ঢাকা, রবিবার, ২৬ অক্টোবর ২০২৫, ১১ কার্তিক ১৪৩২

MD. Razib Ali

Senior Reporter

মেট্রোরেল: বিয়ারিং প্যাড খুলে পড়ার রহস্য ভেদ, জানা গেল কারণ

জাতীয় ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২৫ অক্টোবর ২৬ ১৫:২০:১৬
মেট্রোরেল: বিয়ারিং প্যাড খুলে পড়ার রহস্য ভেদ, জানা গেল কারণ

রাজধানীর ফার্মগেট এলাকায় মেট্রো রেলের একটি বিয়ারিং প্যাড খসে পড়ে এক পথচারীর মৃত্যু হয়েছে। আজ রবিবার (২৬ অক্টোবর) দুপুর সোয়া ১২টার দিকে কৃষিবিদ ইনস্টিটিউটের সামনে ফার্মগেট মেট্রো স্টেশন-সংলগ্ন স্থানে এই দুর্ঘটনা ঘটে। এই ঘটনার পর মেট্রো রেলের চলাচল সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছে।

বিয়ারিং প্যাডের গুরুত্ব ও কার্যকারিতা

বড় বড় সেতু বা উড়ালপথের কাঠামো নির্মাণে বিয়ারিং প্যাড ব্যবহার করা হয়। এটি হলো পিলারের সঙ্গে উড়াল পথের সংযোগস্থলে স্থাপিত রাবারের তৈরি একটি বিশেষ উপাদান। এর প্রধান ভূমিকা হলো যানবাহনের চাপকে সরাসরি পিলারে না দিয়ে মাটির দিকে স্থানান্তরিত করা। মেট্রো রেলের লাইনের নিচে উড়ালপথের পিলারের সাথে থাকা এই রাবারের বিয়ারিং প্যাডগুলোর আনুমানিক ওজন ১৪০ থেকে ১৫০ কেজি। এই প্যাডগুলো ছাড়া ট্রেন চলাচল করলে উড়ালপথ দেবে যাওয়া বা সরে যাওয়ার ঝুঁকি থাকে।

বিশেষজ্ঞদের পর্যবেক্ষণ: নকশাতেই গলদ

বিশেষজ্ঞদের ধারণা, মেট্রো রেলের ভায়াডাক্টের নকশায় ত্রুটি থাকার কারণেই রাবারের বিয়ারিং প্যাড বারবার খুলে যাচ্ছে। তারা বলছেন, প্যাডটিকে পিলারের সঙ্গে স্থির রাখার ব্যবস্থা দুর্বল হওয়ায় এটি খুলে পড়েছে।

এই সমস্যার দীর্ঘস্থায়ী সমাধান দিতে বিশেষজ্ঞরা রাবারের বিয়ারিংয়ের ব্যবহার বন্ধের পরামর্শ দিয়েছেন। তাদের মত, এর পরিবর্তে উন্নত প্রযুক্তিনির্ভর, টেকসই এবং বেশি চাপ বহন করতে সক্ষম 'প্যাড বিয়ারিং' ব্যবহার করা উচিত।

এর আগে গত বুধবার (১৮ সেপ্টেম্বর) খামারবাড়ি এলাকায়ও মেট্রোর একটি পিলার থেকে বিয়ারিং প্যাড খুলে গিয়েছিল। সেই ঘটনার ফলে আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত ট্রেন চলাচল প্রায় ১১ ঘণ্টা বন্ধ রাখতে হয়েছিল।

তানভির ইসলাম/

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ