ঢাকা, শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫, ১৩ পৌষ ১৪৩২

MD Zamirul Islam

Senior Reporter

প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা: প্রবেশপত্র ডাউনলোড করুন এখানে

শিক্ষা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২৫ ডিসেম্বর ২৭ ১৪:২৩:৩২
প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা: প্রবেশপত্র ডাউনলোড করুন এখানে

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ-২০২৫ এর কাঙ্ক্ষিত লিখিত পরীক্ষার দিনক্ষণ চূড়ান্ত হয়েছে। আজ শনিবার (২৭ ডিসেম্বর ২০২৫) সকাল ১০টা থেকে পরীক্ষার্থীরা তাদের প্রবেশপত্র সংগ্রহের সুযোগ পাচ্ছেন। একইসঙ্গে পরীক্ষার হলে শৃঙ্খলা বজায় রাখতে একগুচ্ছ কঠোর বিধিনিষেধ জারি করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর (ডিপিই)।

পরীক্ষার পরিবর্তিত সময়সূচি ও জরুরি তথ্য

অধিদপ্তরের সংশোধিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আগামী ২ জানুয়ারি (শুক্রবার) সকাল ১০টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত আবেদনকারীদের নিজ নিজ জেলায় এই লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। তবে কেন্দ্রে প্রবেশের ক্ষেত্রে সময়সীমা অত্যন্ত কড়া; পরীক্ষার্থীদের অবশ্যই সকাল ৯টার মধ্যে আসন গ্রহণ করতে হবে। উল্লেখ্য, গত শুক্রবার ‘হিসাব সহকারী’ পদের পরীক্ষা স্থগিত করা হলেও শিক্ষক নিয়োগের এই পরীক্ষাটি নির্ধারিত সময়েই আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।

প্রবেশপত্র সংগ্রহ করবেন যেভাবে

আবেদনকারীদের নিবন্ধিত মোবাইল নম্বরে ০১৫৫২-১৪৬০৫৬ নম্বর থেকে ইতিমধ্যে এসএমএস পাঠানো শুরু হয়েছে। প্রার্থীরা admit.dpe.gov.bd পোর্টালে গিয়ে তাদের ইউজার নেম ও পাসওয়ার্ড অথবা এসএসসির রোল, বোর্ড ও পাসের সাল ব্যবহার করে লগইন করতে পারবেন।

কেন্দ্রে যা থাকা বাধ্যতামূলক

পরীক্ষায় অংশ নিতে হলে প্রার্থীদের দুটি জিনিস অবশ্যই সঙ্গে নিতে হবে:

১. অনলাইন থেকে সংগৃহীত প্রবেশপত্রের পরিষ্কার রঙিন প্রিন্ট কপি।

২. প্রার্থীর মূল জাতীয় পরিচয়পত্র (এনআইডি বা স্মার্টকার্ড)।

রঙিন প্রবেশপত্র ছাড়া কোনো অবস্থাতেই পরীক্ষায় বসার সুযোগ দেওয়া হবে না। ওএমআর শিট পূরণের বাকি নিয়মাবলী প্রবেশপত্রের গায়েই বিস্তারিত লেখা থাকবে।

নিষিদ্ধ বস্তুর তালিকা ও আইনি হুঁশিয়ারি

পরীক্ষাকে স্বচ্ছ ও জালিয়াতিমুক্ত রাখতে কঠোর অবস্থান নিয়েছে অধিদপ্তর। কেন্দ্র চত্বরে বা ভেতরে কোনোভাবেই মোবাইল ফোন, ক্যালকুলেটর, বই, পার্স, ভ্যানিটি ব্যাগ বা কোনো প্রকার নোট রাখা যাবে না। এমনকি সাধারণ হাতঘড়ি বা ইলেকট্রনিক ঘড়ি এবং যেকোনো ধরনের যোগাযোগ সক্ষম ডিভাইস বহন করা সম্পূর্ণ নিষিদ্ধ।

ডিজিটাল বা সনাতন কোনো পদ্ধতিতে জালিয়াতির চেষ্টা করলে তাকে তাৎক্ষণিক বহিষ্কার করা হবে এবং সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে বিজ্ঞপ্তিতে সতর্ক করা হয়েছে।

সতর্কতা ও পরামর্শ

কোনো অসাধু চক্র বা প্রতারক দলের কথায় কান না দেওয়ার জন্য পরীক্ষার্থীদের অনুরোধ জানিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। স্বচ্ছ মেধার ভিত্তিতেই এই নিয়োগ সম্পন্ন করা হবে বলে জানানো হয়েছে।

প্রবেশপত্র ডাউনলোড করতে এখানেক্লিক করুন।

আল-মামুন/

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ