MD. Razib Ali
Senior Reporter
বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড: জয়-শান্তর সেঞ্চুরিতে বিশাল লিড নিয়ে ইনিংস ঘোষণা
সিলেট টেস্ট (BAN vs IRE): সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টের তৃতীয় দিনে বিশাল রানের পাহাড় গড়ে ইনিংস ঘোষণা করেছে বাংলাদেশ। নিজেদের প্রথম ইনিংসে ৮ উইকেটে ৫৮৭ রান তুলে ইনিংস ঘোষণা করে স্বাগতিকরা। জবাবে আয়ারল্যান্ড তাদের প্রথম ইনিংসে ২৮৬ রানে গুটিয়ে গেলে বাংলাদেশ ৩০১ রানের বিশাল লিড পায়।
ব্যাটিং দৃঢ়তায় বাংলাদেশের রানের পাহাড়
বাংলাদেশ তাদের প্রথম ইনিংসে ব্যাট হাতে দেখিয়েছে দারুণ আধিপত্য। দলের হয়ে তিন জন ব্যাটসম্যান ৮০-র বেশি রান করেন, যার মধ্যে দুটি ছিল দুর্দান্ত সেঞ্চুরি। তরুণ ওপেনার মাহমুদুল হাসান জয় ২৮৬ বলে ১৭১ রানের এক মহাকাব্যিক ইনিংস খেলেন, যেখানে ছিল ১৪টি চার ও ৪টি ছয়। তাকে যোগ্য সঙ্গ দেন আরেক ওপেনার সাদমান ইসলাম, যিনি ১০৪ বলে ৮০ রান করে আউট হন।
মিডল অর্ডারে দলের হাল ধরেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত (c) এবং অভিজ্ঞ মুমিনুল হক। শান্ত মাত্র ১১৪ বলে ১৪টি চারের সাহায্যে ১০০ রানের ঝলমলে সেঞ্চুরি হাঁকান। অন্যদিকে, মুমিনুল ৮২ রান করে দলকে বড় সংগ্রহের দিকে এগিয়ে দেন। দ্রুত রান তুলে দলকে ৫৫০ রানের গন্ডি পার করান উইকেটরক্ষক লিটন দাস (60)।
আয়ারল্যান্ডের হয়ে এই বিশাল সংগ্রহের মাঝেও দারুণ বোলিং করেছেন স্পিনার ম্যাথু হামফ্রেস, যিনি ১৭০ রান খরচায় একাই তুলে নেন ৫টি গুরুত্বপূর্ণ উইকেট। এছাড়া ব্যারি ম্যাকার্থি পান ২টি উইকেট।
আয়ারল্যান্ডের ব্যাটিংয়ে স্টার্লিং-কারমাইকেলের প্রতিরোধ
বাংলাদেশের ৫৮৭ রানের জবাবে ব্যাট করতে নেমে আইরিশরা ২৮৬ রানে অলআউট হয়ে ফলো-অনে এড়াতে ব্যর্থ হয়। যদিও তাদের ইনিংসে দেখা গেছে কিছু ভালো প্রতিরোধ। দলের হয়ে সর্বোচ্চ রান আসে পল স্টার্লিং-এর ব্যাট থেকে, যিনি ৯টি চারের সাহায্যে ৬০ রান করেন।
তিন নম্বরে নামা কেড কারমাইকেল বেশ সময় ধরে উইকেটে টিকে থেকে ১২৯ বলে ৭টি চারের মাধ্যমে ৫৯ রান করেন। এছাড়া, কার্টিস ক্যাম্পার (44), লরকান টাকার (41) এবং জর্ডান নেইল (30) কিছুটা প্রতিরোধ গড়ার চেষ্টা করেন।
কিন্তু বাংলাদেশের স্পিন আক্রমণের সামনে আয়ারল্যান্ডের মিডল এবং লোয়ার অর্ডার দাঁড়াতে পারেনি।
স্পিন বিষে নীল আইরিশরা; মিরাজের ৩ উইকেট
বাংলাদেশের হয়ে বল হাতে উজ্জ্বল ছিলেন স্পিনাররা। অফ-স্পিনার মেহেদী হাসান মিরাজ ২৩ ওভার বল করে মাত্র ৫০ রান দিয়ে তুলে নেন ৩টি গুরুত্বপূর্ণ উইকেট। বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম ও হাসান মুরাদ উভয়েই ২টি করে উইকেট শিকার করেন। ডেব্যুট্যান্ট পেসার হাসান মাহমুদও ৪২ রান দিয়ে ২ উইকেট নিয়ে বাংলাদেশের লিড নিশ্চিত করতে সাহায্য করেন।
প্রথম ইনিংসে ৩০১ রানের বিশাল লিড পাওয়ায় বাংলাদেশ এখন চতুর্থ দিনে আইরিশদের ওপর চাপ সৃষ্টি করার সুযোগ পাচ্ছে। ফলো-অন করাবে নাকি ব্যাট করে আরও বড় লক্ষ্য দেবে, তা নিয়েই চলছে জল্পনা।
আল-মামুন/
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড: জয় ও সাদমানের ফিফটি, দেখনু সরাসরি (Live)
- বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড: লিড নিল বাংলাদেশ, দেখেনিন সর্বশেষ স্কোর
- বিএনপির ২৩ আসনে প্রার্থী পরিবর্তন! আসছে নতুন ১১ প্রার্থী
- মেট্রো স্পিনিংয়ের ডিভিডেন্ড ঘোষণা
- বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড: বিশাল লিড বাংলাদেশের, দেখেনিন স্কোর
- শেয়ারবাজারে বড় খবর: বিএসইসি’র ‘মার্জিন বিধিমালা ২০২৫’ নিয়ে নতুন সিদ্ধান্ত
- বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড প্রথম টেস্ট: প্রথম দিনের খেলা শেষ, জেনে নিন সংক্ষিপ্ত স্কোর
- ২৩ আসনে প্রার্থী পরিবর্তন! ১১ আসনে নতুন প্রার্থীবিএনপির
- ওরিয়ন ফার্মার ডিভিডেন্ড ঘোষণা
- বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড: অল-আউটের পথে আয়ারল্যান্ড, দেখে নিন সর্বশেষ স্কোর
- বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড দ্বিতীয় দিন শেষ: জয়ের ১৬৯, সাদমান ও মুমিনুলের ফিফটি
- বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড: মিরাজের ঘূর্ণিতে প্রথম ইনিংসে অল-আউট আয়ারল্যান্ড
- শেয়ারবাজারের তালিকাভুক্ত ২৪ কোম্পানির ইপিএস প্রকাশ, জানুন এক নজরে
- বাংলাদেশ শিপিং করপোরেশনেরনগদ লভ্যাংশ ঘোষণা
- সী পার্ল বিচের প্রথম প্রান্তিকের ইপিএস প্রকাশ