ঢাকা, বুধবার, ১৪ জানুয়ারি ২০২৬, ১ মাঘ ১৪৩২

MD Zamirul Islam

Senior Reporter

ভালো কোম্পানিকে পুঁজিবাজারে ফেরাতে বিএসইসির নতুন আইপিও রুলস

শেয়ারনিউজ ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২৬ জানুয়ারি ১৪ ১৪:৫৭:১১
ভালো কোম্পানিকে পুঁজিবাজারে ফেরাতে বিএসইসির নতুন আইপিও রুলস

দেশের পুঁজিবাজারে মানসম্পন্ন কোম্পানি তালিকাভুক্তির পথে প্রধান অন্তরায় ছিল আইপিও-র ত্রুটিপূর্ণ দর নির্ধারণ প্রক্রিয়া। দীর্ঘদিনের সেই আস্থার সংকট কাটাতে এবং দর নির্ধারণ বা প্রাইসিংয়ে স্বচ্ছতা আনতে ‘পাবলিক অফার অফ ইকুইটি সিকিউরিটিজ রুলস, ২০২৫’ প্রণয়ন করেছে নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি। এর ফলে স্বচ্ছ ও যৌক্তিক মূল্যে ভালো কোম্পানিগুলো বাজারে আসতে উৎসাহিত হবে বলে মনে করছে সংস্থাটি।

বুধবার (১৪ জানুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে বিএসইসির মাল্টিপারপাস হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই আশাবাদ ব্যক্ত করেন সংস্থার পরিচালক ও মুখপাত্র মো. আবুল কালাম।

প্রাইসিংয়ের দুর্বলতা কাটাতে নতুন উদ্যোগ

সংবাদ সম্মেলনে বিএসইসি মুখপাত্র জানান, অতীতে ফিক্সড প্রাইস এবং পরবর্তীতে বুক বিল্ডিং পদ্ধতি চালু করা হলেও কিছু কাঠামোগত দুর্বলতার কারণে স্বচ্ছ প্রাইসিং নিশ্চিত করা সম্ভব হয়নি। এই সীমাবদ্ধতা দূর করতেই আইপিও রুলস বা পাবলিক ইস্যু রুলসে বড় ধরনের সংশোধনী আনা হয়েছে।

আবুল কালাম বলেন, “বর্তমান কমিশন দায়িত্ব গ্রহণের পর বাজারকে গতিশীল করতে শক্তিশালী কোম্পানিগুলোকে আনার ওপর জোর দেয়। তবে আমরা যখন ইস্যুয়ার ও ইস্যু ম্যানেজারদের সাথে কথা বলি, তখন তারা জানান যে সঠিক মূল্যের নিশ্চয়তা না থাকায় ভালো কোম্পানিগুলো বাজারে আসতে অনাগ্রহী। তাদের সেই দাবিকে প্রধান্য দিয়েই প্রাইসিং প্রক্রিয়াকে স্বচ্ছ করার কাজ শুরু হয়।”

টাস্কফোর্সের পরামর্শ ও আইনি সংস্কার

বাজারের বর্তমান পরিস্থিতি বিশ্লেষণ করে এবং টাস্কফোর্সের সুপারিশের ভিত্তিতেই আইপিও রুলস সংশোধনের এই চূড়ান্ত উদ্যোগ নেওয়া হয়। বিএসইসি মনে করছে, নতুন এই আইন কার্যকর হলে প্রাইসিং নিয়ে বিনিয়োগকারী এবং কোম্পানি—উভয় পক্ষের মধ্যেই আস্থা ফিরবে।

পুরানো আইনের প্রতি অনাগ্রহ

সংবাদ সম্মেলনে একটি গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরে মুখপাত্র বলেন, আইপিও আইন পরিবর্তনের কাজ চলাকালীন আবেদন গ্রহণ বন্ধ রাখা হয়নি। তবে সাম্প্রতিক ছাত্র-জনতার গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে কোম্পানিগুলোর মধ্যে আগের অর্থাৎ ২০১৫ সালের পাবলিক ইস্যু রুলসে আবেদন করার ক্ষেত্রে কোনো আগ্রহ দেখা যায়নি। এই স্থবিরতা কাটাতে নতুন রুলস বড় ভূমিকা রাখবে বলে বিএসইসি প্রত্যাশা করছে।

অনুষ্ঠানে বিএসইসির যুগ্ম পরিচালক শরিফুল আলমসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থেকে নতুন আইনের বিভিন্ন কারিগরি দিক তুলে ধরেন। সংশ্লিষ্টরা মনে করছেন, নতুন রুলসটি কার্যকর হলে দেশের শেয়ার বাজারে তালিকাভুক্ত কোম্পানির মানে আমূল পরিবর্তন আসবে।

সোহেল/

ট্যাগ: বিএসইসি পুঁজিবাজার শেয়ার বাজার নিউজ BSEC Dhaka Stock Exchange বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন আবুল কালাম Stock Market News Bangladesh DSE news Bangladesh Stock Market বিএসইসি নিউজ Share Market News BD BSEC News Today নতুন আইপিও রুলস আইপিও ২০২৫ স্বচ্ছ প্রাইসিং ভালো কোম্পানি বিএসইসি সংবাদ সম্মেলন বুক বিল্ডিং পদ্ধতি পাবলিক ইস্যু রুলস বিনিয়োগকারীর সুরক্ষা বিএসইসি নতুন আইপিও রুলস আইপিও রুলস ২০২৫ পাবলিক অফার অফ ইকুইটি সিকিউরিটিজ রুলস ২০২৫ পুঁজিবাজারের নতুন আইন আইপিও প্রাইসিং পদ্ধতি বিএসইসি মুখপাত্র আবুল কালাম বিএসইসি টাস্কফোর্স সুপারিশ আইপিওতে স্বচ্ছ প্রাইসিং কিভাবে হবে ভালো কোম্পানি কেন পুঁজিবাজারে আসতে চায় না আইপিও রুলস সংশোধনের কারণ পুঁজিবাজারে ভালো কোম্পানি আনার উদ্যোগ পাবলিক ইস্যু রুলস ২০১৫ বনাম ২০২৫ New IPO Rules 2025 IPO Pricing IPO Regulations IPO Transparency Abul Kalam BSEC Public Issue Rules 2015 BSEC New IPO Rules 2025 Bangladesh IPO Regulations New IPO Pricing Method Bangladesh Public Offer of Equity Securities Rules 2025 IPO Pricing Transparency BSEC How to bring good companies to DSE Book Building Method update 2025 BSEC spokesperson Abul Kalam statement IPO application rules after mass uprising

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ