ঢাকা, সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫, ১৫ পৌষ ১৪৩২

Alamin Islam

Senior Reporter

আরও ১৫ আসনে বিএনপির প্রার্থী পরিবর্তন, বাদ পড়লেন যারা, দেখুন তালিকা

রাজনীতি ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২৫ ডিসেম্বর ২৯ ২২:২৪:০৭
আরও ১৫ আসনে বিএনপির প্রার্থী পরিবর্তন, বাদ পড়লেন যারা, দেখুন তালিকা

নির্বাচনের চূড়ান্ত লগ্নে এসে নিজেদের রণকৌশলে বড় ধরনের সংশোধনী আনল বিএনপি। মাঠপর্যায়ের জনমত, অভ্যন্তরীণ কোন্দল নিরসন এবং রাজনৈতিক মেরুকরণ মাথায় রেখে এখন পর্যন্ত অন্তত ১৫টি সংসদীয় আসনে প্রার্থী তালিকায় বড় ধরনের ওলটপালট করা হয়েছে। মূলত ‘ধানের শীষ’ প্রতীকের জয় সুনিশ্চিত করতেই দলটির হাইকমান্ড এই কঠোর সিদ্ধান্ত নিয়েছে বলে জানা গেছে।

ঢাকা-১৭ আসনে তারেক রহমান: ভোটের মাঠে নতুন সমীকরণ

বিএনপির তুরুপের তাস হিসেবে পরিচিত ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবার বগুড়া-৬ আসনের পাশাপাশি রাজধানীর হাই-প্রোফাইল আসন ঢাকা-১৭ (গুলশান-বনানী-ক্যান্টনমেন্ট) থেকেও প্রতিদ্বন্দ্বিতা করবেন। আজ তার পক্ষে মনোনয়নপত্র জমা দিয়েছেন চেয়ারপারসনের উপদেষ্টা আবদুস সালাম। মজার বিষয় হলো, এই আসনে আগে জোটের শরিক আন্দালিব রহমান পার্থর নাম শোনা গেলেও, তিনি এখন ভোলা সদর থেকে ভোটের লড়াইয়ে নামছেন।

ঢাকা ও চট্টগ্রামে নজিরবিহীন রদবদল

প্রার্থী পরিবর্তনের সবচেয়ে বড় ঢেউ লেগেছে ঢাকা ও চট্টগ্রাম অঞ্চলে। ঢাকা-১২ আসনে নিজস্ব প্রার্থীর বদলে মিত্র শক্তির ওপর ভরসা রেখেছে বিএনপি। সেখানে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাইফুল হক ‘কোদাল’ প্রতীক নিয়ে লড়বেন। অন্যদিকে, নারায়ণগঞ্জে ব্যবসায়ী মাসুদুজ্জামান পিছু হটলে সেখানে দলের পুরনো কাণ্ডারি আবুল কালামকে মনোনয়ন দেওয়া হয়েছে।

চট্টগ্রামের রাজনীতিতে এসেছে নাটকীয় মোড়:

রাউজান (চট্টগ্রাম-৬): দীর্ঘদিনের বিবাদ ও সংঘর্ষের জেরে গিয়াসউদ্দিন কাদের চৌধুরীর বদলে গোলাম আকবর খন্দকারকে বেছে নিয়েছে দল।

বন্দর আসন (চট্টগ্রাম-১১): এই আসন থেকে সরে গিয়ে আমীর খসরু মাহমুদ চৌধুরী এখন চট্টগ্রাম-১০ আসনে লড়বেন। তাঁর ছেড়ে দেওয়া আসনে প্রার্থী হয়েছেন প্রয়াত নেতা আবদুল্লাহ আল নোমানের ছেলে সাঈদ আল নোমান।

সীতাকুণ্ড (চট্টগ্রাম-৪): কাজী সালাহউদ্দিনের পরিবর্তে কারাবন্দি নেতা আসলাম চৌধুরীকে দেওয়া হয়েছে ধানের শীষের টিকিট।

শরিকদের আসন ভাগাভাগি ও নতুন মুখ

বিএনপির মিত্রদের জন্য ছেড়ে দেওয়া আসনের সংখ্যাও বেড়েছে। নড়াইল-২ আসনে এনপিপি চেয়ারম্যান ফরিদুজ্জামান ফরহাদ এবং ঝিনাইদহে গণ অধিকার পরিষদ থেকে সদ্য যোগ দেওয়া রাশেদ খানকে মনোনয়ন দিয়ে চমক দেখিয়েছে দলটি। এছাড়া ঝিনাইদহ-১ আসনে লড়বেন সদ্য পদত্যাগকারী অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান।

বগুড়া-২ আসনে মাহমুদুর রহমান মান্নার ঋণখেলাপি জটিলতা কাটায় সেখানে মীর শাহে আলমের পরিবর্তে মান্নাই থাকছেন চূড়ান্ত তালিকায়। এছাড়া মুন্সীগঞ্জ, যশোর এবং মাদারীপুরের বেশ কিছু আসনেও এসেছে নতুন মুখ। মুন্সীগঞ্জ-২ আসনে প্রবীণ নেতা মিজানুর রহমান সিনহার জায়গায় আবদুস সালাম আজাদ এবং মুন্সীগঞ্জ-৩ আসনে মো. মহিউদ্দিন আহমেদকে দায়িত্ব দেওয়া হয়েছে।

কেন এই দফায় দফায় পরিবর্তন?

বিএনপির নীতিনির্ধারক আমীর খসরু মাহমুদ চৌধুরী জানিয়েছেন, ৩০০ আসনের চূড়ান্ত তালিকা মূলত তৈরিই আছে। তবে কৌশলগত কারণে এবং প্রতিদিনের রাজনৈতিক পরিস্থিতির ওপর ভিত্তি করে কোথাও কোথাও রদবদল আনতে হচ্ছে। মাঠের জরিপ এবং জনপ্রিয়তাকে প্রাধান্য দিয়েই এই চূড়ান্ত কাটছাঁট করা হচ্ছে।

দলের অভ্যন্তরীণ সূত্রগুলো বলছে, খালেদা জিয়াসহ সিনিয়র নেতাদের আসনে বিকল্প প্রার্থী রাখা হয়েছে যাতে আইনি জটিলতায় কারো প্রার্থিতা বাতিল হলেও আসনগুলো শূন্য না থাকে।

আল-মামুন/

ট্যাগ: বিএনপির চূড়ান্ত প্রার্থী তালিকা বিএনপির প্রার্থী তালিকা আসলাম চৌধুরী চট্টগ্রাম ৪ Amir Khosru Mahmud Chowdhury seat change বিএনপির প্রার্থী পরিবর্তন Tarique Rahman Dhaka 17 nomination বিএনপির ১৫ আসনে নতুন প্রার্থী শেষ মুহূর্তে বিএনপির প্রার্থী বদল বিএনপির মনোনয়ন রদবদল ধানের শীষের নতুন প্রার্থী কারা বিএনপির নতুন মনোনয়ন তালিকা বিএনপি নির্বাচনে ১৫ আসনে পরিবর্তন তারেক রহমান ঢাকা ১৭ আসন তারেক রহমান বগুড়া ৬ আসন ঢাকা ১৭ আসনে বিএনপির প্রার্থী কে রাউজান আসনে বিএনপির নতুন প্রার্থী গোলাম আকবর খন্দকার বিএনপি সাঈদ আল নোমান চট্টগ্রাম ১১ আমীর খসরু মাহমুদ চৌধুরী চট্টগ্রাম ১০ রাশেদ খান বিএনপি মনোনয়ন গণ অধিকার পরিষদের রাশেদ খান বিএনপি সাইফুল হক ঢাকা ১২ বিএনপি আন্দালিব রহমান পার্থ ভোলা আসন চট্টগ্রাম বিএনপি প্রার্থী তালিকা পরিবর্তন ঢাকা বিএনপি প্রার্থী রদবদল মুন্সীগঞ্জ বিএনপি নতুন প্রার্থী যশোর বিএনপি প্রার্থী তালিকা নারায়ণগঞ্জ ৫ বিএনপি প্রার্থী ব্রাহ্মণবাড়িয়া ৪ বিএনপি মনোনয়ন ঝিনাইদহ ১ বিএনপি প্রার্থী বিএনপির জোটগত আসন ভাগাভাগি কেন ১৫ আসনে প্রার্থী পরিবর্তন করল বিএনপি তারেক রহমানের মনোনয়ন ফরম জমা ঢাকা ১৭ বিএনপি মিত্রদের কয়টি আসন ছাড়ল বিএনপি প্রার্থীদের বিজয়ী করার নতুন কৌশল বিএনপির ব্রেকিং নিউজ নির্বাচন সংবাদ ২০২৫ বিএনপির আজকের খবর নির্বাচনের সর্বশেষ আপডেট BNP candidate list change BNP 15 seats candidate reshuffle BNP final nomination list 2025 Chittagong BNP new candidates Rashed Khan BNP nomination Jhenaidah Bangladesh Election BNP candidate news

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ