ঢাকা, বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫, ১ কার্তিক ১৪৩২

MD. Razib Ali

Senior Reporter

ঢাকা বোর্ড প্রধান:

এইচএসসি পরীক্ষার ফলাফলে বড় ধস: জানা গেল আসল কারণ

শিক্ষা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২৫ অক্টোবর ১৬ ১৩:৩৪:১৪
এইচএসসি পরীক্ষার ফলাফলে বড় ধস: জানা গেল আসল কারণ

২০২৫ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফলে এক নজিরবিহীন ধস নেমেছে, যা শিক্ষার্থী, অভিভাবক এবং শিক্ষাবিদদের মধ্যে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। গত বছর যেখানে পাশের হার ছিল ৭৮.৭৭ শতাংশ, সেখানে এবার তা ১৯.৯৫ শতাংশ কমে দাঁড়িয়েছে মাত্র ৫৮.৮৩ শতাংশ। এই আকস্মিক ফলাফলের পেছনে কী কারণ, তা নিয়ে চলছে নানা বিশ্লেষণ। তবে এবার আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি এবং ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. খন্দোকার এহসানুল কবির এই ফলাফলের পেছনের কারণ এবং ভবিষ্যৎ করণীয় সম্পর্কে নিজের মতামত জানিয়েছেন।

শিক্ষার্থীদের পড়ালেখায় বিমুখতা: মূল কারণ

বৃহস্পতিবার সকালে এইচএসসি ও সমমানের ফল প্রকাশ উপলক্ষে আয়োজিত মতবিনিময় সভায় অধ্যাপক ড. খন্দোকার এহসানুল কবির ফলাফলের এই ধসের জন্য সরাসরি শিক্ষার্থীদের পড়ালেখায় বিমুখতাকে দায়ী করেছেন। তিনি বলেন, "শিক্ষার্থীরা পড়ালেখার ব্যাপারে অনেকটাই বিমুখ। তারা অনেকটাই পড়ার টেবিল থেকে দূরে ছিলো বলে আমাদের ধারণা।" তার এই মন্তব্যে বোঝা যায়, বোর্ড কর্তৃপক্ষ মনে করছে যে শিক্ষার্থীদের মধ্যে পড়াশোনার প্রতি আগ্রহের অভাবই এই ফলাফলের মূল কারণ।

করণীয় নিয়ে বোর্ড প্রধানের নির্দেশনা

এমন ফলাফলের পর করণীয় কী, তা নিয়েও কথা বলেছেন বোর্ড চেয়ারম্যান। তিনি জোর দিয়েছেন সম্মিলিত প্রচেষ্টার ওপর। তার মতে, "এই ফল নিয়ে আমাদের চর্চা করতে হবে। শিক্ষার্থীদেরও বসতে হবে। আমরাও শিক্ষক ছিলাম দেখেছি। প্রতিটা শিক্ষাপ্রতিষ্ঠান এটা নিয়ে বসতে হবে, শিক্ষাবোর্ডগুলোকে বসতে হবে।" তিনি আরও জানান যে, যেসব শিক্ষাপ্রতিষ্ঠানে শতভাগ ফেল করেছে, তাদের মোটিভেট করার জন্য বোর্ড পদক্ষেপ নেবে এবং যারা পাস করেছে, তাদের অভিনন্দন জানানো হবে।

ফেল করা শিক্ষার্থীদের প্রতি বার্তা

যারা এবার পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেননি, তাদের হতাশ না হওয়ার আহ্বান জানিয়েছেন অধ্যাপক এহসানুল কবির। তিনি বলেন, "যারা ফেল করেছেন তাদের বলবো এই ফলকে জীবনের চূড়ান্ত মূল্যায়ন হিসেবে এটি বিবেচনা করবেন না।" একইসাথে তিনি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে আহ্বান জানিয়েছেন যেন তারা ফেল করা শিক্ষার্থীদের খোঁজ-খবর নেন এবং তাদের পাশে দাঁড়ান।

"খারাপ" নয়, "বাস্তবতা": বোর্ড প্রধান

ফলাফল "ভালো না খারাপ" সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে অধ্যাপক এহসানুল কবির বলেন, "এই ফলকে খারাপ বলা ঠিক নাকি রিয়েল বলবো? আমি তো মনে করি এটা বাস্তবতা। খারাপ ভালো তুলনামূলনামূলক বিষয়। বেশ কিছু জায়গায় কমে গেছে। এটি হলো বাস্তবতা।" তিনি উদাহরণ হিসেবে ঢাকা মহানগরীর ফলাফলের কথা উল্লেখ করে বলেন যে, সেখানে ১৬ শতাংশ ফেল করেছে, যা একটি বড় বিষয়। তিনি আরও স্পষ্ট করেন যে, এবার পাশের হার বাড়ানোর জন্য কোনো ছাড় দেওয়ার নির্দেশনা ছিল না এবং সরকার নিয়ম মেনেই সব পরীক্ষা ও ফলাফল প্রক্রিয়া সম্পন্ন করার নির্দেশনা দিয়েছিল।

এই ফলাফলের পরিপ্রেক্ষিতে দেশের শিক্ষা ব্যবস্থার ওপর চাপ সৃষ্টি হয়েছে এবং শিক্ষার্থীদের পড়ালেখার প্রতি আগ্রহ বাড়াতে ও তাদের ভালো ফলাফলের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে সংশ্লিষ্ট সকলকে আরও বেশি সচেষ্ট হতে হবে।

আব্দুর রহিম/

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ