ঢাকা, সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫, ৮ পৌষ ১৪৩২

Alamin Islam

Senior Reporter

ফ্রান্স বনাম ব্রাজিল ম্যাচ কবে? দেখে নিন ম্যাচের চূড়ান্ত সময়সূচি

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২৫ ডিসেম্বর ২২ ১৫:২৫:৩৯
ফ্রান্স বনাম ব্রাজিল ম্যাচ কবে? দেখে নিন ম্যাচের চূড়ান্ত সময়সূচি

ফুটবল বিশ্বের দুই চিরপ্রতিদ্বন্দ্বী পরাশক্তি ব্রাজিল ও ফ্রান্স আবারও মুখোমুখি হতে যাচ্ছে। ২০২৬ সালের ফুটবল বিশ্বকাপের আগে নিজেদের শক্তি ও রণকৌশল ঝালিয়ে নিতে এই হাই-ভোল্টেজ প্রীতি ম্যাচের আয়োজন করেছে সেলেসাওরা। শুক্রবার ব্রাজিল ফুটবল কনফেডারেশন (সিবিএফ) আনুষ্ঠানিকভাবে এই সূচি প্রকাশ করার পর থেকেই সমর্থকদের মনে প্রশ্ন— ফ্রান্স বনাম ব্রাজিল ম্যাচ কবে?

কবে ও কোথায় হবে ফ্রান্স-ব্রাজিল মহারণ?

সিবিএফ-এর ঘোষিত সময়সূচি অনুযায়ী, আগামী বছরের ২৬ মার্চ যুক্তরাষ্ট্রের বোস্টনের জিলেট স্টেডিয়ামে মুখোমুখি হবে ব্রাজিল ও ফ্রান্স। ২০২৬ বিশ্বকাপের সাতটি ম্যাচ আয়োজনের গৌরব অর্জন করা এই মাঠেই কার্লো আনচেলত্তির দল বর্তমান রানার্সআপ ফ্রান্সের কঠিন চ্যালেঞ্জ মোকাবিলা করবে।

এই ম্যাচটি নিয়ে দর্শকদের বাড়তি উত্তেজনার কারণ হলো রিয়াল মাদ্রিদের দুই মহাতারকা— ভিনিসিয়ুস জুনিয়র এবং কিলিয়ান এমবাপ্পের মুখোমুখি লড়াই। বিশ্বকাপের প্রস্তুতির মঞ্চে এই দুই সতীর্থের দ্বৈরথ ফুটবল প্রেমীদের জন্য এক বড় আকর্ষণ।

ক্রোয়েশিয়ার বিপক্ষেও লড়বে সেলেসাওরা

ফরাসি বাধা পেরোনোর মাত্র কয়েক দিন পরই ব্রাজিল তাদের দ্বিতীয় প্রীতি ম্যাচটি খেলবে ক্রোয়েশিয়ার বিপক্ষে। ৩১ মার্চ ফ্লোরিডার অরল্যান্ডোয় ক্যাম্পিং ওয়ার্ল্ড স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে এই ম্যাচ। কাতার বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে এই ক্রোয়েশিয়ার কাছে হেরেই বিদায় নিয়েছিল ব্রাজিল। ফলে লুকা মড্রিচদের বিপক্ষে এই ম্যাচটি ব্রাজিলের জন্য এক অর্থে প্রতিশোধের সুযোগও বটে।

বিশ্বকাপের মহড়া: প্রস্তুতি ক্যাম্প ও পরিকল্পনা

দুই হেভিওয়েট প্রতিপক্ষের বিপক্ষে নামার আগে নিজেদের সেরাটা দিতে অরল্যান্ডোর ‘ইএসপিএন কমপ্লেক্সে’ অস্থায়ী ক্যাম্প করবে ব্রাজিল দল। দলের জেনারেল কোঅর্ডিনেটর রদ্রিগো কায়েতানো জানান, বিশ্বের শীর্ষ দুই দলের বিপক্ষে এই ম্যাচগুলো বিশ্বকাপের আগে দলকে সঠিক ছাঁচে গড়ে তুলতে সহায়তা করবে।

২০২৬ বিশ্বকাপে ব্রাজিলের গ্রুপ পর্বের সূচি

২০২৬ বিশ্বকাপে ব্রাজিল ‘সি’ গ্রুপে খেলবে। যেখানে তাদের লড়তে হবে মরক্কো, স্কটল্যান্ড এবং হাইতির বিপক্ষে। বিশ্বমঞ্চে ব্রাজিলের গ্রুপ পর্বের সূচি দেখে নিন:

১৩ জুন (নিউ জার্সি): মরক্কো বনাম ব্রাজিল

১৯ জুন (ফিলাডেলফিয়া): হাইতি বনাম ব্রাজিল

২৪ জুন (মায়ামি): স্কটল্যান্ড বনাম ব্রাজিল

উত্তর আমেরিকার তিন দেশে ফুটবল মহাযজ্ঞ শুরুর আগে ফ্রান্স ও ক্রোয়েশিয়ার বিপক্ষে এই দুই ম্যাচ ব্রাজিলের আত্মবিশ্বাস পুনরুদ্ধারে বিশাল ভূমিকা রাখবে বলে ধারণা করা হচ্ছে।

আল-মামুন/

ট্যাগ: ব্রাজিলের পরবর্তী ম্যাচ কবে ২০২৬ বিশ্বকাপে ব্রাজিলের গ্রুপ ফ্রান্স বনাম ব্রাজিল ম্যাচ কবে ব্রাজিল বনাম ফ্রান্স প্রীতি ম্যাচ ২০২৬ ব্রাজিল বনাম ক্রোয়েশিয়া ম্যাচ কবে ব্রাজিলের প্রীতি ম্যাচের সময়সূচি ব্রাজিল বনাম ফ্রান্স লাইভ ব্রাজিল বনাম ক্রোয়েশিয়া সময়সূচি ২০২৬ বিশ্বকাপে ব্রাজিলের সূচি ব্রাজিলের বিশ্বকাপ প্রস্তুতির খবর সিবিএফ সর্বশেষ আপডেট ব্রাজিল বনাম মরক্কো ম্যাচ কবে ব্রাজিল বনাম স্কটল্যান্ড ফুটবল ম্যাচ ভিনিসিয়ুস বনাম এমবাপ্পে লড়াই কার্লো আনচেলত্তির অধীনে ব্রাজিল দল ব্রাজিল স্কোয়াড ২০২৬ লুকা মড্রিচ বনাম ব্রাজিল Brazil vs France friendly match 2026 date When is Brazil vs France match? Brazil vs Croatia friendly match schedule Brazil vs France Boston match time Brazil vs Croatia Orlando match 2026 Brazil upcoming football matches Next Brazil match schedule 2026 Brazil 2026 World Cup schedule Brazil Group C matches World Cup 2026 Brazil vs Morocco World Cup date Brazil vs France Gillette Stadium Brazil vs Croatia Camping World Stadium Vinicius Jr vs Kylian Mbappe friendly match Carlo Ancelotti Brazil news Brazil national team preparation 2026 Brazil vs France head to head ২০২৬ বিশ্বকাপের আগে ব্রাজিলের প্রীতি ম্যাচ কাদের সাথে? ব্রাজিল বনাম ফ্রান্স প্রীতি ম্যাচ কোথায় হবে? কাতার বিশ্বকাপের প্রতিশোধ নিতে ক্রোয়েশিয়ার মুখোমুখি ব্রাজিল ব্রাজিলের বিশ্বকাপ মিশন শুরু কবে থেকে? Brazil vs France match date and venue 2026 Brazil football team schedule under Carlo Ancelotti

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ