ঢাকা, বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫, ৪ পৌষ ১৪৩২

MD. Razib Ali

Senior Reporter

২৮টি আসন নিয়ে বিএনপির সিদ্ধান্ত, শরিকদের জন্য কয়টি আসন?

রাজনীতি ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২৫ ডিসেম্বর ১৮ ১৯:৫৬:০৯
২৮টি আসন নিয়ে বিএনপির সিদ্ধান্ত, শরিকদের জন্য কয়টি আসন?

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মিত্র দলগুলোর সঙ্গে আসন ভাগাভাগির বিষয়টি চূড়ান্ত পর্যায়ে নিয়ে এসেছে বিএনপি। যুগপৎ আন্দোলনের শরিকরা কয়টি আসনে লড়বেন, সেই অমীমাংসিত প্রশ্নের সমাধান মিলবে আগামী শুক্রবারের (১৯ ডিসেম্বর) মধ্যেই। তবে শরিকদের জায়গা দিতে গিয়ে নিজেদের আগে ঘোষিত প্রার্থী তালিকায় বড় কোনো রদবদল ঘটাতে নারাজ হাইকমান্ড।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) দুপুরে গুলশানে দলীয় চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ের সামনে সাংবাদিকদের এসব তথ্য জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ।

প্রার্থী তালিকায় বড় পরিবর্তনের আভাস নেই

নির্বাচনি জোটের মধ্যে আসন ছেড়ে দেওয়ার আলোচনা চললেও বিএনপি নিজের শক্ত অবস্থানে অনড়। মেজর হাফিজ স্পষ্ট করেন যে, ইতিমধ্যে যেসব আসনে দলীয় প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে, সেখান থেকে সরে আসার সম্ভাবনা নেই বললেই চলে। অর্থাৎ, নিজস্ব শক্ত ভিত্তি থাকা আসনগুলো বিএনপি নিজের হাতেই রাখতে চাইছে।

গুলশানে নির্বাচনি কর্মশালা ও তারেক রহমানের বার্তা

ভোটের রণকৌশল সাজাতে ধানের শীষের প্রার্থীদের নিয়ে তিন দিনব্যাপী ধারাবাহিক মতবিনিময় সভার দ্বিতীয় দিন ছিল বৃহস্পতিবার। এদিন দ্বিতীয় পর্যায়ে ১০০ জন মনোনীত প্রার্থীর সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক করেন বিএনপির শীর্ষ নেতারা। সকাল থেকেই মনোনীত প্রার্থীরা গুলশান কার্যালয়ে সমবেত হন।

বৈঠকে সুদূর লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রলুব্ধকর কোনো ফাঁদে না পা দিয়ে মাঠপর্যায়ে শক্ত অবস্থান গড়ার তাগিদ দেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি মূলত আগামী দিনের সাংগঠনিক তৎপরতা, নির্বাচনি প্রচারণার ধরণ এবং বিজয়ের কৌশল নিয়ে প্রার্থীদের বিশেষ নির্দেশনা প্রদান করেন।

২৭২ আসনে প্রস্তুতির কাজ সম্পন্ন

নির্বাচনি প্রস্তুতিতে বিএনপি যে অনেকটা এগিয়ে, তা তাদের প্রার্থী ঘোষণার পরিসংখ্যান থেকেই স্পষ্ট। প্রথম দফায় ২৩৭টি এবং দ্বিতীয় দফায় আরও ৩৬টি আসন মিলিয়ে এখন পর্যন্ত মোট ২৭২টি সংসদীয় আসনে নিজেদের প্রার্থীর নাম চূড়ান্ত করেছে দলটি। বাকি ২৮টি আসন এবং শরিকদের ভাগের বিষয়টি কালকের মধ্যেই স্পষ্ট হয়ে যাবে বলে ধারণা করা হচ্ছে।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, শুক্রবারের এই সিদ্ধান্তের ওপরই নির্ভর করছে আসন্ন নির্বাচনে বিএনপির নেতৃত্বাধীন জোটের চূড়ান্ত রূপরেখা।

আল-মামুন/

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ