ঢাকা, সোমবার, ১২ জানুয়ারি ২০২৬, ২৮ পৌষ ১৪৩২

MD Zamirul Islam

Senior Reporter

এসএসসি ও এইচএসসি পরীক্ষার রুটিন: যা জানালো শিক্ষা বোর্ড

শিক্ষা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২৬ জানুয়ারি ১২ ১৭:১৩:৫৬
এসএসসি ও এইচএসসি পরীক্ষার রুটিন: যা জানালো শিক্ষা বোর্ড

আসন্ন এসএসসি ও এইচএসসি পরীক্ষার ক্ষণগণনা শুরু হলো। ২০২৫ সালের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরের এই বড় দুই পাবলিক পরীক্ষার সম্ভাব্য সময়সীমা প্রকাশ করেছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। সংশ্লিষ্ট সূত্রমতে, এপ্রিলের শেষ ভাগে এসএসসির হাতেখড়ি হবে এবং জুনের শেষ দিকে এইচএসসি পরীক্ষা আয়োজনের পরিকল্পনা নেওয়া হয়েছে।

মার্চের শুরুতেই এইচএসসির ফরম পূরণ

উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ আপডেট হলো, আগামী ১ মার্চ থেকে তাদের ফরম পূরণ প্রক্রিয়া শুরু হতে যাচ্ছে। শিক্ষা বোর্ড জানিয়েছে, পরীক্ষা স্বচ্ছ ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে মাঠ পর্যায়ে প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে। ১ মার্চ শুরু হওয়া এই কার্যক্রম দ্রুততম সময়ের মধ্যে শেষ করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

কেন পরীক্ষার চিরচেনা রুটিনে পরিবর্তন?

সাধারণত ফেব্রুয়ারি মাসে এসএসসি এবং এপ্রিল মাসে এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার রেওয়াজ থাকলেও গত কয়েক বছর ধরে সেই ধারাবাহিকতায় ছেদ পড়েছে। শিক্ষা বোর্ডগুলো জানিয়েছে, করোনা পরবর্তী শিক্ষা কার্যক্রমের স্থবিরতা কাটানো, জাতীয় নির্বাচন এবং পবিত্র রমজান মাসের সময়সূচি বিবেচনা করে এবারের পরীক্ষার পঞ্জিকায় এই রুটবদল করা হয়েছে। মূলত শিক্ষার্থীদের সুবিধার্থে এবং সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতেই পরীক্ষা কিছুটা পিছিয়ে এপ্রিল ও জুন মাসে নেওয়া হচ্ছে।

এসএসসি’র প্রস্তুতি এখন চূড়ান্ত পর্যায়ে

এসএসসি পরীক্ষার্থীদের নির্বাচনী পরীক্ষা এবং ফরম পূরণের আনুষ্ঠানিকতা ইতোমধ্যে শেষ হয়েছে। এখন চলছে প্রশ্নপত্র প্রণয়ন এবং পরীক্ষাকেন্দ্র প্রস্তুত করার মতো প্রশাসনিক কাজ।

এ বিষয়ে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক খন্দকার এহসানুল কবির জানান, "পরীক্ষা আয়োজনের প্রায় সব কাজই গুছিয়ে আনা হয়েছে। টেস্ট পরীক্ষা ও ফরম পূরণ শেষে এখন আমরা চূড়ান্ত প্রস্তুতির ধাপে আছি। যদি বিশেষ কোনো প্রয়োজনে মাঠ পর্যায় থেকে আবেদন আসে, তবে ফরম পূরণের সময়সীমা সামান্য বাড়তে পারে।"

এইচএসসি পরীক্ষার বিষয়ে তিনি আরও যোগ করেন, "১ মার্চ থেকে শুরু হতে যাওয়া ফরম পূরণ প্রক্রিয়া আমরা এক থেকে দুই সপ্তাহের মধ্যেই সম্পন্ন করতে পারব বলে আশা রাখছি।"

শিক্ষার্থীদের জন্য প্রস্তুতির বড় সুযোগ

পরীক্ষার এই সম্ভাব্য সূচি প্রকাশের ফলে শিক্ষার্থীরা এখন একটি সুনির্দিষ্ট লক্ষ্য সামনে রেখে পড়াশোনা এগিয়ে নিতে পারবে। সংশ্লিষ্টদের মতে, হাতে থাকা এই সময়টুকু পরীক্ষার্থীদের চূড়ান্ত রিভিশন এবং নিজেদের ঘাটতি পূরণে সহায়ক হবে।

আল-মামুন/

ট্যাগ: শিক্ষা বোর্ড SSC 2025 এসএসসি ২০২৫ শিক্ষা সংবাদ এইচএসসি ২০২৫ Education News HSC 2025 ঢাকা বোর্ড Dhaka Board এসএসসি পরীক্ষা ২০২৫ কবে শুরু এইচএসসি পরীক্ষা ২০২৫ কবে শুরু এসএসসি পরীক্ষার সম্ভাব্য তারিখ এইচএসসি পরীক্ষার সম্ভাব্য সময়সূচি এসএসসি পরীক্ষা এপ্রিলের কত তারিখে এইচএসসি পরীক্ষা জুনের কত তারিখে এইচএসসি ফরম পূরণ শুরু কবে এইচএসসি ২০২৫ ফরম পূরণ নোটিশ এসএসসি ও এইচএসসি পরীক্ষার আপডেট নিউজ শিক্ষা বোর্ডের নতুন খবর ২০২৫ ২০২৫ সালের এসএসসি পরীক্ষার রুটিন ২০২৫ সালের এইচএসসি পরীক্ষার খবর আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সিদ্ধান্ত ঢাকা শিক্ষা বোর্ড এসএসসি আপডেট মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার সময়সূচি SSC exam date 2025 Bangladesh HSC exam date 2025 Bangladesh SSC 2025 exam starting month HSC 2025 exam starting date HSC form fill up 2025 date Education board news today SSC HSC SSC HSC exam schedule 2025 When will SSC 2025 exam start? HSC exam 2025 update news Dhaka Education Board notice 2025 Inter-Education Board coordination committee update SSC exam in April 2025 HSC exam in June 2025 HSC 2025 form fill up notice Bangladesh SSC HSC exam latest update পরীক্ষার সময়সূচি Exam Schedule Education Board ফরম পূরণ Form Fill up এসএসসি রুটিন SSC Routine এইচএসসি রুটিন HSC Routine

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ