ঢাকা, সোমবার, ৫ জানুয়ারি ২০২৬, ২১ পৌষ ১৪৩২

MD. Razib Ali

Senior Reporter

earthquake today: ভূমিকম্পে কাঁপলো দেশ, উৎপত্তিস্থল কোথায়?

জাতীয় ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২৬ জানুয়ারি ০৫ ০৯:১১:৪৯
earthquake today: ভূমিকম্পে কাঁপলো দেশ, উৎপত্তিস্থল কোথায়?

সিলেটসহ দেশের উত্তর-পূর্বাঞ্চলে মধ্যরাতে পরপর দুইবার শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে। সোমবার (৫ জানুয়ারি) ভোর রাতে মাত্র ৩০ সেকেন্ডের ব্যবধানে হওয়া এই কম্পনে জনমনে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। আবহাওয়া বিশেষজ্ঞরা জানিয়েছেন, বড় এই কম্পনের পর আগামী ৪৮ ঘণ্টার মধ্যে শক্তিশালী আফটারশকের ঝুঁকি রয়েছে।

৩০ সেকেন্ডের ব্যবধানে দুইবার কম্পন

ভোর তখন ৪টা ৪৭ মিনিট ৩৯ সেকেন্ড। হঠাৎ প্রথম দফার কম্পনে কেঁপে ওঠে সিলেট ও আশপাশের এলাকা। সেই রেশ কাটতে না কাটতেই মাত্র ৩০ সেকেন্ড পর ভোর ৪টা ৪৭ মিনিট ৫২ সেকেন্ডে দ্বিতীয়বার ভূমিকম্প অনুভূত হয়। এই কম্পন বাংলাদেশের উত্তর-পূর্বাঞ্চল ছাড়াও ভারতের আসাম রাজ্যেও বেশ জোরালোভাবে অনুভূত হয়েছে।

ভূমিকম্পের মাত্রা ও উৎপত্তিস্থল

কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু গবেষক মোস্তফা কামাল পলাশ সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ভূমিকম্পের বিস্তারিত তথ্য নিশ্চিত করেছেন। সোমবার সকাল ৬টায় এক পোস্টে তিনি জানান, ভোরে একটি নয়, বরং দুটি পৃথক ভূমিকম্প হয়েছে।

আমেরিকান ভূতাত্ত্বিক অধিদপ্তর (USGS) থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে তিনি জানান:

প্রথম ভূমিকম্পের মাত্রা: ৫.২

দ্বিতীয় ভূমিকম্পের মাত্রা: ৫.৪

উৎপত্তিস্থল: ভারতের আসাম রাজ্যের রাজধানী গুয়াহাটির নিকটবর্তী মরিগাঁও এলাকা।

গভীরতা: ভূপৃষ্ঠ থেকে প্রায় ৩৫ কিলোমিটার গভীরে ছিল এই কম্পনের উৎস।

৪৮ ঘণ্টার মধ্যে আফটারশকের সতর্কতা

গবেষক মোস্তফা কামাল পলাশ সতর্ক করে জানিয়েছেন, ৫.৪ মাত্রার ভূমিকম্পকে 'মধ্যম মাত্রা' হিসেবে বিবেচনা করা হয়। এই ধরনের কম্পনের পর সাধারণত বড় ধরনের আফটারশকের আশঙ্কা থাকে।

তিনি বলেন, আগামী ৪৮ ঘণ্টার মধ্যে বাংলাদেশের অভ্যন্তরে অথবা দেশের উত্তর ও পূর্বাঞ্চলের যেকোনো সক্রিয় ফল্ট লাইনে আফটারশক অনুভূত হতে পারে। এ কারণে সংশ্লিষ্ট এলাকার বাসিন্দাদের সতর্ক থাকার পরামর্শ দেয়া হয়েছে।

বর্তমান পরিস্থিতি ও ক্ষয়ক্ষতি

এখন পর্যন্ত ভূমিকম্পের ফলে সিলেট বা পার্শ্ববর্তী কোনো এলাকায় বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। তবে ঘুমন্ত অবস্থায় হঠাৎ এমন কম্পনে মানুষের মধ্যে আতঙ্ক দেখা দেয়। অনেকেই ঘর ছেড়ে খোলা জায়গায় বেরিয়ে আসেন।

এদিকে, পরিস্থিতি পর্যবেক্ষণ করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। যেকোনো ধরনের জরুরি পরিস্থিতি মোকাবিলায় এবং জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।

আল-মামুন/

ট্যাগ: ভূমিকম্প earthquake today আজকের ভূমিকম্প ভূমিকম্পের মাত্রা ভূমিকম্পের খবর ভূমিকম্পের উৎপত্তিস্থল কোথায় আফটারশক ভূমিকম্প আপডেট earthquake in bangladesh ভূমিকম্পের পূর্বাভাস আফটারশকের আশঙ্কা মোস্তফা কামাল পলাশ আসামে ভূমিকম্প Sylhet Earthquake 5.4 magnitude earthquake সিলেটে ভূমিকম্প দেশে ভূমিকম্প ভোররাতে ভূমিকম্প পরপর দুইবার ভূমিকম্প সিলেটে ভূমিকম্প আজ গুয়াহাটিতে ভূমিকম্প মরিগাঁও ভূমিকম্প ৫ জানুয়ারি ভূমিকম্প বাংলাদেশ ও ভারতে ভূমিকম্প আগামী ৪৮ ঘণ্টা সতর্কবার্তা Recent Earthquake News Two earthquakes in a row Earthquake update Bangladesh Earthquake in Assam Guwahati Earthquake Morigaon Earthquake epicenter Earthquake magnitude 5.2 USGS earthquake update Aftershock warning Bangladesh Next 48 hours aftershock alert Mostofa Kamal Palash earthquake Tectonic fault lines Bangladesh সিলেটে ভূমিকম্পের মাত্রা কত কেন পরপর দুইবার ভূমিকম্প হলো আফটারশক কখন হতে পারে Sylhet earthquake today news live Is there any danger of aftershock in Sylhet

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ