MD Zamirul Islam
Senior Reporter
ভালো কোম্পানিকে পুঁজিবাজারে ফেরাতে বিএসইসির নতুন আইপিও রুলস
দেশের পুঁজিবাজারে মানসম্পন্ন কোম্পানি তালিকাভুক্তির পথে প্রধান অন্তরায় ছিল আইপিও-র ত্রুটিপূর্ণ দর নির্ধারণ প্রক্রিয়া। দীর্ঘদিনের সেই আস্থার সংকট কাটাতে এবং দর নির্ধারণ বা প্রাইসিংয়ে স্বচ্ছতা আনতে ‘পাবলিক অফার অফ ইকুইটি সিকিউরিটিজ রুলস, ২০২৫’ প্রণয়ন করেছে নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি। এর ফলে স্বচ্ছ ও যৌক্তিক মূল্যে ভালো কোম্পানিগুলো বাজারে আসতে উৎসাহিত হবে বলে মনে করছে সংস্থাটি।
বুধবার (১৪ জানুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে বিএসইসির মাল্টিপারপাস হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই আশাবাদ ব্যক্ত করেন সংস্থার পরিচালক ও মুখপাত্র মো. আবুল কালাম।
প্রাইসিংয়ের দুর্বলতা কাটাতে নতুন উদ্যোগ
সংবাদ সম্মেলনে বিএসইসি মুখপাত্র জানান, অতীতে ফিক্সড প্রাইস এবং পরবর্তীতে বুক বিল্ডিং পদ্ধতি চালু করা হলেও কিছু কাঠামোগত দুর্বলতার কারণে স্বচ্ছ প্রাইসিং নিশ্চিত করা সম্ভব হয়নি। এই সীমাবদ্ধতা দূর করতেই আইপিও রুলস বা পাবলিক ইস্যু রুলসে বড় ধরনের সংশোধনী আনা হয়েছে।
আবুল কালাম বলেন, “বর্তমান কমিশন দায়িত্ব গ্রহণের পর বাজারকে গতিশীল করতে শক্তিশালী কোম্পানিগুলোকে আনার ওপর জোর দেয়। তবে আমরা যখন ইস্যুয়ার ও ইস্যু ম্যানেজারদের সাথে কথা বলি, তখন তারা জানান যে সঠিক মূল্যের নিশ্চয়তা না থাকায় ভালো কোম্পানিগুলো বাজারে আসতে অনাগ্রহী। তাদের সেই দাবিকে প্রধান্য দিয়েই প্রাইসিং প্রক্রিয়াকে স্বচ্ছ করার কাজ শুরু হয়।”
টাস্কফোর্সের পরামর্শ ও আইনি সংস্কার
বাজারের বর্তমান পরিস্থিতি বিশ্লেষণ করে এবং টাস্কফোর্সের সুপারিশের ভিত্তিতেই আইপিও রুলস সংশোধনের এই চূড়ান্ত উদ্যোগ নেওয়া হয়। বিএসইসি মনে করছে, নতুন এই আইন কার্যকর হলে প্রাইসিং নিয়ে বিনিয়োগকারী এবং কোম্পানি—উভয় পক্ষের মধ্যেই আস্থা ফিরবে।
পুরানো আইনের প্রতি অনাগ্রহ
সংবাদ সম্মেলনে একটি গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরে মুখপাত্র বলেন, আইপিও আইন পরিবর্তনের কাজ চলাকালীন আবেদন গ্রহণ বন্ধ রাখা হয়নি। তবে সাম্প্রতিক ছাত্র-জনতার গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে কোম্পানিগুলোর মধ্যে আগের অর্থাৎ ২০১৫ সালের পাবলিক ইস্যু রুলসে আবেদন করার ক্ষেত্রে কোনো আগ্রহ দেখা যায়নি। এই স্থবিরতা কাটাতে নতুন রুলস বড় ভূমিকা রাখবে বলে বিএসইসি প্রত্যাশা করছে।
অনুষ্ঠানে বিএসইসির যুগ্ম পরিচালক শরিফুল আলমসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থেকে নতুন আইনের বিভিন্ন কারিগরি দিক তুলে ধরেন। সংশ্লিষ্টরা মনে করছেন, নতুন রুলসটি কার্যকর হলে দেশের শেয়ার বাজারে তালিকাভুক্ত কোম্পানির মানে আমূল পরিবর্তন আসবে।
সোহেল/
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- ১৪ ব্রোকার হাউজ ও মার্চেন্ট ব্যাংককে সুখবর দিল বিএসইসি
- চলছে রাজশাহী বনাম ঢাকা ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন Live
- মহার্ঘ ভাতা পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা: কোন গ্রেডে কত বেতন বাড়ছে?
- নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বিএনপির পাঁচ নেতা
- প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা বাতিল?
- বিশ্বকাপে ভারত সফরে অনড় আপত্তি বিসিবির, আইসিসির সঙ্গে বৈঠকে কি হলো?
- স্বর্ণের দাম: আজ ২২ ক্যারেট স্বর্ণের ভরি দাম কত
- রংপুর বনাম সিলেট: শেষ হলো ম্যাচ, জেনেনিন ফলাফল
- শেয়ারবাজারে আজ সূচকের চমক, বিক্রেতা সংকটে হল্টেড ৮ কোম্পানি
- বিশ্বকাপ ভেন্যু ইস্যুতে আইসিসির ‘বার্তা’ নিয়ে ধোঁয়াশা কাটাল বিসিবি
- এসএসসি ও এইচএসসি পরীক্ষার রুটিন: যা জানালো শিক্ষা বোর্ড
- Dhaka Capitals vs Rajshahi Warriors Live : কখন, কোথায় ও কীভাবে লাইভ দেখবেন
- বিএনপি না জামায়াত, কে এগিয়ে? ৪ প্রতিষ্ঠানের জরিপে চাঞ্চল্যকর তথ্য
- শেয়ারবাজারে ১ মাসেই ২০% লাভ! যে ৬ কোম্পানি দিলো বড় রিটার্ন
- মুস্তাফিজকে ছাড়াই বিশ্বকাপের দল গঠনের সুপারিশ আইসিসির