে। ভারতকে হারাতে পারলে তাদের নিয়ে একটি দুশ্চিন্তা কমবে। একইসাথে, সিঙ্গাপুরের দিকেও সতর্ক নজর রাখতে হবে। কোনো অবস্থাতেই সিঙ্গাপুর যেন ১০ পয়েন্ট ছুঁতে না পারে, সেদিকে লক্ষ্য রাখতে হবে।

সব মিলিয়ে, এশিয়ান কাপের মূল পর্বে যেতে বাংলাদেশকে এখন কঠোর পরিশ্রমের পাশাপাশি ভাগ্যের সহায়তাও চাইতে হবে। নিজেদের বাকি তিনটি ম্যাচে জয়লাভের পাশাপাশি, হংকং এবং সিঙ্গাপুরের ফলাফলের উপরও তাদের ভাগ্য নির্ভর করছে। এই জটিল সমীকরণ মেলাতে পারলেই বাংলাদেশের ফুটবলপ্রেমীদের দীর্ঘদিনের স্বপ্ন পূরণ হতে পারে।

আল-মামুন/

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ