ঢাকা, মঙ্গলবার, ৬ জানুয়ারি ২০২৬, ২২ পৌষ ১৪৩২

Alamin Islam

Senior Reporter

জবি ভর্তি ফলাফল ২০২৫-২৬: প্রকাশিত হলো বিজ্ঞান ইউনিটের রেজাল্ট, যেভাবে দেখবেন

শিক্ষা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২৬ জানুয়ারি ০৫ ১৭:০৩:৩৯
জবি ভর্তি ফলাফল ২০২৫-২৬: প্রকাশিত হলো বিজ্ঞান ইউনিটের রেজাল্ট, যেভাবে দেখবেন

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ কার্যক্রম শুরু হয়েছে। সোমবার (৫ জানুয়ারি) দুপুরে বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ও লাইফ অ্যান্ড আর্থ সায়েন্স অনুষদভুক্ত ‘এ’ ইউনিটের ফলাফল আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়।

বিজ্ঞান অনুষদের ডিন ও সংশ্লিষ্ট ভর্তি কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মোহাম্মদ সৈয়দ আলমের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে ফল প্রকাশের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

যেভাবে দেখবেন ‘এ’ ইউনিটের ফলাফল

ভর্তি পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীরা এখন খুব সহজেই অনলাইনে তাদের অবস্থান জানতে পারবেন। ফলাফল দেখতে নিচের ধাপগুলো অনুসরণ করুন:

প্রথমে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত ভর্তি বিষয়ক পোর্টাল jnuadmission.com-এ প্রবেশ করতে হবে।

এরপর আবেদনকারীর ব্যক্তিগত প্যানেলে (Login Panel) ইউজার আইডি ও পাসওয়ার্ড দিয়ে লগইন করতে হবে।

সফলভাবে লগইন করার পর ড্যাশবোর্ড থেকে শিক্ষার্থী তার প্রাপ্ত নম্বর ও মেধাক্রম দেখতে পাবেন।

বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, মেধা তালিকার ভিত্তিতে ভর্তির পরবর্তী ধাপগুলো এবং প্রয়োজনীয় সময়সূচি অতি শীঘ্রই ওয়েবসাইটের নোটিশ বোর্ডে প্রকাশ করা হবে।

প্রতি আসনের বিপরীতে লড়েছেন ৮৫ জন

চলতি শিক্ষাবর্ষে জবির বিজ্ঞান ইউনিটে তীব্র প্রতিযোগিতার চিত্র ফুটে উঠেছে। তথ্যমতে, ‘এ’ ইউনিটের মোট ৮৬০টি আসনের বিপরীতে এবার আবেদন জমা পড়েছিল ৭২ হাজার ৪৭৪টি। সেই হিসেবে প্রতিটি আসনের বিপরীতে শেষ পর্যন্ত লড়াই করেছেন গড়ে ৮৫ জন শিক্ষার্থী।

একনজরে ভর্তি পরীক্ষা ও কেন্দ্র বিন্যাস

এর আগে, গত ২৬ ডিসেম্বর অত্যন্ত সফলভাবে ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন হয়েছিল। পরীক্ষার্থীদের সুবিধার্থে ঢাকার বাইরে তিনটি বিভাগীয় বিশ্ববিদ্যালয়— কুমিল্লা বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয় ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কেন্দ্র স্থাপন করা হয়। এছাড়া ঢাকার অভ্যন্তরে জগন্নাথ বিশ্ববিদ্যালয়সহ মোট ৯টি শিক্ষা প্রতিষ্ঠানে পরীক্ষা গ্রহণ করা হয়েছিল। মোট ১২টি কেন্দ্রে একযোগে এই ভর্তি যুদ্ধ অনুষ্ঠিত হয়।

আল-মামুন/

ট্যাগ: জবি এ ইউনিট রেজাল্ট ২০২৫-২৬ জগন্নাথ বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার ফলাফল ২০২৬ জবি বিজ্ঞান ইউনিট রেজাল্ট দেখার নিয়ম জগন্নাথ বিশ্ববিদ্যালয় এ ইউনিটের ফল প্রকাশ জবি ভর্তি পরীক্ষার রেজাল্ট ২০২৬ জবি এ ইউনিটের মেধা তালিকা ২০২৬ জবি রেজাল্ট দেখার ওয়েবসাইট jnuadmission.com জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভর্তি ফলাফল ২০২৫ জবি ভর্তি পরীক্ষার রেজাল্ট চেক করার পদ্ধতি জবি এ ইউনিট আসন প্রতি প্রতিদ্বন্দ্বী জবি ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার ফল জগন্নাথ বিশ্ববিদ্যালয় বিজ্ঞান ও লাইফ অ্যান্ড আর্থ সায়েন্স অনুষদ রেজাল্ট জবি এ ইউনিট রেজাল্ট জগন্নাথ বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার ফলাফল জবি রেজাল্ট ২০২৬ জবি এ ইউনিটের ফল দেখার নিয়ম জগন্নাথ বিশ্ববিদ্যালয় ভর্তি ফলাফল ২০২৫-২৬ জবি বিজ্ঞান ইউনিট রেজাল্ট jnuadmission.com জবি ভর্তি পরীক্ষার সংবাদ জবি এ ইউনিট মেধা তালিকা জবি ভর্তি ২০২৬ JnU A Unit Result 2025-26 Jagannath University Admission Result 2026 JnU Science Unit Result Link How to check JnU Admission Result online jnuadmission.com login result JnU A Unit Merit List 2025-26 Jagannath University A Unit Result Publication JnU Admission Result Update JnU Honours 1st Year Admission Result JnU A Unit Result 2026 PDF Download JnU A Unit Result Jagannath University Admission Result 2025-26 JnU Science Unit Result jnuadmission.com login JnU Result Check Online JnU Admission Update 2026 JnU A Unit Merit List Jagannath University Result 2026

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ