ঢাকা, বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫, ৪ পৌষ ১৪৩২

earthquake today : গভীর রাতে ৪.০ মাত্রার ভূমিকম্প, উৎপত্তিস্থল কোথায়?

বিশ্ব ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২৫ ডিসেম্বর ১৮ ০৫:৩৮:৪০
earthquake today : গভীর রাতে ৪.০ মাত্রার ভূমিকম্প, উৎপত্তিস্থল কোথায়?

নিঝুম রাতে কেঁপে উঠল সৌদি আরবের পূর্বাঞ্চল; আবহাওয়া ও ভূকম্পন নিয়ে চরম সতর্কবার্তা

সৌদি আরবের পূর্বাঞ্চলীয় প্রদেশে মাঝরাতে আকস্মিক ভূকম্পন অনুভূত হয়েছে। রিখটার স্কেলে ৪.০ মাত্রার এই মৃদু ভূমিকম্পটি বুধবার (১৭ ডিসেম্বর) স্থানীয় সময় গভীর রাতে আঘাত হানে। দেশটির জাতীয় ভূতত্ত্ব জরিপ সংস্থা এই তথ্য নিশ্চিত করে নাগরিকদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছে।

গভীর রাতে ভূকম্পন: যা জানা গেছে

সৌদি ভূতত্ত্ব জরিপ সংস্থার তথ্যমতে, বুধবার রাত ১টা ১১ মিনিটে যখন সবাই ঘুমে আচ্ছন্ন, ঠিক তখনই মাটির নিচে এই আলোড়ন সৃষ্টি হয়। ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল ভূ-পৃষ্ঠ থেকে মাত্র ৮ কিলোমিটার গভীরে। স্বল্প গভীরতার কারণে হালকা কম্পন অনুভূত হলেও কোনো ধরনের জানমালের ক্ষয়ক্ষতির সংবাদ পাওয়া যায়নি। সংস্থার মুখপাত্র তারেক আবু আল-খলিল জানিয়েছেন, কম্পনটির মাত্রা কম থাকায় কোনো ভবন বা গুরুত্বপূর্ণ স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়নি।

ভূমিকম্পের নেপথ্যে 'টেকনোটিক প্লেট'

কেন এই আকস্মিক কম্পন? এর ব্যাখ্যায় তারেক আবু আল-খলিল জানান, মূলত ইরানের জাগরোস পর্বতমালায় আরব ও ইউরোপীয় টেকনোটিক প্লেটের মধ্যে সৃষ্ট প্রবল চাপের কারণেই এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এই ভূ-তাত্ত্বিক চাপের প্রভাবে সৌদি আরবের পূর্বাঞ্চলীয় প্রদেশের ভূগর্ভস্থ ফল্ট বা চ্যুতিগুলো পুনরায় সক্রিয় হয়ে উঠতে পারে। আর এই সুপ্ত চ্যুতিগুলো নড়াচড়া করার ফলেই মাঝে মাঝে এই অঞ্চলে কম্পন অনুভূত হয়ে থাকে।

একদিকে ভূমিকম্প, অন্যদিকে চরম আবহাওয়া

ভূমিকম্পের রেশ কাটতে না কাটতেই সৌদি আরবের পূর্বাঞ্চলীয় প্রদেশটিতে আবহাওয়ার মারাত্মক অবনতি ঘটেছে। কয়েক দিন ধরে চলা প্রতিকূল পরিস্থিতির কারণে পুরো এলাকায় 'রেড অ্যালার্ট' জারি করা হয়েছে। দুর্যোগপূর্ণ আবহাওয়ার ঝুঁকি এড়াতে কর্তৃপক্ষ অত্যন্ত সতর্ক অবস্থান নিয়েছে।

টানা ৩ দিন শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ

বৈরী আবহাওয়ার সরাসরি প্রভাব পড়েছে জনজীবনে। পূর্বাঞ্চলীয় প্রদেশে আজ বুধবার পর্যন্ত টানা তৃতীয় দিনের মতো সশরীরে শিক্ষা কার্যক্রম স্থগিত রাখা হয়েছে। আবহাওয়া স্বাভাবিক না হওয়া পর্যন্ত শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে সব ধরনের সরাসরি ক্লাস ও শিক্ষা সংক্রান্ত কাজ বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে স্থানীয় প্রশাসন।

আল-মামুন/

ট্যাগ: সৌদি আরবে ভূমিকম্প আজকের সৌদি আরবের খবর সৌদিতে ভূমিকম্পের খবর ১৮ ডিসেম্বর সৌদিতে কত মাত্রার ভূমিকম্প হয়েছে সৌদি আরবের পূর্বাঞ্চলীয় প্রদেশে ভূমিকম্প সৌদি আরবে কেন ভূমিকম্প হলো সৌদি আরবে রেড অ্যালার্ট জারি সৌদিতে বৈরী আবহাওয়ার খবর সৌদি আরবের আজকের আবহাওয়ার খবর সৌদিতে বৃষ্টি ও রেড অ্যালার্ট সৌদিতে স্কুল বন্ধের খবর সৌদিতে টানা ৩ দিন স্কুল বন্ধ সৌদি আরবের পূর্বাঞ্চলীয় প্রদেশে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ সৌদিতে সশরীরে ক্লাস বাতিল সৌদি ভূতত্ত্ব জরিপ সংস্থা তারেক আবু আল-খলিল টেকনোটিক প্লেটের চাপ ও ভূমিকম্প ইরানের জাগরোস পর্বতমালা ভূমিকম্প Saudi Arabia earthquake today Earthquake in Saudi Arabia Eastern Province Saudi Arabia earthquake 18 December 2025 4.0 magnitude earthquake Saudi Arabia Saudi Geological Survey news Saudi earthquake tremor news Saudi Arabia Red Alert today Eastern Province Saudi weather update Saudi Arabia heavy rain and red alert SGS earthquake report Saudi School closed in Saudi Arabia Eastern Province Saudi Arabia school holiday news today Suspension of classes in Saudi Arabia Saudi Arabia education ministry update Zagros mountains tectonic pressure Tariq Abu Al-Khalil SGS

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ