ঢাকা, মঙ্গলবার, ১৩ জানুয়ারি ২০২৬, ২৯ পৌষ ১৪৩২

Alamin Islam

Senior Reporter

৩ প্রকৌশল কোম্পানির শেয়ার দরে ধস: লোকসানের মুখে সাধারণ বিনিয়োগকারীরা

শেয়ারনিউজ ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২৬ জানুয়ারি ১৩ ১৮:০৮:৪০
৩ প্রকৌশল কোম্পানির শেয়ার দরে ধস: লোকসানের মুখে সাধারণ বিনিয়োগকারীরা

দেশের পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের তিন প্রতিষ্ঠানের ধারাবাহিক দরপতনে চরম উৎকণ্ঠার সৃষ্টি হয়েছে। বিডি থাই অ্যালুমিনিয়াম, গোল্ডেন সন এবং এস আলম কোল্ড রোল্ড স্টিল—এই তিন কোম্পানির শেয়ার ধারণ করে বড় ধরনের লোকসানের মুখে পড়েছেন বিনিয়োগকারীরা। গত এক মাসের ব্যবধানে প্রতিষ্ঠানগুলোর শেয়ারের দাম তলানিতে গিয়ে ঠেকেছে। এর মধ্যে গোল্ডেন সনের দর অভিহিত মূল্যের নিচে নেমে গেছে এবং বাকি দুটি কোম্পানিও একই পথে ধাবিত হচ্ছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে প্রাপ্ত তথ্য বিশ্লেষণে কোম্পানিগুলোর এমন নাজুক চিত্র উঠে এসেছে।

অভিহিত মূল্যের নিচে গোল্ডেন সন

প্রকৌশল খাতের প্রতিষ্ঠানগুলোর মধ্যে বর্তমানে সবচেয়ে কম দামে লেনদেন হচ্ছে গোল্ডেন সনের শেয়ার। গত ৩০ দিনে কোম্পানিটির শেয়ার দর ১ টাকা ২০ পয়সা (১১.৩২ শতাংশ) হ্রাস পেয়ে বর্তমানে ৯ টাকা ৪০ পয়সায় অবস্থান করছে। ২০০৭ সালে শেয়ারবাজারে আসা 'বি' ক্যাটাগরির এই কোম্পানিটির পরিশোধিত মূলধন ১৭১ কোটি ৭৩ লাখ টাকা হলেও এর ৪ কোটি ৯৩ লাখ টাকাই এখন পুঁজিভুত লোকসান।

২০২৪ অর্থবছরে ১.৫০ শতাংশ নগদ লভ্যাংশ দিলেও ২০২৫ সালে বিনিয়োগকারীদের কোনো লভ্যাংশ দেয়নি প্রতিষ্ঠানটি। ২০২৫ অর্থবছরের প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত প্রতিবেদন অনুযায়ী, কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান দাঁড়িয়েছে ৩৯ পয়সা। বর্তমানে কোম্পানিটির মোট শেয়ারের ৪৭.৭৪ শতাংশই রয়েছে সাধারণ বিনিয়োগকারীদের হাতে।

খাদের কিনারে বিডি থাই অ্যালুমিনিয়াম

দীর্ঘদিন ধরে বাজারে থাকা (১৯৯০ সালে তালিকাভুক্ত) বিডি থাই অ্যালুমিনিয়ামের শেয়ার দরও আশঙ্কাজনকভাবে কমছে। এক মাসের ব্যবধানে শেয়ারটির দাম ৫.৪১ শতাংশ কমে ১০ টাকা ৫০ পয়সায় দাঁড়িয়েছে। ১০ টাকা অভিহিত মূল্যের এই শেয়ারটি এখন ফেসভ্যালুর খুব কাছাকাছি অবস্থান করছে।

যদিও কোম্পানিটির ১৮২ কোটি ১৪ লাখ টাকার রিজার্ভ রয়েছে, তবে চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) শেয়ারপ্রতি লোকসান হয়েছে ৭০ পয়সা। ২০২৪ সালে মাত্র ০.২৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দিলেও ২০২৫ অর্থবছরে কোনো ডিভিডেন্ড দিতে পারেনি প্রতিষ্ঠানটি। এই কোম্পানিতে সাধারণ বিনিয়োগকারীদের বড় অংকের (৬৩.৩৬ শতাংশ) অংশীদারিত্ব থাকায় দরের এই পতনে সাধারণ ক্ষুদ্র বিনিয়োগকারীরাই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন।

এস আলম কোল্ড রোল্ড স্টিলে বড় ধস

এক মাসের ব্যবধানে সবচেয়ে বেশি দর হারিয়েছে 'জেড' ক্যাটাগরির কোম্পানি এস আলম কোল্ড রোল্ড স্টিল। আলোচ্য সময়ে শেয়ারটির দাম ৪ টাকা ১০ পয়সা বা প্রায় ২৬ শতাংশ কমে ১১ টাকা ৭০ পয়সায় নেমেছে।

২০০৬ সালে তালিকাভুক্ত এই কোম্পানিটি ২০২৩ সালে ৫ শতাংশ লভ্যাংশ দিলেও এরপর থেকে ডিভিডেন্ড সংক্রান্ত কোনো খবর নেই। চলতি বছরের তৃতীয় প্রান্তিকের (জানুয়ারি-মার্চ’২৫) প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটির শেয়ারপ্রতি আয় ১৯ পয়সা থাকলেও বিনিয়োগকারীদের লভ্যাংশ প্রাপ্তি অনিশ্চয়তার মুখে পড়েছে। কোম্পানিটির মোট শেয়ারের মধ্যে সাধারণ বিনিয়োগকারীদের হাতে রয়েছে ২৬.৭৬ শতাংশ।

কেন এই অস্থিরতা?

বাজার সংশ্লিষ্টরা মনে করছেন, নিয়মিত লভ্যাংশ প্রদানে ব্যর্থতা এবং অনিরীক্ষিত প্রতিবেদনে ক্রমাগত লোকসানের চিত্র ফুটে ওঠায় বিনিয়োগকারীরা এই তিন কোম্পানির ওপর আস্থা হারিয়েছেন। বিশেষ করে গোল্ডেন সন ও বিডি থাইয়ের মতো মৌলভিত্তি দুর্বল হয়ে পড়া শেয়ারগুলো নিয়ে সাধারণ বিনিয়োগকারীদের দুশ্চিন্তা বেড়েই চলেছে।

আল-মামুন/

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ