ঢাকা, সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫, ৮ পৌষ ১৪৩২

Alamin Islam

Senior Reporter

প্রাথমিকে শিক্ষক নিয়োগ: ২ জানুয়ারির পরীক্ষা, মানতে হবে একগুচ্ছ কড়া নিয়ম

শিক্ষা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২৫ ডিসেম্বর ২২ ১৯:৪০:০০
প্রাথমিকে শিক্ষক নিয়োগ: ২ জানুয়ারির পরীক্ষা, মানতে হবে একগুচ্ছ কড়া নিয়ম

আগামী ২ জানুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগের বহুল প্রতীক্ষিত পরীক্ষা। এবার দুই ধাপের প্রার্থীদের মূল্যায়ন প্রক্রিয়া একই দিনে সম্পন্ন করার সিদ্ধান্ত নিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর (ডিপিই)। খাগড়াছড়ি, রাঙ্গামাটি ও বান্দরবান বাদে দেশের সব জেলায় একযোগে এই পরীক্ষা গ্রহণ করা হবে।

সকাল ১০টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত একটানা ৯০ মিনিটের এই পরীক্ষায় অংশগ্রহণকারীদের জন্য জারি করা হয়েছে কঠোর আচরণবিধি।

পদের বিপরীতে লড়াই ও প্রতিযোগিতার পরিসংখ্যান

প্রাথমিক বিদ্যালয়ের শূন্য পদ পূরণে এবারের পরীক্ষায় বড় ধরনের প্রতিযোগিতার আভাস পাওয়া যাচ্ছে। মোট ১৪ হাজার ৩৮৫টি পদের জন্য লড়বেন ১০ লাখ ৮০ হাজার ৮০ জন চাকরিপ্রার্থী। পরিসংখ্যানে দেখা গেছে, প্রতিটি পদের বিপরীতে প্রায় ৭৫ জন প্রার্থী একে অপরের প্রতিদ্বন্দ্বিতা করবেন।

অধিদপ্তরের তথ্যমতে, প্রথম ধাপে (রাজশাহী, রংপুর, সিলেট, খুলনা, বরিশাল ও ময়মনসিংহ বিভাগ) ১০ হাজার ২১৯টি পদের বিপরীতে ৭ লাখ ৪৫ হাজার ৯২৯ জন আবেদন করেছেন। অন্যদিকে, ঢাকা ও চট্টগ্রাম বিভাগের ৪ হাজার ১৬৬টি পদের বিপরীতে ৩ লাখ ৩৪ হাজার ১৫১ জন প্রার্থী পরীক্ষায় বসছেন।

কেন্দ্রে প্রবেশের সময়সীমা ও তল্লাশি প্রক্রিয়া

পরীক্ষার দিন শৃঙ্খলা রক্ষায় সময় ব্যবস্থাপনায় বিশেষ কড়াকড়ি আরোপ করা হয়েছে। প্রার্থীরা যাতে কোনোভাবেই অনিয়ম করতে না পারেন, সেজন্য নেওয়া হয়েছে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা:

আসন গ্রহণ: সকল পরীক্ষার্থীকে সকাল ৯টার মধ্যে নিজ নিজ কক্ষে উপস্থিত হতে হবে।

গেট বন্ধ: নির্ধারিত সময়ের ৩০ মিনিট আগে অর্থাৎ ৯টা ৩০ মিনিটে কেন্দ্রের মূল ফটক বন্ধ করে দেওয়া হবে। এরপর আর কাউকে ভেতরে ঢুকতে দেওয়া হবে না।

পৃথক তল্লাশি: কেন্দ্রে প্রবেশের সময় পুরুষ ও নারী প্রার্থীদের জন্য আলাদাভাবে দেহ তল্লাশির ব্যবস্থা থাকবে। এক্ষেত্রে ‘হ্যান্ড মেটাল ডিটেক্টর’ ব্যবহার করবে কর্তৃপক্ষ।

কান উন্মুক্ত রাখা: ব্লুটুথ বা স্পাই ইয়ারফোনের মতো ডিজিটাল জালিয়াতি রুখতে প্রার্থীদের উভয় কান সবসময় উন্মুক্ত রাখতে হবে। সন্দেহ হলে দায়িত্বরত কর্মকর্তারা টর্চলাইট দিয়ে কান পরীক্ষা করবেন।

যা সঙ্গে রাখা যাবে না এবং ওএমআর সংক্রান্ত বিধি

পরীক্ষা কেন্দ্রে কলম ছাড়া প্রায় সব কিছুই নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।

১. স্মার্টওয়াচ, ইলেকট্রনিক ডিভাইস, ক্যালকুলেটর, সাধারণ ঘড়ি, এমনকি ভ্যানিটি ব্যাগ বা পার্স নিয়েও ভেতরে প্রবেশ করা যাবে না।

২. ওএমআর শিট পূরণের জন্য শুধুমাত্র কালো বলপয়েন্ট কলম ব্যবহারযোগ্য। পেনসিল দিয়ে বৃত্ত ভরাট করলে উত্তরপত্রটি সরাসরি বাতিল বলে গণ্য হবে।

৩. পরীক্ষা শেষে প্রার্থীদের প্রশ্নপত্র নিজের সঙ্গে বাড়ি নিয়ে যাওয়ার কোনো সুযোগ নেই; উত্তরপত্রের সঙ্গে প্রশ্নপত্রটিও জমা দিয়ে আসতে হবে।

জালিয়াতি রুখতে কঠোর প্রশাসন

পরীক্ষা চলাকালীন কেন্দ্র ও তার আশেপাশে শান্তি-শৃঙ্খলা রক্ষায় জেলা প্রশাসকদের নেতৃত্বে ১৪৪ ধারা জারি থাকবে। এছাড়া ভুয়া পরীক্ষার্থী শনাক্তকরণ ও যেকোনো প্রকার অসদুপায় রুখতে সার্বক্ষণিক নিয়োজিত থাকবে ভ্রাম্যমাণ আদালত। কোনো প্রার্থীর কাছে নিষিদ্ধ ইলেকট্রনিক ডিভাইস পাওয়া গেলে তাৎক্ষণিক বহিষ্কারসহ তার বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণের হুঁশিয়ারি দিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।

কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত নির্দিষ্ট কয়েক কর্মকর্তা ছাড়া আর কেউ সেখানে মোবাইল ফোন ব্যবহার করতে পারবেন না। ফলে একটি স্বচ্ছ ও মেধাভিত্তিক নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে বদ্ধপরিকর কর্তৃপক্ষ।

আল-মামুন/

ট্যাগ: শিক্ষক নিয়োগ পরীক্ষা প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা ২ জানুয়ারি সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার জরুরি নির্দেশনা প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষার নিয়মাবলী প্রাথমিক শিক্ষা অধিদপ্তর নোটিশ প্রাইমারি পরীক্ষার ওএমআর পূরণের নিয়ম ২ জানুয়ারির প্রাথমিক পরীক্ষার খবর প্রাথমিক নিয়োগ পরীক্ষায় নিষিদ্ধ জিনিসের তালিকা প্রাথমিকে ১০ লাখ প্রার্থীর লড়াই প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার সময়সূচি প্রাইমারি পরীক্ষায় মোবাইল ও ঘড়ি ব্যবহার নিষিদ্ধ সহকারী শিক্ষক নিয়োগের প্রথম ও দ্বিতীয় ধাপের পরীক্ষা প্রাথমিক পরীক্ষার কেন্দ্রে প্রবেশের সময় প্রাইমারি নিয়োগ পরীক্ষার ওএমআর শিট সহকারী শিক্ষক নিয়োগ আপডেট নিউজ প্রাইমারি পরীক্ষায় ১৪৪ ধারা Primary teacher recruitment exam date Jan 2 DPE assistant teacher exam instructions Primary school teacher exam rules Bangladesh Primary job exam 2025 news OMR sheet filling rules for primary exam Primary teacher recruitment 1st and 2nd phase DPE exam notice 2025 Items prohibited in primary teacher exam Primary teacher exam seat plan and guidelines Assistant teacher recruitment update Primary teacher exam entry time Bangladesh primary school teacher job circular news প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা কবে হবে? প্রাইমারি পরীক্ষার ওএমআর শিট কীভাবে পূরণ করব? প্রাথমিক পরীক্ষায় কি ঘড়ি নিয়ে যাওয়া যাবে? প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার নতুন নিয়ম কী? সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার সময় ও তারিখ Primary exam hall instructions 2025 What to carry in primary teacher exam? প্রাথমিক নিয়োগ ডিপিই নোটিশ ২ জানুয়ারি পরীক্ষা নিয়োগ বিধিমালা OMR নিয়ম নিয়োগ আপডেট DPE Notice Primary Exam 2025 Assistant Teacher Exam

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ