ঢাকা, সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫, ১৫ পৌষ ১৪৩২

Alamin Islam

Senior Reporter

খালেদা জিয়ার ৩ আসনে নাটকীয়তা: বিকল্প প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলেন যারা

রাজনীতি ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২৫ ডিসেম্বর ২৯ ১৪:০৯:০৮
খালেদা জিয়ার ৩ আসনে নাটকীয়তা: বিকল্প প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলেন যারা

জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র দাখিলের সময়সীমা শেষ হচ্ছে আজ সোমবার। রাজনীতির ময়দানে সবার নজর এখন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আসনগুলোর দিকে। কারাবন্দি ও বর্তমানে হাসপাতালে সংকটজনক অবস্থায় থাকা সাবেক এই প্রধানমন্ত্রীর জন্য তিনটি সংসদীয় আসন থেকে মনোনয়ন জমা দেওয়ার প্রস্তুতি সম্পন্ন হয়েছে। তবে আইনি ও রাজনৈতিক অনিশ্চয়তা মাথায় রেখে ওই আসনগুলোতে দলের পক্ষ থেকে রাখা হয়েছে বিকল্প বা ‘ডামি’ প্রার্থী।

ফেনী ও বগুড়ায় ‘প্ল্যান বি’ নিয়ে এগোচ্ছে বিএনপি

তফসিল অনুযায়ী আজই (২৯ ডিসেম্বর) প্রার্থিতা নিশ্চিত করার শেষ দিন। দলীয় সূত্র নিশ্চিত করেছে, ফেনী-১, বগুড়া-৭ ও দিনাজপুর-৩ আসনে বেগম জিয়ার নামেই মনোনয়নপত্র জমা পড়বে। তবে কৌশলগত কারণে প্রতিটি আসনেই রাখা হয়েছে ব্যাক-আপ প্রার্থী।

ফেনী-১ (ফুলগাজী-পরশুরাম-ছাগলনাইয়া): এই গুরুত্বপূর্ণ আসনে বেগম জিয়ার পক্ষে মনোনয়ন দাখিল করবেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক রফিকুল আলম মজনু। চমকপ্রদ তথ্য হলো, একই আসন থেকে মজনু নিজেও নিজের জন্য মনোনয়ন সংগ্রহ করেছেন। এ বিষয়ে তিনি গণমাধ্যমকে জানান, ম্যাডামের মনোনয়নপত্র জমা দেওয়াটাই তার প্রধান কাজ, তবে দলের হাইকমান্ডের নির্দেশে তিনি নিজেও প্রস্তত রয়েছেন। দলের চূড়ান্ত সিদ্ধান্তের ওপরই নির্ভর করছে তার প্রার্থিতার ভবিষ্যৎ।

বগুড়া-৭ (গাবতলী): এখানে খালেদা জিয়ার পাশাপাশি মনোনয়ন সংগ্রহ করেছেন গাবতলী উপজেলা বিএনপির সভাপতি মোরশেদ আলম। সাবেক এই উপজেলা চেয়ারম্যান জানান, মূলত বেগম জিয়ার ছায়া বা সহযোগী প্রার্থী হিসেবেই তাকে রাখা হয়েছে। কেন্দ্রের নির্দেশনা মেনেই তিনি আজ মনোনয়ন জমা দেবেন।

দিনাজপুর-৩ (সদর): এই আসনে বিকল্প প্রার্থী হিসেবে দৌড়ে আছেন সাবেক মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলম।

হাসপাতালে সংকটে খালেদা জিয়া

রাজনৈতিক এই তৎপরতার মধ্যেই অত্যন্ত উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে বেগম জিয়ার শারীরিক অবস্থা। গত ২৩ নভেম্বর থেকে তিনি রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন। ব্যক্তিগত চিকিৎসক ডা. এ জেড এম জাহিদ হোসেনের ভাষ্যমতে, বিএনপি চেয়ারপারসন বর্তমানে আইসিইউতে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে রয়েছেন। তার শারীরিক অবস্থা এতটাই জটিল যে, প্রতিমুহূর্তে নিবিড় পর্যবেক্ষণের প্রয়োজন হচ্ছে।

চেয়ারপারসনের কার্যালয়ের দায়িত্বশীল এক কর্মকর্তা জানিয়েছেন, বেগম জিয়ার নির্বাচনে লড়ার বিষয়টি এখনো ধোঁয়াশায় থাকায় কোনো ঝুঁকি নিতে চাইছে না দল। এ কারণেই আসনগুলোতে বিকল্প প্রার্থী নিশ্চিত করা হচ্ছে।

আলোচনায় তারেক রহমানও

এদিকে দলীয় সূত্রে জানা গেছে, শুধু খালেদা জিয়াই নন, নির্বাচনে লড়াইয়ের তালিকায় আছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও। তিনি ঢাকা-১৭ ও বগুড়া-৬ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন বলে জোরালো গুঞ্জন রয়েছে।

আজ মনোনয়নপত্র জমা দেওয়ার সময়সীমা শেষ হওয়ার পর বোঝা যাবে, শেষ পর্যন্ত ধানের শীষ প্রতীক নিয়ে কারা নির্বাচনী বৈতরণী পার হওয়ার লড়াইয়ে থাকছেন।

আল-মামুন/

ট্যাগ: বিএনপি জাতীয় সংসদ নির্বাচন খালেদা জিয়া খালেদা জিয়ার শারীরিক অবস্থা BNP ডা. এ জেড এম জাহিদ হোসেন মনোনয়নপত্র জমা বিএনপির বিকল্প প্রার্থী আজ মনোনয়নপত্র জমার শেষ দিন খালেদা জিয়ার সর্বশেষ খবর বেগম খালেদা জিয়া তারেক রহমান নির্বাচনে অংশ নিচ্ছেন রফিকুল আলম মজনু বিএনপি গাবতলী মোরশেদ আলম বিএনপি সৈয়দ জাহাঙ্গীর আলম দিনাজপুর এভারকেয়ার হাসপাতালে খালেদা জিয়া খালেদা জিয়া আইসিইউ বিএনপির নির্বাচনী খবর ২৯ ডিসেম্বর মনোনয়নপত্র জমা ফেনী-১ আসনে বিএনপির প্রার্থী বগুড়া-৭ আসনে বিএনপির প্রার্থী দিনাজপুর-৩ আসনে বিএনপির প্রার্থী ফেনী-১ খালেদা জিয়া বগুড়া-৭ খালেদা জিয়া ঢাকা-১৭ তারেক রহমান বগুড়া-৬ তারেক রহমান Khaleda Zia nomination paper BNP alternative candidates Khaleda Zia election news Nomination submission last day Bangladesh BNP election update 2025 Feni 1 BNP candidate Bogra 7 BNP candidate Dinajpur 3 BNP candidate Rafiqul Alam Majnu Feni 1 Tarique Rahman Dhaka 17 nomination Bogra 6 Tarique Rahman Khaleda Zia health update today Khaleda Zia in Evercare Hospital Khaleda Zia ICU status Election Bangladesh Khaleda Zia news

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ