ঢাকা, বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫, ১০ পৌষ ১৪৩২

Alamin Islam

Senior Reporter

দল থেকে পদত্যাগের বার্তা দিলেন রুমিন ফারহানা

রাজনীতি ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২৫ ডিসেম্বর ২৪ ১৫:১৪:০৭
দল থেকে পদত্যাগের বার্তা দিলেন রুমিন ফারহানা

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়েছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা। দলীয় মনোনয়ন না পাওয়ায় তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন।

মঙ্গলবার (৩ ডিসেম্বর) বিকেলে মোবাইল ফোনে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন রুমিন ফারহানা। তিনি জানান, মনোনয়ন কেনার আগেই তিনি সসম্মানে দল থেকে পদত্যাগ করবেন।

জোটের স্বার্থে ছাড়, তবে নির্বাচনে অনড় রুমিন

বিএনপি এবার এই আসনে ২০ দলীয় জোটের শরিক দল জমিয়তে উলামায়ে ইসলামের সহ-সভাপতি মাওলানা জুনায়েদ আল হাবিবকে প্রার্থী হিসেবে ঘোষণা করেছে। এ প্রসঙ্গে রুমিন ফারহানা বলেন, "বিএনপি অনেক বড় দল, তাদের ভালো-মন্দ দেখতে হয়। যেহেতু জমিয়তে উলামায়ে ইসলামের সঙ্গে তারা জোট করেছে, আসন না দিলে জোট কেমন করে হবে? দল বাধ্য হয়ে তাদের আসন দিয়েছে।"

তবে জোটের সিদ্ধান্তের বাইরে গিয়েও তিনি নিজের নির্বাচনে লড়ার সিদ্ধান্তে অনড়। তিনি মনে করেন, এলাকার মানুষের প্রত্যাশা পূরণে তার নির্বাচন করা প্রয়োজন।

দল থেকে পদত্যাগের সিদ্ধান্ত

দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে বহিষ্কার হওয়ার আগেই সসম্মানে সরে দাঁড়াতে চান এই সাবেক সংসদ সদস্য। তিনি বলেন, "মনোনয়ন কেনার আগেই সম্মানের সঙ্গে দল থেকে পদত্যাগ করব।" বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে, জোটের প্রার্থীর বিরুদ্ধে কেউ স্বতন্ত্র দাঁড়ালে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। এ প্রসঙ্গে রুমিন বলেন, "যদি ব্যবস্থা নেওয়ার দরকার হয়, দল অবশ্যই ব্যবস্থা নেবে। আমি তো বাধা দিতে পারব না।"

বিএনপির কঠোর বার্তা

এর আগে মঙ্গলবার দুপুরে গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে জোটের প্রার্থী হিসেবে মাওলানা জুনায়েদ আল হাবিব লড়াই করবেন। তিনি স্পষ্ট হুঁশিয়ারি দিয়ে বলেন, দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে যারা স্বতন্ত্র নির্বাচন করবেন, তাদের বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

দীর্ঘদিনের গুঞ্জন ও বর্তমান প্রেক্ষাপট

ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে রুমিন ফারহানার মনোনয়ন নিয়ে দীর্ঘদিন ধরেই আলোচনা চলছিল। গত ৩ নভেম্বর বিএনপির প্রাথমিক প্রার্থী তালিকায় এই আসনের কারও নাম ঘোষণা না করায় স্থানীয় নেতাকর্মীদের মধ্যে জল্পনা তৈরি হয় যে, আসনটি জোটের শরিকদের ছেড়ে দেওয়া হতে পারে। তবে মনোনয়ন না পেলেও রুমিন ফারহানা এলাকায় তার নির্বাচনী প্রচারণা ও গণসংযোগ অব্যাহত রেখেছিলেন। বিভিন্ন সভা-সমাবেশে তিনি আগেই ইঙ্গিত দিয়েছিলেন যে, দল থেকে মনোনয়ন না পেলে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে মাঠে থাকবেন।

রুমিন ফারহানার এই সিদ্ধান্তের ফলে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের নির্বাচনী সমীকরণ আরও জটিল হয়ে উঠবে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

আল-মামুন/

ট্যাগ: রুমিন ফারহানা জাতীয় সংসদ নির্বাচন ২০২৪ Bangladesh Election update Junaid Al Habib Brahmanbaria 2 ব্যারিস্টার রুমিন ফারহানা রুমিন ফারহানা স্বতন্ত্র প্রার্থী Brahmanbaria-2 election news Sarail-Ashuganj constituency ব্রাহ্মণবাড়িয়া-২ আসন সরাইল-আশুগঞ্জ নির্বাচন রুমিন ফারহানার পদত্যাগ বিএনপি থেকে রুমিন ফারহানার পদত্যাগ রুমিন ফারহানা নির্বাচন সংবাদ ব্রাহ্মণবাড়িয়া-২ স্বতন্ত্র প্রার্থী রুমিন ফারহানা লেটেস্ট নিউজ বিএনপি মনোনয়ন আপডেট মাওলানা জুনায়েদ আল হাবিব ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের প্রার্থী বিএনপির বহিষ্কারের হুমকি মির্জা ফখরুল রুমিন ফারহানা রুমিন ফারহানা ভিডিও সংবাদ সরাইল আশুগঞ্জ আসন খবর ব্যারিস্টার রুমিনের ঘোষণা জোটের প্রার্থী ব্রাহ্মণবাড়িয়া-২ Rumin Farhana Barrister Rumin Farhana Rumin Farhana independent candidate Rumin Farhana resigns from BNP BNP nomination Brahmanbaria 2 Rumin Farhana latest news 12th National Parliament Election Rumin Farhana resignation BNP vs Rumin Farhana Independent candidate Rumin Farhana news Brahmanbaria election 2024 Barrister Rumin Farhana speech BNP internal conflict Sarail Ashuganj MP candidate Rumin Farhana press conference Why Rumin Farhana is independent candidate রুমিন ফারহানা কেন স্বতন্ত্র নির্বাচন করছেন? ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে বিএনপির প্রার্থী কে? রুমিন ফারহানা কি দল থেকে পদত্যাগ করেছেন? Why Rumin Farhana left BNP for election? Rumin Farhana Brahmanbaria 2 nomination status ব্যারিস্টার রুমিন ফারহানার আজকের খবর

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ