বিশ্বকাপে বাংলাদেশ না থাকায় আক্ষেপ করে যা বললেন রশিদ খান
চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অনুপস্থিতি উপমহাদেশের ক্রিকেট মহলে এক বড় শূন্যতা তৈরি করেছে। টাইগার ভক্তদের সেই চেনা উন্মাদনা ছাড়া বিশ্বকাপের মূল জৌলুস যেন অনেকটাই ফিকে—এমনটাই মনে করছেন ক্রীড়া বিশ্লেষকরা। এই পরিস্থিতিতে ক্রিকেট ও রাজনীতির সংঘাত নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন আফগান ক্রিকেটের পোস্টার বয় রশিদ খান।
সম্প্রতি ভারতীয় মাধ্যম ‘স্পোর্টস তাক’-কে দেওয়া একটি ভিডিও সাক্ষাৎকারে রশিদ খান সরাসরি আঙুল তুলেছেন খেলার মাঠে রাজনীতির অনাকাঙ্ক্ষিত প্রবেশের দিকে। তার মতে, মাঠের লড়াইয়ে যখন কূটনৈতিক সমীকরণ প্রাধান্য পায়, তখন ক্রিকেটের নান্দনিকতা হারায়।
পর্দার আড়ালের সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন
সাক্ষাৎকারে বাংলাদেশের নাম সরাসরি উচ্চারণ না করলেও রশিদ ইঙ্গিতে বুঝিয়ে দিয়েছেন, অনেক ক্ষেত্রেই গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো খেলোয়াড়দের ইচ্ছা-অনিচ্ছার ওপর নির্ভর করে না। তিনি বলেন, “সর্বত্রই বলা হয় খেলাধুলা এবং রাজনীতিকে এক করা উচিত নয়। যদি এই দর্শনে বিশ্বাস রাখা হয়, তবে বাস্তবেও তার প্রতিফলন থাকা জরুরি। আসলে নীতিনির্ধারক বা প্রভাবশালী ব্যক্তিরাই এসব সিদ্ধান্ত নেন, তাই এখানে আমার মন্তব্য করার সুযোগ কম।”
আফগান এই লেগস্পিনারের প্রত্যাশা, বড় পদের দায়িত্বে থাকা ব্যক্তিরা যেন সংকীর্ণ রাজনীতির ঊর্ধ্বে উঠে ক্রিকেটের বৃহত্তর স্বার্থকে প্রাধান্য দেন।
সম্প্রীতির সেতুবন্ধন যখন ক্রিকেট
রশিদ খানের কাছে ক্রিকেট মানে কেবল একটি ম্যাচ নয়, বরং এটি বিভিন্ন জাতির মধ্যে ঐক্যের যোগসূত্র। তিনি বিশ্বাস করেন, ক্রিকেট এমন এক শক্তি যা মানুষকে বিবাদের বদলে মৈত্রীর বন্ধনে আবদ্ধ করে। রশিদের ভাষ্যমতে, “যদি এটি আমার নিজ দেশের বিষয় হতো, তবে আমি হয়তো আরও জোরালোভাবে কথা বলতাম। তবে এটা মানতেই হবে যে, খেলাধুলা মানুষের মধ্যে সেতুবন্ধন তৈরির শ্রেষ্ঠ মাধ্যম।”
আফগান ক্রিকেটের উদাহরণ
নিজের দেশের রূপান্তরের গল্প শুনিয়ে রশিদ জানান, কীভাবে ক্রিকেট একটি জাতির পরিচয় বদলে দিতে পারে। যুদ্ধজর্জরিত আফগানিস্তান আজ বিশ্ব ক্রিকেটে যে সমীহ আদায় করে নিয়েছে, তা সম্ভব হয়েছে কেবল খেলার মাধ্যমেই। তিনি যোগ করেন, “আফগানিস্তানের জন্য ক্রিকেট যা অর্জন করেছে, অন্য কোনো উপায়ে তা সম্ভব ছিল না। আজ সারা বিশ্ব যখন আফগানিস্তানের নাম শোনে, তখন তাদের চোখে আমাদের ক্রিকেটারদের ছবিই ভেসে ওঠে।”
রশিদের এই স্পষ্ট বক্তব্য বিশ্বজুড়ে ক্রিকেট ভক্তদের মধ্যে নতুন বিতর্কের খোরাক দিয়েছে। বিশেষজ্ঞরা মনে করছেন, মাঠের লড়াইকে রাজনীতির চশমা দিয়ে দেখার প্রবণতা চলতে থাকলে ক্রিকেটের বিশ্বজনীন আবেদন আরও ক্ষতিগ্রস্ত হতে পারে।
তানভির ইসলাম/
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- আজকের স্বর্ণের দাম: (শুক্রবার, ৩০ জানুয়ারি ২০২৬)
- সোনালী পেপার দ্বিতীয় প্রান্তিক প্রকাশ: ইপিএস ও ক্যাশফ্লোতে বড় পরিবর্তন
- ওয়াটা কেমিক্যালস: মুনাফায় বিশাল লাফ, দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- কনফিডেন্স সিমেন্ট ও ইন্দো-বাংলাসহ ৫ কোম্পানির দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- সরকারি ৭ কোম্পানির মুনাফায় ৪৭ শতাংশের বিশাল লাফ
- ওরিয়ন ফার্মা: দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- মতিন স্পিনিং: দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- বড় প্রবৃদ্ধিতে স্কয়ার ফার্মা: দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- এক লাফে ভরিতে ৩০ হাজার টাকা কমলো স্বর্ণের দাম
- শবে বরাতের রোজা কবে কখন? জানুন তারিখ ও সময়সূচি
- গ্লোবাল হেভি কেমিক্যালস: দ্বিতীয় প্রান্তিকের আর্থিক চিত্র প্রকাশ
- বারাকা পতেঙ্গা পাওয়ারের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ: ইপিএস শক্তিশালী
- সালভো অর্গানিক: দ্বিতীয় প্রান্তিক প্রকাশ, বেড়েছে মুনাফা
- বিবিএস কেবলস: দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- বারাকা পাওয়ারের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ: আয় বেড়েছে