ঢাকা, শনিবার, ৬ ডিসেম্বর ২০২৫, ২২ অগ্রহায়ণ ১৪৩২

Md. Mithon Sheikh

Senior Reporter

ভারত বনাম দক্ষিণ আফ্রিকা: শেষ সিরিজ নির্ধারণী ম্যাচ, জানুন ফলাফল

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২৫ ডিসেম্বর ০৬ ২২:০৫:২৬
ভারত বনাম দক্ষিণ আফ্রিকা: শেষ সিরিজ নির্ধারণী ম্যাচ, জানুন ফলাফল

টসের দুর্ভাগ্য কাটিয়ে এবার ভাগ্য ফিরল ভারতের। দলের অধিনায়ক কেএল রাহুল একটু ভিন্ন কায়দায় বাম হাতে কয়েন ঘুরিয়ে এই সিরিজে প্রথমবার টস জিততে সক্ষম হন। টস জেতার পর তিনি প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন।

ভারতের দুই পেসার আর্চদীপ সিং এবং হর্ষিত রানা শুরুর দিকে পিচের আর্দ্রতা কাজে লাগিয়ে দক্ষিণ আফ্রিকাকে চেপে ধরলেও, কুইন্টন ডি কক দ্রুত দলের হাল ধরেন। এই সিরিজে বাজে বোলিংয়ের জন্য সমালোচিত প্রসিদ্ধ কৃষ্ণার ওপর চড়াও হয়ে তিনি দুর্দান্ত এক সেঞ্চুরি তুলে নেন। ভারতের বিপক্ষে কোনো বিদেশি ব্যাটসম্যানের এটাই সর্বোচ্চ সংখ্যক ওয়ানডে সেঞ্চুরির নজির। ডি কক ৪ ছক্কা ও ৮ বাউন্ডারিতে মাত্র ৮৯ বলে ১০৬ রান করে আউট হন।

তবে শতকের পর ডি কককে আউট করে ভারতকে খেলায় ফেরান প্রসিদ্ধ কৃষ্ণাই। এরপরের গল্পটা চায়নাম্যান স্পিনার কুলদীপ যাদবের। এই সিরিজে প্রথমবার শুকনো বলে খেলার সুযোগ পেয়েই তিনি জাদু দেখান। দ্রুত মিডল অর্ডার ভেঙে দেন এই স্পিনার। প্রসিদ্ধ কৃষ্ণ ও কুলদীপ যাদব—দুজনেই ৪টি করে উইকেট তুলে নিয়ে দক্ষিণ আফ্রিকাকে ২৭০ রানে আটকে দেন।

জয়সওয়াল-রোহিতের ভিত, কোহলির ফিনিশিং

২৭০ রানের সহজ লক্ষ্য তাড়া করতে নেমে ওপেনিং জুটিতেই বিশাল এক জুটি গড়েন যশস্বী জয়সওয়াল ও অধিনায়ক রোহিত শর্মা। দুজন মিলে ১৫৫ রানের জুটি গড়ে জয়ের ভিত তৈরি করেন। শেষ দিকে আরও দশ ওভারের বেশি হাতে রেখেই লক্ষ্যে পৌঁছে যায় ভারত।

আহত শুভমান গিলের জায়গায় দলে সুযোগ পাওয়া তরুণ জয়সওয়ালকে শুরুর দিকে সময় দেন অভিজ্ঞ রোহিত। রোহিত শর্মা তার ৩৪তম ওডিআই সেঞ্চুরি থেকে মাত্র ২৫ রান দূরে থাকতে ৭২ বলে ৭৫ রান করে আউট হন।

রোহিতের বিদায়ের পর জয়সওয়াল নিজের ব্যাটিংয়ের গতি বাড়ান। ৭৫ বলে ফিফটি করার পর, তিনি মাত্র আরও ৩৬ বলে নিজের শতরান পূর্ণ করে প্রথম ওয়ানডে সেঞ্চুরি তুলে নেন। তার অপরাজিত ১১৬ রানের ইনিংসটি ভারতকে সহজ জয় এনে দেয়। এই সেঞ্চুরির মাধ্যমে তিনি ক্রিকেটের সব ফরম্যাটে (টেস্ট, ওয়ানডে, টি-টোয়েন্টি) সেঞ্চুরি করার তালিকায় নিজের নাম লেখালেন।

রোহিতের আউটের পর মাঠে নামেন বিরাট কোহলি। তিনি আরো একবার তার খেলার উন্নতি দেখান। কোহলি ৪৫ বলে ৬টি ছক্কা সহ অপরাজিত ৬৫ রানের ইনিংস খেলেন। এই সিরিজে ১২টি ছয় মেরে তিনি ওয়ানডে সিরিজের ইতিহাসে নিজের আগের সর্বোচ্চ ছয়ের রেকর্ডও ভেঙে দিয়েছেন।

ভারতের এই বিশাল জয়ে, সহজে সিরিজ ২-১ ব্যবধানে জিতে নিল স্বাগতিকরা।

সংক্ষিপ্ত স্কোর:

ভারত ২৭৪/১ (জয়সওয়াল ১১৬ অপরাজিত, রোহিত ৭৫, কোহলি ৬৫ অপরাজিত) ৯ উইকেটে হারিয়েছে

দক্ষিণ আফ্রিকা ২৭০ (ডি কক ১০৬, কুলদীপ ৪/৪১, প্রসিদ্ধ ৪/৬৬)।

আল-মামুন/

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ